ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১
জয়ে শুরু মোহামেডানের

আবাহনীতে বিধ্বস্ত ব্রাদার্স

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

ঘরোয়া ফুটবলের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপে ঢাকা আবাহনী লিমিটেডের কাছে বিধ্বস্ত হলো ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন বান্দ্রাওয়ের হ্যাটট্রিকে ঢাকা আবাহনী ৬-০ গোলে উড়িয়ে দেয় ব্রাদার্স ইউনিয়নকে। বিজয়ী দলের হয়ে ওয়াশিংটন বান্দ্রাও তিনটি, গ্রানাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্ট্রুয়ার্ট দু’টি ও স্থানীয় ফরোয়ার্ড নাবীব নাওয়াজ জীবন একটি গোল করেন।
কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল আবাহনী। অপেক্ষকৃত দূর্বল প্রতিপক্ষ পেয়ে একের পর আক্রমণে গিয়ে প্রায় ডজন খানেক গোলের সুযোগ তৈরি করে ঢাকার আকাশী-হলুদরা। যা থেকে হাফ ডজন গোল পায় তারা। ম্যাচের ৭ মিনিটে বক্সের বাইরে থেকে আবাহনীর ইরানী ডিফেন্ডার মিলাদ শেখ সুলেমানির দূরপাল্লার শট শুয়ে পড়ে কোনমতে ফিস্ট করে ফেরার ব্রাদার্সের গোলরক্ষক সবুজ দাস। পাশেই দাঁড়িয়ে থাকা আবাহনীর গ্রানাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্ট্রুয়ার্ট বল পেয়ে যান। তবে ফাঁকা পোস্ট পেয়েও সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ১৩ মিনিটে মাঠের বা প্রান্ত থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজের ফ্রি কিক বক্সে পেয়ে হেড নেন মিলাদ শেখ, তবে বল চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় আবাহনী। এসময় বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সান্তোষের বাড়িয়ে দেয়া বল নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন (১-০)। এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার বেড়ে যায় আবাহনীর। ২০ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে শট নেন মেরাজ হোসেন অপি। তবে তার বাম পায়ের শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ২২ মিনিটে বক্সে ঢুকে সতীর্থের উদ্দ্যেশে পাস বাড়ান জনাথন। বল ক্লিয়ার করে ব্রাদার্সের রক্ষণভাগ। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ঢাকা আবাহনী। বাঁ প্রান্ত থেকে জনাথনের কর্ণারের বল বক্সের মিলাদ শেখের মাথার ঠিক উপরে উঠলে তিনি হেড করেন। বল চলে যায় ডান পোস্টের কাছে। সেখানে হাটুর টোকায় বল জালে পাঠান ওয়াশিংটন ব্রান্দাও (২-০)। ম্যাচের ৩৪ মিনিটে ডান প্রান্ত থেকে জীবনের বাড়িয়ে দেয়া বল পেয়ে বক্সের মাথায় দাঁড়িয়ে শট নেন জনাথন। তবে বল লক্ষ্যে পাঠাতে পারেননি তিনি। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী। তবে দ্বিতীয়ার্ধে যেন তাদের গোলক্ষুধা আরও বেড়ে যায়। ৫০ মিনিটে ম্যাচে ফেরার দারুণ একটি সুযোগ এসেছিল ব্রাদার্সের। কিন্তু ওটাবেকের ইনডাইরেক্ট ফ্রিকিক আবাহনীর হিউম্যান ওয়ালে বাধা পেয়ে ফেরত আসে।
ম্যাচের ৭১ মিনিটে সুফিলের কাছ থেকে বল কেড়ে নেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন বান্দ্রাও। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ শটে লক্ষ্যভেদ করে নিজের দ্বিতীয় গোল করেন তিনি (৩-০)। তৃতীয় গোলের মাত্র দু’মিনিটের মধ্যেই আরও এক গোল আদায় করে নেয় আবাহনী। ৭৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে জোনাথন বক্সের বাইরে আনমার্ক থাকা রবিউলের কাছে বল পাঠান। রবিউল শট নিলেও তা জালে জড়ায়নি। তবে পোস্টের কাছেই থাকা ওয়াশিংটন সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। দারুণ দক্ষতায় বল জালে ঠেলে দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান (৪-০)। ৮৩ মিনিটে প্রতিপক্ষের চার ডিফেন্ডারের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে নিমিষেই ডান পায়ের শটে ব্রাদার্সের জালে বল পাঠিয়ে আবাহনীর পক্ষে পঞ্চম গোলটি করেন কর্নেলিয়াস স্ট্রুয়ার্ট (৫-০)। ৮৬ মিনিটে আরও একবার নৈপূণ্য দেখান কর্নেলিয়াস। ওয়াশিংটনের পাসে বল পেয়ে পোস্টের কাছ থেকেই বল জালে পাঠান কর্নেলিয়াস (৬-০)। আর তার এই গোলেই বড় জয় নিশ্চিত হয় ঢাকা আবাহনীর।
একই দিন একই সময়ে গোপালগঞ্জের শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে প্রথমে পিছিয়ে থেকেও চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারায় মোহামেডান। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড জাফর ইকবাল ও উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ একটি করে গোল করেন। চট্টগ্রাম আবাহনীর পক্ষে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আজিজ আবু। কাগজে-কলমে মোহামেডানের চেয়ে অনেক পিছিয়ে চট্টগ্রাম আবাহনী। সেই অপক্ষোকৃত দুর্বল দলই ম্যাচের ১৪ মিনিটে গোল করে এগিয়ে যায়। নাইজেরিয়ান আজিজের গোলে মোহামেডানকে পেছনে ফেলে চট্টলার দলটি (১-০)। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে সাদাকালোরা। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৩মিনিট) জাফর ইকবাল গোল করে দলকে সমতায় ফেরান (১-১)। অমিমাংসিত অবস্থায় ম্যাচের প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এগিয়ে যেতে মরিয়া ছিল দু’দল। তবে ৫৫ মিনিটে দ্বিতীয় গোল পায় মোহামেডানই। এসময় মোজাফফরভ গোল করলে এগিয়ে যায় সাদাকালোরা (২-১)।। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান। ফেডারেশন কাপে ‘এ’ ও ‘সি’ গ্রুপে তিনটি করে দল। ‘বি’ গ্রুপে আছে চার দল।
কাল ‘বি’ গ্রুপের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আবাহনী ও মোহামেডান উভয়ই নিজ নিজ খেলায় জিতলেও গোল ব্যবধানে মোহামেডানকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পেল আবাহনী। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই টুর্নামেন্টের শেষ গ্রুপ ম্যাচেই আবাহনী ও মোহামেডান সমর্থকরা উপভোগ করতে পারবেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহুল প্রত্যাশিত লড়াই।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সেঞ্চুরির সপ্তমে বিপিএল
লিটনের ম্যাচে নায়ক থিসারা
হার দিয়েই জ্যোতিদের উইন্ডিজ সফর শুরু
অস্ট্রেলিয়াকে কাঁপিয়েই হারলো বাংলাদেশ
টিভিতে দেখুন
আরও

আরও পড়ুন

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

অস্ত্র মামলায় মামুন খালাস

অস্ত্র মামলায় মামুন খালাস

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন

ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি

বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি

বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি

যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯

যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯

আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে

আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে

প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ

এবার  মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত

এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক

সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ

সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল