আর্নন্ডের শেষের গোলে সিটিকে রুখে দিল লিভারপুল
২৬ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ম্যানচেস্টার সিটি ১ : ১ লিভারপুল
রেকর্ডের রাতটা মধুর হতে হতেও হলোনা আরলিং হল্যান্ডের।লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে প্রথমার্ধে জালের দেখা পেয়েই অনন্য এক রেকর্ড গড়ে ফেলেন এই নরওয়েজিয়ান তারকা।প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলকের কীর্তি এখন হল্যান্ডের। আর সেই গোলে জয়ের পথেই ছিল পেপ গার্দিওলার দল।
তবে শেষ মুহূর্তে বাধ সাধলেন লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড।৮০ তম মিনিটে দারুণ এক গোলে অল রেডসদের সমতায় ফেরান আর্নল্ড।বাকি সময়ে আর কোন গোল না হলে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।ম্যাচে আধিপত্য দেখানোর পরেও ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সিটির।
অবশ্য এদিন গোলের বেশ কিছু সহজ সুযোগ মিস না করলে পয়েন্ট হারাতে হতোনা স্বাগতিকদের। একাদশ মিনিটে লিভারপুল গোলরক্ষক এলিসনের ভুলে বিপদজনক জায়গায় বল পেয়ে গিয়েছিলেন সিটির ফিল ফোডেন।তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে জোরালো শট নিতে পারেননি তিনি। ২০ তম মিনিটে কার্টিস জোন্সের ভুল ব্যাক পাস অল্পের জন্য নাগাল পাননি হল্যান্ড।
তবে সাত মিনিট পরে নাথান আকের বাড়ানো বলে নিখুঁত ফিনিশে রেকর্ড করা গোলটি করেন এই নরওয়েজিয়ান তারকা।ইংল্যান্ডের শীর্ষ লিগে এটি তার ৫০তম গোল, কেবল ৪৮ ম্যাচে। প্রিমিয়ার লিগে আগের দ্রুততম ৫০ গোলের রেকর্ড ছিল অ্যান্ডি কোলের, তার লেগেছিল ৬৫ ম্যাচ।
একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধের বাকি সময়ে সমতা ফেরাতে পারেনি লিভারপুল। ৪৪তম মিনিটে ফোডেনের জোরালো শট আলিসন রুখে দিলে ১-০ স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরপরই ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ মিস করেন আলভারেস।৫৫ তম মিনিট পর হলান্ডের ভলিও যায় ক্রসবারের ওপর দিয়ে। সিটি ভক্তদের হতাশা আরও বাড়ে ৬৮ তম মিনিটে।
আলভারেসের কর্নার থেকে দারুণ হেডে প্রতিপক্ষের বল পাঠান রুবেন দিয়াস। কিন্তু বল নিয়ন্ত্রণে নেওয়ার জন্য লাফ দেওয়া আলিসনকে সিটির মানুয়েল আকঞ্জি ধাক্কা দেওয়ায় বাতিল হয় গোল।সেই হতাশা যেতে না যেতেই লিভারপুল পেয়ে বসে গোল।নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দশেক আগে সালাহর এসিস্ট থেকে বলরে জোরালো শটে এডারসনকে পরাস্ত করেন আর্নল্ড।
রেকর্ডের রাতে অবশ্য হল্যান্ড দলকে জয় এনে দিতে পারতেন শেষের চমৎকারে। অতিরিক্ত সময়ে চতুর্থ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে উঠে হেড নিয়েছিলেন এই নরওয়েজিয়ান তারকা। তবে সিটি ভক্তদের আক্ষেপে পুড়িয়ে সেটি অল্পের জন্য নিশানা মিস করে।
১৩ ম্যাচে ৯ জয় ও দ্বিতীয় ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিভারপুল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা