স্বাধীনতা কাপের তৃতীয় শিরোপা জিতল বসুন্ধরা কিংস

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

 

 

ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ১৩তম আসরের ফাইনালে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস। সোমবার গোপালগঞ্জের শেখ ফজুলল হক মনি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে পিছিয়ে থেকে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো দশজনের বসুন্ধরা। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ একটি করে গোল করেন। মোহামেডানের পক্ষে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান মিডফিল্ডার এমানুয়েল সানডে।

সোমবার গোপালগঞ্জে উত্তেজনাপূর্ন এক ম্যাচই দেখেছেন দর্শকরা। ফাইনালে উপভোগ্য ফুটবলের পাশাপাশি মাঠে ছিল খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি, রেফারির লাল কার্ড প্রদর্শন এবং এক মিনিটের ব্যবধানে দু’দলের দুই গোল। ফাইনাল হয়েছে ফাইনালের মতোই । এই জয়ে স্বাধীনতা কাপের টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার পাশাপাশি গত বছর ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের কাছে ২-১ ব্যবধানে হারের প্রতিশোধও নিয়ে নিলো বসুন্ধরা।

রাজধানী ঢাকার বাইরে ফুটবলের উম্মাদনা অন্যরকম। এটা সব সময়ই লক্ষ্য করা গেছে। যা ফের দেখা গেল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। মোহামেডান-বসুন্ধরা কিংস ফাইনালে যেন দর্শকের ঢল নেমেছিল এই স্টেডিয়ামে। স্টেডিয়ামের গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে তারা সানন্দে উপভোগ করেছেন ফাইনাল ম্যাচের পুরোটা সময়। সমর্থকদের হতাশ করেনি দুই দল। ফাইনালে দারুণ খেলেছে মোহামেডান ও বসুন্ধরা কিংস।

৯ বছর পর স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছিল মোহামেডান। লক্ষ্য ছিল ফের শিরোপা জেতা। সাদাকালোরা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তিনবার। সর্বশেষ ২০১৪ সালের পর আর স্বাধীনতা কাপের শিরোপা জেতা হয়নি তাদের। টুর্নামেন্টের চতুর্থ শিরোপা জেতার লক্ষ্য নিয়েই বসুন্ধরার মুখোমুখি হয়েছিল মোহামেডান। কিন্তু তা আর হলো না। কিংসের সামনে থামতে হল তাদের। টুর্নামেন্টে সেরা হয়ে

মোহামেডানের পাশে নাম লিখিয়েছে বসুন্ধরা। এখন তাদের ঝুলিতেও স্বাধীনতা কাপের তিনটি শিরোপা।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বসুন্ধরা কিংস। মোহামেডানও কম যায়নি। সমান তালেই লড়েছে তারা। প্রতিপক্ষকে পরীক্ষা নিতে যথারীতি মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়বাতেই ছিল মোহামেডানের মূল ভরসা। শুরু থেকে দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্য অমিমাংসিত অবস্থায়। তবে বিরতির পর জমে ওঠে ম্যাচ। ম্যাচের ৪৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। এসময় মোহামেডানের মিডফিল্ডার ওমর ফারুক বাবুকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার ফরোয়ার্ড রফিকুল ইসলাম। দশজনের কিংসকে পেয়ে পরের তিন মিনিটের মধ্যেই সুযোগ কাজে লাগায় সাদাকালোরা। ম্যাচের ৫১ মিনিটে মোজাফফরভের কর্নারে বক্সে জটলার মধ্যে হেডে গোল করে মোহামেডানের এমানুয়েল সানডে (১-০)। পিছিয়ে পরে বসুন্ধরা কিংস দ্রুত ধাক্কা সামালে নিয়ে আক্রমণে যায়। পরের মিনিটেই সমতায় ফেরে তারা। ম্যাচের ৫২ মিনিটে দুই ব্রাজিলিয়ান মিগুয়েল ফার্নান্দেজ ও রবসন দ্য সিলভা রবিনহোর দারুণ রসায়নে আক্রমণে যায় কিংস, বক্সে রবিনহোর প্রচেষ্টা সাদাকালোর এক ডিফেন্ডারের গায়ে লেগে ফেরা বল পেয়ে শটে সোজা জালে জড়ান রাকিব হোসেন (১-১)। পরের সময়টুকু দশজনের কিংস রক্ষণ সামলে খেলতে থাকে। নিচ থেকে আক্রমণে যাওয়া চেষ্টা করে তারা। কিন্তু প্রতিপক্ষের বক্সে গিয়ে খেই হারাচ্ছিলেন রবিনহোরা। অবশেষে ৮৬ মিনিটে বসুন্ধরা পেয়ে যায় জয়সূচক কাঙ্খিত গোল। ম্যাচে কয়েকবার সুযোগ নষ্ট করা আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ এনে দেন শিরোপা নিশ্চিতের গোলটি। মিগুয়েলের বাড়ানো পাস বক্সে পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান ডরিয়েলটন (২-১)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ম্যাচ জিতে শিরোপা উৎসবে মাতোয়ারা হয় বসুন্ধরা কিংস। ম্যাচসেরার পুরস্কার পান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ডরিয়েলটন গোমেজ। টুর্নামেন্ট সেরা হন একই দলের রাকিব হোসেন। তিনটি করে গোল পেয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান তিন ক্লাবের তিন ব্রাজিলিয়ান। এরা হলেন- বসুন্ধরা কিংসের ডরিয়েলটন গোমেজ, ঢাকা আবাহনীর জোনাথন ফার্নান্দেজ এবং শেখ জামালের হিগোর লিটে। আর ফেয়ার প্লে ট্রফি জিতে নেয় রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নুনেসের শেষের ম্যাজিকে জিতল লিভারপুল
হামজাকে ঘিরে জামালেরও স্বপ্ন
টিভিতে দেখুন
বিশ্বকাপ থেকে বাংলাদেশের দু’দলেরই বিদায়
চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক রোহিতই
আরও

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

কী আছে তৌফিকার লকারে?

কী আছে তৌফিকার লকারে?

ঘটনার তিনদিন পর থানায় মামলা

ঘটনার তিনদিন পর থানায় মামলা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ