দাপুটে জয়ে শেষ ষোলোয় রিয়াল
০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৫ এএম
শক্তিতে অনেক পিছিয়ে থাকা আরানদিনাকে পুরোটা সময় চাপে রাখলেও গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলো রিয়াল মাদ্রিদকে। বিরতির পর অবশেষে ভাঙল ডেডলক। স্প্যানিশ ফুটবলের চতুর্থ সারির দলকে অনায়াসে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে কার্লো আনচেলত্তির দল। গতপরশু রাতে প্রতিপক্ষের মাঠে শেষ বত্রিশের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রিয়াল। হোসেলুর গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস। শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন রদ্রিগো।
টনি ক্রুস, অহেলিয়া চুয়ামেনি ও সদ্য চোট কাটিয়ে ফেরা ভিনিসিউস জুনিয়র স্কোয়াডেই ছিলেন না। রদ্রিগো, জুড বেলিংহ্যাম, লুকা মদ্রিচ, দানি কারভাহাল, আন্টোনিও রুডিগার দলে থাকলেও তাদেরকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান রিয়াল কোচ। অনিয়মিতদের নিয়ে খেলতে নামলেও শক্তিতে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করতে সমস্যায় পড়তে হয়নি রিয়ালকে। প্রথমার্ধের লড়াইটা ছিল একপেশে। বিরতির আগে একবারের জন্যও তাদের পোস্টে শট নিতে পারেনি আরানদিনা। অবশ্য রিয়ালও প্রথম ৪৫ মিনিটে কাক্সিক্ষত গোল আদায় করে নিতে পারেনি। গোলের উদ্দেশ্যে আটটি শট নিলেও তারা লক্ষ্যে রাখতে পারে কেবল একটি।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অবশেষে তারা পায় জালের দেখা। ডি-বক্সে দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হোসেলুর সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন দিয়াস। ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড। দুই গোলে এগিয়ে যাওয়ার খানিক পর একসঙ্গে দুটি পরিবর্তন আনেন আনচেলত্তি। আর্দা গুলের ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে তুলে ফেদে ভালভেরদে ও রদ্রিগোকে নামান কোচ। বাকি সময়েও নিয়ন্ত্রণ ধরে রাখে রিয়াল। যোগ করা সময়ের প্রথম মিনিটে দিয়াসের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। দুই মিনিট পর আরানদিনাও একটি গোলের দেখা পায়। তবে সেটা ছিল আত্মঘাতী; নিজেদের জালে বল জড়ান রিয়াল ডিফেন্ডার নাচো। তাতে অবশ্য রিয়ালকে জয় নিয়ে কোনোরকম ভাবনায় পড়তে হয়নি। ম্যাচে নিজেদের পার্ফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা কঠিন ছিল না, এটাই আমাদের কাজ। তারা নিজেদের খেলাটা খেলার চেষ্টা করেছে। প্রথমার্ধে তারা বেশি সুযোগ পেয়েছে। দ্বিতীয়ার্ধে শারীরিকভাবে তারা শক্তি হারিয়েছে।’
এদিকে, মৌসুমের মাঝ পথে এসে লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। সবচেয়ে বড় কথা সাম্প্রতিক সময়ে ক্রমেই বাড়ছে এই ব্যবধান। সব প্রতিযোগিতা মিলে শেষ ছয় ম্যাচে তিনটি হার। কিন্তু তাতে কোনো সমস্যা দেখছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। কাতালানরা লড়াই করছে বলেই মত তার। এদিন জয়ের পর বার্সেলোনা প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয়, বার্সা ভালো করছে। তারা লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও কোপা দেল রের জন্য লড়াই করছে। অন্যদের বিশ্লেষণ করা আমি পছন্দ করি না। কিন্তু তারা সব কটি শিরোপার জন্য লড়াই করছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল
রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন
মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ