বুড়ো মদ্রিচে চূড়ায় রিয়াল
১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম
স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ। বিরতির পর ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় ভিয়ারিয়াল। পরে যদিও আর তেমন কিছু করতে পারেনি তারা। অনায়াস জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরল কার্লো আনচেলত্তির দল। গতপরশু রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে রিয়ালের জয় ৪-১ গোলে। জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে নেন। আসরে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন বেলিংহ্যাম। ১৫ ম্যাচে তার গোল হলো ১৩টি। এবারের লা লিগায় গোলদাতার তালিকায় তার চেয়ে ৩ গোল কম নিয়ে দুইয়ে আছেন গেতাফের বোরহা মায়োরাল। পরে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচে ৯টি গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের পরের গোল দুটি করেন ব্রাহিম দিয়াস ও লুকা মদ্রিচ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে পেনাল্টি মিস করা মদ্রিচ স্কোরলাইন ৪-২ করেন। ডি-বক্সে রদ্রিগো প্রতিপক্ষের বাধায় পজিশন হারালে আলগা বল প্রথম ছোঁয়াতেই জালে পাঠান তিনি। সফরকারীদের গোলটি করেন হোসে লুইস মোরালেস। গত সপ্তাহে রিয়াল বেতিসের মাঠে পয়েন্ট হারানোর পর লিগে জয়ে ফিরল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে রেয়ালের পয়েন্ট ৪২। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে জিরোনা। একটি ম্যাচ অবশ্য কম খেলেছে তারা। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।
এদিকে, ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত আক্রমণ করে গেল লিভারপুল। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে দারুণ কিছু সুযোগও তৈরি করল তারা, কিন্তু পেল না জালের দেখা। প্রবল চাপ সামলে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গত ২১ জানুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে কোনো লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হলো ইয়ুর্গেন ক্লপের দল। লিগ টেবিলে শীর্ষেও ফেরা হলো না তাদের।
এই ম্যাচের আগে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে আর্সেনাল। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে ২-১ ব্যবধানে জেতে আসরের চমক অ্যাস্টন ভিলা। ১৭ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট আর্সেনালের। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাস্টন ভিলা। প্রিমিয়ার লিগে এখানে এর আগের দুই সফরে ভরাডুবি হয়েছিল ইউনাইটেডের; ২০২১-২২ আসরে ৪-০ এবং গত মৌসুমে ৭-০ গোলে হেরেছিল তারা। লিগে অ্যানফিল্ডে তাদের জয়হীন সফর বেড়ে দাঁড়াল আট ম্যাচে। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ