সিটির প্রত্যাবর্তনের রাতে পিএসজির ত্রাতা এমবাপে
৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম
শুরুতে পিছিয়ে গেল বার্সেলোনা। পরে দলকে খেলায় ফিরিয়ে জয়ও পাইয়ে দিলেন জোয়াও ক্যানসেলো, জোয়াও ফেলিক্সরা। শুরুতে পিছিয়ে গেল বার্সেলোনা। পরে দলকে খেলায় ফিরিয়ে জয়ও পাইয়ে দিলেন জোয়াও ক্যানসেলো, জোয়াও ফেলিক্সরা। গতপরশু রাতে বার্সেলোনার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে হয়েছে তুমুল লড়াই। তাতে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। ৩০ মিনিটে পিছিয়ে যাওয়ার পর পরই দলকে খেলায় ফেরান ক্যানসেলো। বিরতির পর জয়সূচক গোল আসে ফেলিক্সের কাছ থেকে। গত দুই আসর গ্রুপ পর্ব পার হতে না পারা ঐতিহ্যবাহী স্প্যানিশ ক্লাবটি অবশেষে পা রাখল নকআউট রাউন্ডে।
এদিন খেলার শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে বার্সা। তাতে তৈরি হচ্ছিল একের পর এক সুযোগ। যদিও সেসব কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিলেন ফেলিক্স, রাফিনিহারা। খেলার ধারার বিপরীতে ৩০ মিনিটে গোল পেয়ে যায় পোর্তো। তেমেরির শট ডিফেন্ডারের পায়ে লেগে দিল বদলে আসে গালেনোর কাছে। তার শট ঝাঁপিয়ে ঠেকাতে গিয়েপ পুরো পারেননি পেনা। ফাঁকায় পেয়ে পেপে আকুইনো বল জড়িয়ে দেন জালে। দুই মিনিট পরই এই গোল শোধ দিয়ে দেয় বার্সেলোনা। পেদ্রির পাস থেকে বল পেয়ে ক্যানসেলো বক্সে ঢুকে জোরালো শটে সমতা আনেন। বিরতির পর এগিয়ে যেতে মরিয়া বার্সেলোনা দেরি করেনি। ৫৭ মিনিটে আরেক পর্তুগিজ তারকা ফেলিক্স এনে দেন জয়সূচক গোল। বক্সের বাইরে থেকে নিজেই সুযোগ বানিয়ে বা দিকে ক্যানসেলোকে পাস দিয়ে ঢুকে যান বক্সে। ফিরতে বল পেয়ে দৃষ্টিনন্দন টোকায় গোল পেয়ে আনন্দে ভাসেন পর্তুগিজ তরুণ।
এদিকে, ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারতে বসেছিল প্যারিস সেইন্ট জার্মেই। নিশ্চিত হার থেকে একদম অন্তিম মুহূর্তে দলকে উদ্ধার করলেন কিলিয়ান এমবাপে। কোন রকমে এক পয়েন্ট পেয়েছে পিএসজি। প্যারিসে পিএসজি-নিউক্যাসল ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। খেলার নির্ধারিত সময় পর্যন্ত আলেক্সান্ডার ইসাকের দেওয়া গোলে এগিয়ে ছিলো পিএসজি। যোগ করা সময়ের ৮ম মিনিটে গিয়ে একটি বিতর্কিত পেনাল্টি পায় পিএসজি। যা থেকে দলকে উদ্ধার করেন ফ্রান্স তারকা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিউ ক্যাসলের বক্সের ভেতর হ্যান্ডবলের আবেদন করে পিএসজি। ওউসমান দেম্বেলের মারা বল প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে তারপর হাত স্পর্শ করে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে প্রতিবাদ করেন নিউ ক্যাসলের খেলোয়াড়রা। তৈরি হয় চরম বিতর্ক। তবে এমবাপে কোন ভুল করেননি। মাপা শটে পিএসজিকে পাইয়ে দেন পয়েন্ট। খেলা শেষেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে থাকে উত্তেজনা।
একই রাতে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে ছিল সিটিজেনরা। বিরতির পর রেকর্ডময় গোলে দলকে খেলায় ফেরান আর্লিং হালান্ড। এরপর ফিল ফোডেন আর হুলিয়ান আলভারেজও গোল পেলে ঘরের মাঠে উৎসব করতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। ইত্তেহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আরবি লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে পেপ গার্দিয়াওলার দল। অথচ প্রথমার্ধের ১৩ আর ৩৩ মিনিটে দুই গোলে নায়ক বনে গিয়েছিলেন লাইপজিগের বেলজিইয়ান তারকা লুইস ওপেনন্দা। ২০১৮ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের কোন ম্যাচে ঘরের মাঠে হারের শঙ্কা ঘিরে ধরেছিল নকআউট রাউন্ড আগেই নিশ্চিত করা সিটিকে। ৫৪ মিনিটে দলকে খেলায় ফিরিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৪০তম গোল করেন হালান্ড। মাত্র ৩৫ ম্যাচে এই অর্জন সবচেয়ে দ্রুততম। ৭০ মিনিটে ফোডেন, আর ৮৭ মিনিটে জয়সূচক গোল করেন আলভারেজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন
দ্রুত নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব: রেজাউল করিম
মসজিদের ইমাম নিয়োগেও করতে হচ্ছে মানববন্ধন, ১৮ বছরেও হয়নি নিয়োগ
হামলা-লুটপাট ও অগ্নিসংযোগসহ সব নির্যাতন করেছে আ.লীগ: হিন্দু মহাজোট সভাপতি
আ.লীগের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে: জামায়াত আমির