শেয়ানে শেয়ানে টক্কর
২৭ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম
স্পোর্টস ডেস্ক : লিভারপুলের বিপক্ষে নিজের প্রথম গোলে নতুন উচ্চতা স্পর্শ করলেন আর্লিং হলান্ড। গড়লেন প্রিমিয়ার লিগে দ্রুততম পঞ্চাশ গোলের রেকর্ড। তবে দাপুটে ফুটবল খেলা ম্যানচেস্টার সিটিকে রুখে দিল ইয়ুর্গেন ক্লপের দল। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের রোমাঞ্চকর লড়াই শেষ হলো সমতায়। গতপরশু রাতে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। ২৭তম মিনিটে সিটিকে এগিয়ে নিয়েছিলেন হলান্ড। পিছিয়ে পড়ার পর কিছুক্ষণ দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। দীর্ঘক্ষণ এদেরসনের প্রবল প্রতিরোধের পর ৮০তম মিনিটে সমতা ফেরান ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড। শেষ দিকে লিভারপুলের রক্ষণে প্রবল চাপ তৈরি করা সিটি অন্তিম সময়ে গোল প্রায় পেয়েই যাচ্ছিল। আলভারেসের কর্নারে হলান্ডের হেড বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। ইতিহাদে শেষ পর্যন্ত জয় পাওয়া না হলেও দলকে এগিয়ে নেওয়ার পথে দারুণ এক রেকর্ড গড়েন সিটির হালান্ড। ইংল্যান্ডের শীর্ষ লিগে এটি নরওয়েজিয়ান তারকার ৫০তম গোল, কেবল ৪৮ ম্যাচে। প্রিমিয়ার লিগে আগের দ্রুততম ৫০ গোলের রেকর্ড ছিল অ্যান্ডি কোলের, তার লেগেছিল ৬৫ ম্যাচ।
কয়েক বছর ধরেই লিভারপুল ও ম্যানসিটির ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। চলতি মৌসুমেও প্রিমিয়ার লিগে দুই দল এগিয়ে যাচ্ছে প্রায় একই গতিতে। পিছিয়ে পড়েও পেপ গুয়ার্দিওলার দলের সঙ্গে ড্রও তাই বড় প্রাপ্তি বলে মনে হচ্ছে ইয়ুর্গেন ক্লপের কাছে। সিটি জেতার মতো খেলেছে বলেই এই ম্যাচের ফলাফলে ইতিবাচক দিক দেখছেন ক্লপ, ‘আমি মনে করি আমরা একটা পরীক্ষায় উতরে গিয়েছি, তবে আমি ঠিক নিশ্চিত নই যে, এটা পরীক্ষা ছিল কি-না। গত বছর যখন দলটি লম্বা সময় ধরে একসঙ্গে খেলেছিল, সেই সময়ে আমাদের এই ধরনের ম্যাচে সত্যিকারের সুযোগ ছিল না। আজ (শনিবার) আমাদের সামনে একটা সুযোগ ছিল। আমি নির্বোধ নই, আপনি যদি জিজ্ঞেস করেন যে ম্যাচে কোন দলের জেতার সম্ভাবনা বেশি ছিল, সেটা অবশ্যই সিটিরই ছিল। আমরা তাদের পর্যাপ্ত লড়াই উপহার দিতে প্রস্তুত থাকতে চাই এবং আমরা সেটাই করেছি।’
গত মৌসুমে প্রিমিয়ার লিগসহ ট্রেবল জয় করে সিটি। আর শিরোপাহীন মৌসুমে লিভারপুল লিগ শেষ করে লিগ পঞ্চম হয়ে। হতাশা পেছনে ফেলে এবার শুরু থেকেই লিগে ভালো ছন্দে আছে লিভারপুল। সেই ধারায় ইতিহাদ স্টেডিয়াম থেকে এদিন এক পয়েন্ট নিয়ে ফেরে ক্লপের দল। ১৩ ম্যাচে ৯ জয় ও দ্বিতীয় ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিভারপুল। দুই দলকেই টপকে যাওয়ার সুযোগ আছে আর্সেনালের। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে তারা।
এদিকে, আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে ফিরে বার্সেলোনার সামনে চোখ রাঙাচ্ছিল পরাজয়। ভাগ্যের ছোঁয়ায় বেঁচে গেছে তারা। রায়ো ভায়োকানোর বিপক্ষে কোনোমতে এক পয়েন্ট পেয়েছে জাভি হর্নান্দেসের দল। ভায়োকানোর মাঠে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে চমৎকার গোলে উনাই লোপেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর শেষ দিকে আত্মঘাতী গোল করেছেন ফ্লোরিয়াঁ লুজন। ১৪ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ দুইয়ে, ৩৪ পয়েন্ট নিয়ে জিরোনা শীর্ষে আছে। বার্সেলোনার সমান ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ভাইয়েকানো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তাপমাত্রা কমে বাড়বে শীত
এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর