‘ইউরোপীয়ান ক্লাসিকো’য় বায়ার্নকে নিয়ে চিন্তিত রিয়াল

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পিএম

ছবি: ফেসবুক

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিশ্চিত করে ডাবল ক্রাউন জয়ের নেশায় বিভোর রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপার পথে মাদ্রিদ অনেকটা এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে তাদের সামনে কঠিন প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের বাঁধা পেরুতে হবে, যা অনেকটা কঠিন বলেই মেনে নিচ্ছে প্রতিযোগিতার সফলতম দলটি।

সেমিফাইনালে প্রথম লেগে খেলতে বেভারিয়া সফরে যাবে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায়।

ইতোমধ্যেই এই দুই দল প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশী একে অপরের মোকাবেলা করেছে, যে কারণে অনেকটা অলিখিত ভাবেই এই দুই জায়ান্টের দ্বৈরথ ‘ইউরোপীয়ান ক্লাসিকো’র তকমা পেয়ে গেছে। এ পর্যন্ত ২৬ বারের মোকাবেলায় মাদ্রিদের ১২ জয়ের বিপরীতে বায়ার্নের জয় ১১ টিতে। যে কারণে একটু হলেও মাদ্রিদকে এগিয়ে রাখা যায়।

গত এক দশকে চ্যাম্পিয়ন্স লিগে জার্মান জায়ান্টদের উপর অনেকটাই ছড়ি ঘুড়িয়েছে রিয়াল। রেকর্ড ১৪ বারের বিজয়ী মাদ্রিদ সাম্প্রতিক তিনটি আসরে বায়ার্নকে বিদায় করেছে, এর মধ্যে রয়েছে ২০১৪ ও ২০১৮ সালে সেমিফাইনালে ও ২০১৭ সালে কোয়ার্টার ফাইনাল। এই তিনটি আসরেই রিয়াল মাদ্রিদ শিরোপা নিয়ে ঘরে ফিরেছে।

২০১৭ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে অতিরিক্ত সময়ে বায়ার্ন বিদায় নিয়েছিল। ঐ সময় বায়ার্নের কোচ ছিলেন আনচেলত্তি। কয়েক মাস পর এই ইতালিয়ান কোচকে বরখাস্ত করে বায়ার্ন। এই সুযোগটি লুফে নেয় মাদ্রিদ। আনচেলত্তিকে পেয়ে আরো বেশী উজ্জীবিত মাদ্রিদ এরপর আরো দুটি শিরোপা জয় করে।

এবার বুন্দেসলিগায় বায়ার লেভাকুসেনের কাছে ১১ বছরের আধিপত্য হারিয়েছে বায়ার্ন। আর এ কারণেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটি তাদের কাছে আরো বেশী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।  

মৌসুমের দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠতে বায়ার্নের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের বিকল্প নেই। কোচ থমাস টাচেলের দলের জন্য সবচেয়ে বড় শক্তি ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের ফর্ম। টটেনহ্যামের সাবেক এই তারকা ইতোমধ্যেই মৌসুমে নিজের ব্যক্তিগত রেকর্ড ৪২ গোল করেছেন।

আনচেলত্তির কথায় উঠে এসেছে কেনের নামও। তিনি বলেছেন, ‘বায়ার্ন একটি কঠিন মৌসুম কাটিয়েছে। কিন্তু এই মুহূর্তে সম্ভবত তাদের সামনে সেরা সময় অপেক্ষা করছে। তাদের রয়েছে কেনের মত খেলোয়াড় যে কিনা ইতোমধ্যেই অনেক গোল করেছে। কালকের ম্যাচটি কঠিন হবে, সমানে সমানে লড়াই চলবে। আমরা মোটেই ম্যাচটিকে সহজভাবে দেখছি না। কিন্তু এই ধরনের ম্যাচ খেলতে আমরা সবসময়ই পছন্দ করি। আমার দলের সবাই বেশ চাঙ্গা আছে।’

মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রি লুনিন সিটির বিপক্ষে দুটি পেনাল্টি সেভ করে নায়কে পরিনত হয়েছেন। যদিও কাল কেনকে তিনি কতটুকু সামলাতে পারেন সেটাই এখন দেখার বিষয়। আনচেলত্তি জানিয়েছে বেলজিয়ান নাম্বার ওয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিট হয়ে উঠেছেন এবং আগামী সপ্তাহে লা লিগায় তিনি খেলতে পারবেন। এর অর্থ হচ্ছে দ্বিতীয় লেগে ও সম্ভাব্য ফাইনালে লুনিনের প্রথম দলে জায়গা পেতে বেশ বেগ পেতে হবে। ২১ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে এই ইউক্রেনিয়ান গোলরক্ষক একটি ভুল করেছিলেন। যে কারনে গোল হজম করতে হয় রিয়ালকে। যদিও শেষ পর্যন্ত রিয়াল ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

করিম বেনজেমা দল ছেড়ে চলে গেলে সেই জায়গায় নিজেকে দারুনভাবে প্রমান করে চলেছেন তরুণ জুড বেলিংহাম। ইতোমধ্যেই মাদ্রিদের শীর্ষ এই গোলদাতা মৌসুমে বড় সব ম্যাচেই নিজেকে প্রমান করেছেন। বার্সেলোনার বিপক্ষে তিন ম্যাচে তিনি তিন গোল করেছেন। এখন ইউরোপীয়ান ক্লাসিকোতে সাবেক ক্লাবের বিপক্ষে নিজেকে প্রমানের অপেক্ষায় মুখিয়ে আছেন বেলিংহাম।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

১০ বছরেই দাবার রহস্য সমাধান করবে কম্পিউটার, ভবিষ্যদ্বাণী মাস্কের

১০ বছরেই দাবার রহস্য সমাধান করবে কম্পিউটার, ভবিষ্যদ্বাণী মাস্কের

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাব

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাব

মহাকাশে ফুটে উঠল অতিকায় ‘ঈশ্বরের হাত’! মুগ্ধ মহাকাশপ্রেমীরা

মহাকাশে ফুটে উঠল অতিকায় ‘ঈশ্বরের হাত’! মুগ্ধ মহাকাশপ্রেমীরা

ডোনাল্ড লু'র সফর নিয়ে আ'লীগ ও বিএনপিতে এত কথাবার্তা কেন?

ডোনাল্ড লু'র সফর নিয়ে আ'লীগ ও বিএনপিতে এত কথাবার্তা কেন?

স্ক্রিনশট তোলা যাবে না প্রোফাইল ছবির, গোপনীয়তা বজায়ে বড় পদক্ষেপ হোয়াটসঅ্যাপের

স্ক্রিনশট তোলা যাবে না প্রোফাইল ছবির, গোপনীয়তা বজায়ে বড় পদক্ষেপ হোয়াটসঅ্যাপের

৩০ বছর আগে মৃত্যু মেয়ের, পাত্রের খোঁজে বিজ্ঞাপন দিল পরিবার

৩০ বছর আগে মৃত্যু মেয়ের, পাত্রের খোঁজে বিজ্ঞাপন দিল পরিবার

সিপিইসি পাকিস্তানের অর্থনীতির উন্নয়ন এগিয়ে নিয়েছে: মন্ত্রী

সিপিইসি পাকিস্তানের অর্থনীতির উন্নয়ন এগিয়ে নিয়েছে: মন্ত্রী

গোপালগঞ্জে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

গোপালগঞ্জে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

ফের ৪৫ নেতাকে শোকজ বিএনপির

ফের ৪৫ নেতাকে শোকজ বিএনপির

রাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার

রাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার

নতুন করে রিজার্ভ চুরি হয়নি: বাংলাদেশ ব্যাংক

নতুন করে রিজার্ভ চুরি হয়নি: বাংলাদেশ ব্যাংক

তুরস্কে চিকিৎসা নিচ্ছেন হামাসের ১ হাজারের বেশি যোদ্ধা : এরদোয়ান

তুরস্কে চিকিৎসা নিচ্ছেন হামাসের ১ হাজারের বেশি যোদ্ধা : এরদোয়ান

রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে এমবাপের: লা লিগা প্রধান

রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে এমবাপের: লা লিগা প্রধান

লারার চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

লারার চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

আলাভেসের বিপক্ষে চ্যাম্পিয়ন রিয়ালের গোল উৎসব

আলাভেসের বিপক্ষে চ্যাম্পিয়ন রিয়ালের গোল উৎসব

হল্যান্ডের জোড়া গোলে টটেনহ্যামের মাঠে জয়,শিরোপার সুবাস পাচ্ছে সিটি

হল্যান্ডের জোড়া গোলে টটেনহ্যামের মাঠে জয়,শিরোপার সুবাস পাচ্ছে সিটি

নতুন করে রিজার্ভ চুরি হয়নি : বাংলাদেশ ব্যাংক

নতুন করে রিজার্ভ চুরি হয়নি : বাংলাদেশ ব্যাংক

উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট- সালমান এফ রহমানকে লু

উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট- সালমান এফ রহমানকে লু

আনন্দঘন পরিবেশে ক্রিকেট আইকন মাশরাফি বিন মুর্তজার সঙ্গে উপায় এজেন্টদের সাক্ষাৎ

আনন্দঘন পরিবেশে ক্রিকেট আইকন মাশরাফি বিন মুর্তজার সঙ্গে উপায় এজেন্টদের সাক্ষাৎ

সরকার জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে : পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী

সরকার জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে : পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী