ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের হার

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর ২০২৩, ০৮:০৬ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ০৯:০০ এএম

ছবি: ফেসবুক

একই সময়ে ম্যাচ শুরু হওয়ায় একসাথে দুটি ম্যাচের দিকেই নজর ছিল ফুটবলপ্রেমীদের। দুই ম্যাচই উপহার দিয়েছে হতাশা। লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে উরুগুয়ের কাছে হেরে গেছে আর্জেন্টিনা, আর ব্রাজিল হেরেছে কলম্বিয়ার বিপক্ষে।

নিজেদের মাঠ বুয়েন্স আইরিসের এস্তাদিও আলবের্তো জে. আর্মান্দোয় বাংলাদেশ সময় শুক্রবার সকালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় উরুগুয়ে। আর কলম্বিয়ার এস্তাদিও মেত্রোপলিতানোয় ব্রাজিল হারে ২-১ গোলের ব্যবধানে।

প্রতিপক্ষের মাঠে লম্বা সময় এগিয়ে ছিল নেইমারকে ছাড়াই খেলতে নামা ব্রাজিল। ম্যাচের চতুর্থ মিনিটে সেলেসাওদের এগিয়ে নেন গাব্রিয়েল মার্তিনেল্লি। ৭৫ ও ৭৯তম মিনিটে লুইস দিয়াসের জোড়া গোল হৃদয় ভাঙে ব্রাজিলের।

বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর টানা ১৪ ম্যাচ জিতে উড়ছিল আর্জেন্টিনা। তাদেরকে মাটিতে নামাল উরুগুয়ে; আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার কৌশল কাজে লাগে।

ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েও জয় পায়নি তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই অর্ধে উরুগুয়ের হয়ে গোল করেন রোনালদ আরউহো ও দারউইন নুনেজ।

ম্যাচের ৬৪ শতাংশ সময়ই বলের দখল ছিল আর্জেন্টিনার অনুকূলে। গোলের উদ্দেশে তারা ১২টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। কিন্তু জালের দেখা মেলেনি। বিপরীতে পোস্টে রাখা দুই শটেই লক্ষ্যভেদ করে উরুগুয়ে।

পায়ের কিছু কারিকুরি, দারুণ কিছু মুভ দেখালেও এ অর্ধে উরুগুয়ের জন্য ভয়ের কারণ হতে পারেননি প্রায় এক মাস প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মধ্যে না থাকা মেসি। রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলারের একটি ফ্রিকিক ক্রসবারে লাগে। আর্জেন্টাইন তারকাকে কড়া পাহারায় রাখার কৌশল নিয়েছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা।

ম্যাচে মোট ফাউল হয় ৩৩টি। এর মধ্যে ২২বার ফাউল করে উরুগুয়ে। এ নিয়ে বেশ কয়েকবার উত্তেজনা ছড়ায় মাঠে।

১৯তম মিনিটে একটি ফাউলের ঘটনায় মেজাজ হারায় দুই পক্ষই। জড়িয়ে পড়ে ধাক্কাধাক্কিতে। তাতে খেলা একটু সময় থাকে বন্ধ। রেফারির দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি গড়ায়নি বেশি দূর।

দুই মিনিট পর মেসিকে বক্সের একটু বাইরে মানুয়েল উগারতে পেছন থেকে ফাউল করলে ফের উত্তেজনা ছড়ায়। আর্জেন্টাইন তারকার ২১ মিটার দূর থেকে নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে কর্নার হয়।

বার্সেলোনার সাবেক দুই সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মিলনের ম্যাচ ছিল এটি। যেখানে শেষ হাসি নিয়ে মাঠ ছেড়েছেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ।

৪১তম মিনিটে আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় উরুগুয়ে। বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বাইলাইনের একটু উপর থেকে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। ক্লিয়ার করতে পারেননি আর্জেন্টিনার কোনো ডিফেন্ডার। রোনালদ আরাউহোর কোনাকুনি শটে পরাস্ত এমিলিয়ানো মার্তিনেস।

আর্জেন্টিনা যখন গোল শোধে মরিয়া তখন ৮৭তম মিনিটে উরুগুয়ের জয় নিশ্চিত করে দেন নুনেস। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে এক ছুটে বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড।

ব্রাজিল অবশ্য গোলে খেতে পারত আরও। বল দখলে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে দারুণ ফুটবল উপহার দেয় কলম্বিয়া। গোলের উদ্দেশ্যে ২৩টি শট নেয় তারা, এর মধ্যে ১০টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ৬১ শতাংশ বলের দখল রেখেও ১২টি শটের মধ্যে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল।

বাছাইয়ে প্রথম দুই ম্যাচে জয়ের পর গত মাসে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্রয়ের পর উরুগুয়ের মাঠে ২-০ গোলে হেরে বসে ব্রাজিল। ব্যর্থতার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াবে কী, উল্টো আবারও হেরে বসল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধেই অনেক বড় এক ধাক্কা খায় ব্রাজিল। চোট পেয়ে মাঠ ছাড়েন আক্রমণভাগের মূল তারকা ভিনিসিউস। প্রাথমিক চিকিৎসা নিয়েও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। তার বদলি নামেন ব্রাইটনের ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।

আক্রণের ঢেউ তুলেও গোল পা্চ্ছিল না কলম্বিয়া। অবশেষে ৭৫তম মিনিটে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান দিয়াস। বাঁ দিক থেকে সতীর্থে ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে স্কোরলাইন ১-১ করেন লিভারপুল ফরোয়ার্ড।

চার মিনিট পর আবারও ডি-বক্সে দিয়াসের হেড এবং গোল। শুরু হয়ে যায় কলম্বিয়ার সমর্থকদের জয়োৎসব।

চলমান বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রথম হার এটি, ব্রাজিলের দ্বিতীয়। ৫ রাউন্ড শেষে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে ব্রাজিল।

তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উরুগুয়ে। দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে কলম্বিয়া।

৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ভেনেজুয়েলা। এদিন তারা নিজেদের মাঠে একুয়েদরের বিপক্ষে গোলশূন্য ড্র করে। একুয়েদর আছে তালিকার ছয়ে।

 একই দিন চিলি ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটিও গোলশূন্য ড্র হয়। দশ দলের তালিকায় সাতে প্যারাগুয়ে, আটে চিলি।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

১৯ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নামছে উইন্ডিজ
নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার
ঢাকাকে আবারও পরাজয়ে ভাসিয়ে জয়ে ফিরল বরিশাল
'নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল'
দুর্বার রাজশাহীকে বিসিবির কড়া বার্তা
আরও

আরও পড়ুন

টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে দুই পক্ষে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন

টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে দুই পক্ষে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন

১৯ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নামছে উইন্ডিজ

১৯ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নামছে উইন্ডিজ

মির্জাপুরে নদী তীর কেটে মাটি লুট দুই কারবারির  লাখ টাকা জরিমানা

মির্জাপুরে নদী তীর কেটে মাটি লুট দুই কারবারির লাখ টাকা জরিমানা

‘‘এই বাংলাদেশে হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকব’’ : হাসনাত আব্দুল্লাহ

‘‘এই বাংলাদেশে হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকব’’ : হাসনাত আব্দুল্লাহ

পীরগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির শীর্ষক সেমিনার ও প্রদশর্নী

পীরগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির শীর্ষক সেমিনার ও প্রদশর্নী

নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার

নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার

নানা ভাবে পূনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামীলীগ

নানা ভাবে পূনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামীলীগ

ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল  অধিবেশন

নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অধিবেশন

পেকুয়ায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবের সার্টিফিকেট অনুষ্ঠান সম্পন্ন

পেকুয়ায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবের সার্টিফিকেট অনুষ্ঠান সম্পন্ন

সোনারগাঁওয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ

সোনারগাঁওয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন

বাতিল হলো জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩

বাতিল হলো জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩

ব্লু পেপার চালু রাখার দাবিতে সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ব্লু পেপার চালু রাখার দাবিতে সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

ইসলামপুর দরবার শরীফের ৮১তম মাহ্ফিল

ইসলামপুর দরবার শরীফের ৮১তম মাহ্ফিল

ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: প্রধান উপদেষ্টা

ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: প্রধান উপদেষ্টা

বরগুনায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাপলাকুঁড়ি ট্রফি'র শুভ উদ্বোধন

বরগুনায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাপলাকুঁড়ি ট্রফি'র শুভ উদ্বোধন

বিদেশ থেকে বাড়িতে এসেই দেখলে স্ত্রীর ঝুলন্ত মরদেহ

বিদেশ থেকে বাড়িতে এসেই দেখলে স্ত্রীর ঝুলন্ত মরদেহ

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ডা. সি এম ইদরিসের ৯৬তম জন্মদিন উদযাপন

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ডা. সি এম ইদরিসের ৯৬তম জন্মদিন উদযাপন