জন্মদিনে এমবাপের ‘জোড়া উপহার’
২২ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ এএম
গতপরশু ছিল কিলিয়ান এমবাপের ২৫তম জন্মদিন। এমন বিশেষ দিনে মেৎসের বিপক্ষে জোড়া গোলে উদযাপন করেন পিএসজি তারকা। চলতি বছরে নিজেদের শেষ ম্যাচটি মেৎসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় নিসের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে পিএসজি। দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি জন্মদিনটা আরও একটা কারণে এমবাপের জন্য বিশেষ হয়ে রইল। এই ম্যাচ দিয়েই যে পিএসজির মূল দলে অভিষেক হয়েছে তার ছোট ভাই ইথান এমবাপের।
দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে বদলি হিসেবে নামেন ইথান। ১৬ বছর বয়সী এই ফুটবলার এর আগেও নিসের বিপক্ষে একটি ম্যাচে স্কোয়াডে ছিলেন। তবে সে ম্যাচে তাঁকে নামাননি পিএসজি কোচ লুইস এনরিকে। মিডফিল্ডার ইথান বড় ভাই কিলিয়ান এমবাপের মতো এস বন্ডির যুব দলে খেলেছেন। দুই ভাইয়ের একসঙ্গে খেলার দিনে গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁদের মা-বাবাও।
ইথানের অভিষেকের দিনে পিএসজির হয়ে প্রথম গোলটি ভিতিনিয়ার। গোল করেন দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৯ মিনিটে। এর আগে প্রথমার্ধ শেষ হয়েছে কোনো ঘটনা ছাড়াই। এমবাপে ব্যবধান ২-০ করেন ম্যাচের ৬০ মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়া কোনাকুনি শটে গোল করেন। ৭২ মিনিটে গোল করে ব্যবধান কমান মেৎসের ২০ বছর বয়সী ডিফেন্ডার ম্যাথু উদল। এরপর গোলকিপারকে বোকা বানিয়ে এমবাপে ম্যাচে পরের গোলটি করেন ৮৩ মিনিটে। নিজেদের অর্ধে মেৎসের ডিফেন্ডার গোলকিপারের দিকে বল বাড়ালে সেই বল গোলকিপার পর্যন্ত পৌঁছানোর আগেই এমবাপে দখলে নেন। এরপর তাঁকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।
পিএসজির প্রথম খেলোয়াড় হিসেবে গত ৬ বছরের মধ্যে জন্মদিনে গোল করলেন এমবাপে। এর আগে নিজের ১৯তম জন্মদিনে কায়েনের বিপক্ষে পিএসজির ৩-১ গোলের জয়েও লক্ষ্যভেদ করেছিলেন এই তারতা। তবে ফরাসি ক্লাবটিতে এটাই হতে পারে এমবাপের শেষ জন্মদিন। মৌসুম শেষেই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের। ১৭ ম্যাচ শেষে এমবাপের পিএসজির পয়েন্ট ৪০। সমান ম্যাচে নিসের পয়েন্ট ৩৫। লিগে এমবাপেদের পরের ম্যাচ লঁসের বিপক্ষে, আগামী ১৪ জানুয়ারি।
এদিকে, পয়েন্ট টেবিলের তলানির দল আলমেরিয়া। লা লিগার এবারের আসরে পর্যন্ত কোনো জয় পায়নি দলটি। সেই দলটি কি-না ঘাম ছুটিয়ে দিল বার্সেলোনার। পিছিয়ে পড়ে দুই দুইবার ম্যাচে ফিরেছিল তারা। যদিও শেষ রক্ষা করতে পারেনি। তবে তাতে বার্সেলোনার দুরবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে। রাতে ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে আলমেরিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল দলটি। বার্সার হয়ে জোড়া গোল করেছেন ডিফেন্ডার সের্জি রোবার্তো। অপর গোলটি করেছেন রাফিনহা। আলমেরিয়ার হয়ে লক্ষ্যভেদ করেন লিও বাপতিস্তাও ও এডগার গঞ্জালেজ। ১৮ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা। আলমেরিয়ার সংগ্রহ ১৮ ম্যাচে ৫ পয়েন্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর
থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা