ঢাকা   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বাফুফে সভাপতির সমালোচনায় ভীত নন ক্যাবরেরা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

৩০ এপ্রিল ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ১২:১৬ এএম

 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। যিনি ২০২২ সালের জানুয়ারিতে জামাল ভূঁইয়াদের দায়িত্ব নিয়ে দ্বিতীয় মেয়াদে কাজ করে যাচ্ছেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন ক্যাবরেরা। তার অধীনে ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্বে ইতোমধ্যে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে লেবাননের বিপক্ষে হোম ম্যাচ ছাড়া বাকি তিন ম্যাচে হেরেছে লাল-সবুজরা। বাছাইয়ের প্রথম ম্যাচে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে তাদের মাটিতে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ঘরের মাঠে লেবাননের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। গত মাসে কুয়েতের নিরপেক্ষ ভেন্যুতে বাছাইয়ের তৃতীয় ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে তাদের কাছেই ঢাকার হোম ম্যাচে ১-০ গোলে হেরেছেন জামালরা। এ দুই ম্যাচে হারের পর জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সমালোচনা করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এরপরই ছুটি কাটাতে নিজ দেশে ফিরে যান ক্যাবরেরা। ছুটি শেষে গত ১৯ এপ্রিল ঢাকায় ফিরে জুন উইন্ডোতে বাছাইয়ে বাংলাদেশের শেষ দুই ম্যাচের দল গঠন ও প্রস্তুতির পরিকল্পনা করছেন তিনি। প্রায় তিন সপ্তাহ ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার দশ দিন পর সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন ক্যাবরেরা। মতিঝিলের বাফুফে ভবনের সামনের মাঠে অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে ক্যাবরেরা জানান, মার্চের ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের কাছে দুই ম্যাচে হারের পর বাফুফে সভাপতির সমালোচনাকে ‘স্বাভাবিক’ দৃষ্টিতেই দেখছেন তিনি। ক্যাবরেরা বলেন,‘তিনি (সালাউদ্দিন) বাফুফের সভাপতি। তার সমালোচনার এখতিয়ার রয়েছে। আমি সেটি ইতিবাচক হিসেবেই দেখি, সব সময় শেখার ও উন্নতির জায়গা থাকে।’ মার্চ উইন্ডোতে ফিলিস্তিনকে মোকাবেলার আগে বাংলাদেশ দল সউদী আরবে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প করেছিল। জুন উইন্ডোতে অবশ্য বাংলাদেশের তেমন বড় অনুশীলনের সুযোগ নেই। এই প্রসঙ্গে কোচ বলেন,‘আমরা মার্চে অনেক দিন এক সঙ্গে ছিলাম। এই উইন্ডোতে বেশি সময় না পেলেও সমস্যা হবে না।’

আগামী ২৯ মে ঘরোয়া সর্বোচ্চ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ ম্যাচ। লিগ শেষে খেলোয়াড়দের এক দিন বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচের আগে ৪-৫ দিনের বেশি অনুশীলনের সুযোগ নেই ক্যাবরেরার। এ প্রসঙ্গে তিনি বলেন,‘অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫ সেশনের বেশি অনুশীলন করানো যাবে না দলকে। ৬ জুন ম্যাচ খেলে পরের দিনই কাতারে রওনা দেয়ার পরিকল্পনা আমার। এটি অবশ্য জাতীয় দল কমিটিই চূড়ান্ত করবে।’ আগামী ৬ জুন হোমে অস্ট্রেলিয়া এবং ১১ জুন কাতারের নিরপেক্ষ ভেন্যুতে লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য ২৬ জন খেলোয়াড় ডাকতে চান ক্যাবরেরা। এই ব্যাপারে তিনি বলেন,‘আমাদের এই উইন্ডো খুব সংক্ষিপ্ত। তাই ২৬ জন খেলোয়াড় ডাকার পরিকল্পনা রয়েছে আমার। এখনো লিগের ৫ রাউন্ড বাকি রয়েছে। খেলোয়াড়রা পর্যবেক্ষণে রয়েছে।’ জাতীয় দলের নির্ভরযোগ্য দুই ফুটবলার তারিক কাজী ও শেখ মোরসালিন মার্চ উইন্ডোতে ইনজুরির জন্য দলে ছিলেন না। মোরসালিন স¤প্রতি বসুন্ধরা কিংসের হয়ে মাঠে নেমেছেন। মোরসালিনের ফেরা এবং ২৬ জনের দলে নতুন মুখ নিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন,‘মোরসালিন খেলছে এটা আমাদের জন্য ইতিবাচক দিক। নতুন কেউ আসতে পারে দলে, আমরা সবার উপরই নজর রাখছি।’ অন্য সবার মতো গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ জাতীয় দলের বিদেশি ফুটবল কোচও। বাংলাদেশে এসেছেন প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে এবারই সর্বোচ্চ গরম অনুভব করলেও ফেডারেশন কাপ ও লিগ ম্যাচ দেখতে ভেন্যু থেকে ভেন্যুতে ছুটছেন তিনি।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় কোরবানির পশুর কোন সংকট হবে না : প্রাণিসম্পদ মন্ত্রী

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় কোরবানির পশুর কোন সংকট হবে না : প্রাণিসম্পদ মন্ত্রী

আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিবি অনুমোদন

আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিবি অনুমোদন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার : স্পিকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার : স্পিকার

রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ

রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ

মসজিদে জামাত হওয়ার পর আবার জামাত করা প্রসঙ্গে।

মসজিদে জামাত হওয়ার পর আবার জামাত করা প্রসঙ্গে।

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ

বাসে জাবি ছাত্রীকে যৌন হয়রানিতে জড়িতদের শাস্তির দাবি

বাসে জাবি ছাত্রীকে যৌন হয়রানিতে জড়িতদের শাস্তির দাবি

রাবিতে গাঁজা সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে মারামারি

রাবিতে গাঁজা সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে মারামারি

সরকারের লুটপাটে দেশের অর্থনীতি খাদের কিনারায়: এমরান সালেহ প্রিন্স

সরকারের লুটপাটে দেশের অর্থনীতি খাদের কিনারায়: এমরান সালেহ প্রিন্স

সোনালিকে ‘অপহরণ’ করতে চেয়েছিলেন শোয়েব আখতার!

সোনালিকে ‘অপহরণ’ করতে চেয়েছিলেন শোয়েব আখতার!

দেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

দেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

মানুষের প্রতি শেখ হাসিনার আন্তরিকতা ও ভালোবাসা বিরল : নাছিম

মানুষের প্রতি শেখ হাসিনার আন্তরিকতা ও ভালোবাসা বিরল : নাছিম

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন

ঢাকায় তিনদিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী শুরু

ঢাকায় তিনদিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী শুরু

হাতে চোট নিয়েও মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া

হাতে চোট নিয়েও মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া

ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

১৫ কবি ও সাহিত্যিক পাচ্ছেন রাইটার্স ক্লাব পুরস্কার

১৫ কবি ও সাহিত্যিক পাচ্ছেন রাইটার্স ক্লাব পুরস্কার

বিশ্বকাপে পাকিস্তানের ভালো সম্ভাবনা দেখছেন কারস্টেন

বিশ্বকাপে পাকিস্তানের ভালো সম্ভাবনা দেখছেন কারস্টেন

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির ঘটনায় সিলেটের ৬ জনের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির ঘটনায় সিলেটের ৬ জনের বিরুদ্ধে মামলা

রাবির 'এ' ইউনিটে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

রাবির 'এ' ইউনিটে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ