দাঙ্গা নিয়ে যা বললেন মেসি
২২ নভেম্বর ২০২৩, ১০:৪৮ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১০:৪৮ এএম
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানে যে তা নিছক একটা ম্যাচ নয় তা আরও একবার দেখল ফুটবল বিশ্ব। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে পরস্পরের দুয়ো থেকে চেয়ার ছুড়াছুড়ি, এরপর হাতাহাতি, পরিস্থিতি সামাল দিতে আর্জেন্টিনা সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ, এ নিয়ে লিওনেল মেসির অসন্তষ ও মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া, দেরিতে শুরু হওয়া ম্যাচে ব্রাজিলের শরীরি ফুটবল, ধাক্কাধাক্কি, ফাউলের ছড়াছড়ি, লাল কার্ড-কি ছিল না এই ম্যাচে।
ফুটবলের দুই ‘চিরশত্রু’র লড়াইটা বুধবার শেষ হয় নিকোলাস ওতামেন্তির গোলে আর্জেন্টিনার জয়োল্লাস করার মধ্য দিয়ে। টানা তৃতীয় পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ে ব্রাজিল।
বার্তা সংস্থা রয়টার্সের খবর, জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা দেরিতে শুরু হওয়া এই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনার সমর্থকেরা দুয়ো দিলে তাদের ওপর আসন ছুড়ে মারতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা শুরু করে পুলিশ।
আর্জেন্টাইন দর্শকদের ওপর পুলিশের লাঠিপেটা ভালোভাবে নেননি দলটির অধিনায়ক লিওনেল মেসি। সতীর্থদের নিয়ে গ্যালারির দিকে যান মেসি, যেখানে লাঠিপেটা করছিল পুলিশ। ক্ষোভে ফুসতে ফুসতে একপর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।
কেন তখন মাঠ ছেড়ে ড্রেসিংরুমে গিয়েছিলেন ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে তা খোলসা করেছেন মেসি, ‘আমরা দেখেছি কোপা আমেরিকার ফাইনালের মতো কীভাবে তারা (পুলিশ) মারছিল (আর্জেন্টিনা সমর্থকদের)। খেলার চেয়ে তারা এদিকে বেশি নজর দেয়। খারাপ কিছু হয়ে যেতেই পারত। যখন সবকিছু একটু শান্ত হয়ে আসছিল তখন আমরা স্বজনদের খোঁজ নিয়েছি। সবকিছু সম্পর্কেই খোঁজ নিই। এরপর পরিস্থিতি শান্ত করতে আমরা মাঠে ফেরার সিদ্ধান্ত নিই।’
ম্যাচটি যে মোটেও সহজ ছিল না তাও জানান বিশ্বকাপজয়ী নায়ক।
‘এই দলটা ইতিহাস তৈরি করেই যাচ্ছে… উরুগুয়ের কাছে হারের পর এই ম্যাচে জয়টা দরকার ছিল। আমরা জানতাম কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে, কোপা আমেরিকার ফাইনালের মতো। তারা প্রচুর চাপ তৈরি করছিল…লম্বা সময় ধরে বলের দখল ধরে রাখা কঠিন হয়ে আসছিল।’
মেসিকে এদিন পুরোপুরি ফিট মনে হয়নি। প্রথমার্ধেই দুইবার তাকে শুশ্রুষা নিতে দেখা যায়। এজন্য মাঠে চেনা ছন্দে ছিলেন না রেকর্ড আটবারের বর্ষসেরা এই ফুটবলার। চোটের সঙ্গে লড়া মেসি জানিয়েছেন চলতি বছর এটাই তাঁর শেষ ম্যাচ, ‘এটা এই বছরে আমার শেষ ম্যাচ ছিল। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আমার হাতে এখন সময় আছে। হালকা চোট কাটিয়ে দারুণ একটা বছর কাটানো ও দারুণ প্রাক মৌসুমের জন্য আমি প্রস্তুতি নেব।’
এর আগে গত বছরের সেপ্টেম্বরে কাতার ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দুই দলের ম্যাচটি পণ্ড হয়ে গিয়েছিল। সেই ম্যাচটিও ছিল ব্রাজিলের মাঠে। সাও পাওলোয় ম্যাচের ৭ মিনিটের মাথায় করোনা বিধিনিষেধ ভাঙায় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। খেলোয়াড় ও স্বাস্থ্য সংস্থার কর্তাদের মধ্যে হাতাহাতিতে ম্যাচ হয় পণ্ড।
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পোক্ত করল আর্জেন্টিনা। ৬ ম্যাচে ৫ জয়র ১৫ পয়েন্ট লা আলবাসিলেস্তেদের। সমান ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।
সমান ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ৬ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দশ দলের তালিকায় ছয়ে ব্রাজিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান