কলমাপুরে সিঙ্গাপুর মিশন
৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম
সিঙ্গাপুর জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে ঘরের মাঠে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী দল। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি আগামীকাল মাঠে গড়াবে। আর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার।
সিঙ্গাপুরকে হারাতেই দুই প্রীতি ম্যাচে মাঠে নামবেন সাবিনা খাতুনরা। ম্যাচের আগে গতকাল দুপুরে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান জাতীয় দলের অধিনায়ক সাবিনা। তিনি বলেন,‘২০১৭ সালে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা একটি প্রীতি ম্যাচ খেলেছিলাম। তাদের বিপক্ষে ডেভেলপমেন্ট টুর্নামেন্টে ৩-০ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। অনেক বছর পর ওদের বিপক্ষে খেলতে যাচ্ছি। আগের চেয়ে আমাদের বর্তমান দল অনেক ভারসাম্যপূর্ণ। টেকনিক্যাল, টেকটিক্যাল, ফিজিক্যাল সবদিকেই আমাদের উন্নতি হয়েছে। আশাকরি দর্শকেরা মাঠে আসবেন, দুটি চ্যালেঞ্জিং ম্যাচ দেখবেন।’ তিনি যোগ করেন, ‘আমরা গোল করলে দর্শকরাই সবচেয়ে বেশি খুশি হন। দেশের ফুটবলের মান যেন রাখতে পারি, উন্নতির ধারাবাহিকতা রাখতে পারি, সেই চেষ্টাই করব। দেশের মাটিতে খেলা, অবশ্যই জয়ের লক্ষ্য থাকবে। আমরা সিঙ্গাপুরকে হারাতেই মাঠে নামবো।’ ছয় বছর আগে হেরে যাওয়া ওই ম্যাচে ছিলেন না মারিয়া মান্ডাসহ বয়সভিত্তিক দলের অনেক সদস্যই। যারা এখন দলের অংশীদার। এ বিষয়ে অধিনায়কের কথা, ‘আমি মনে করি সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ম্যাচ হবে। দলের সবাই ভালো খেলছে। কিন্তু আমি মনে করি, মারিয়া ও মনিকা চাকমা যদি ভাল খেলা উপহার দিতে পারে, তাহলে ফল বের করে আনা সবচেয়ে ইতিবাচক দিক হবে। এই দু’জনের প্রতি আমাদের সবসময় বাড়তি আত্মবিশ্বাস থাকে। মাসুরা এখন অনেক সিনিয়র, অনেক দায়িত্ব নিয়ে খেলে। এখন আমাদের কেউ পজিশন ধরে খেলে না, যে কেউ যে কোনো পজিশনে খেলতে পারে।’ মারিয়া মান্ডা বলেন, ‘দেশের মাটিতে খেলার সুযোগ পেয়েছি, তাই সিঙ্গাপুরের বিপক্ষে আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব। এতদিন যে প্রস্তুতি নিয়েছি, সেটা আমরা ম্যাচ থেকে বুঝতে পারবো। কোথায় উন্নতি করতে হবে তা ম্যাচে দেখে নিতে পারবো। সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি ম্যাচেই চেষ্টা করবো ভালো খেলার। জয় পেয়ে মাঠ ছাড়ার চেষ্টা থাকবে আমাদের।’
ভাল প্রস্তুতির কথা জানালেন বাংলাদেশ জাতীয় নারী দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু, ‘এশিয়ান গেমস থেকে ফেরার পর লেবাননের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের খুব ভালো প্রস্তুতি ছিল। দূর্ভাগ্যজনকভাবে আমরা ওই ম্যাচটা খেলতে পারিনি। ওটা খেলতে পারলে আমাদের অনেক কিছু পাওয়া হতো। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্য বাফুফেকে ধন্যবাদ।’ অনুশীলন নিয়ে টিটু বলেন, ‘আমাদের তো নিয়মিত বিরতিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সম্ভাবনা থাকে কম, সে হিসাবে আমরা এই ধরণের ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকি। প্রতি সপ্তাহে আমি ছয় দিনের ট্রেনিং করিয়েছি, কিন্তু অনুশীলনের বিষয়টি বুঝা যায় ম্যাচের মাধ্যমে। সেটা যদি ইন্টারন্যাশনাল ম্যাচে হয়, তাহলে তো কথাই থাকে না। তাই আমরাও এখন প্রস্তুত। প্রতিপক্ষ সিঙ্গাপুর নিয়ে কোচের কথা, ‘সিঙ্গাপুর একটু অপরিচিত আমাদের কাছে। ওদের কোচ মরোক্কান করিম বেনচেরিফাকে আমি খুব ভালো করে চিনি। ভারতের মোহন বাগান, চার্চিল ব্রাদার্সে কাজ করেছে। মূলত চার্চিল ব্রাদার্সেই ওর সঙ্গে আমার দেখা। সবাই আমরা ১ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন