শিরোপার আরও কাছে বসুন্ধরা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৫ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৫ মে ২০২৪, ১২:০৬ এএম

ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা পঞ্চম শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল বসুন্ধরা কিংস। অন্যদিকে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে সহজ জয় পেয়ে তালিকায় সেরা চারে জায়গা পেল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এছাড়া ফর্টিস এফসির বিপক্ষে জয় পেলেও পয়েন্ট টেবিলে অবস্থানের হেরফের হয়নি শেখ রাসেল ক্রীড়া চক্রের। গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের ১৪তম ম্যাচে ঢাকা আবাহনীকে ২-১ গোলে হারায় স্বাগতিক দল। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা একটি করে গোল করেন। আবাহনীর পক্ষে এক গোল শোধ দেন সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। লিগের প্রথম পর্বে কিংসের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল আবাহনী।

কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বসুন্ধরা কিংস। ফলে ৫ মিনিটেই এগিয়ে যায় তারা। এসময় বল নিয়ে বক্সে ঢুকে জোরালো শট নেন মিগুয়েল। আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল মিগুয়েলের শট ঠিকমতো প্রতিহত করতে পারেননি। বক্সে জটলার সৃষ্টি হলে রাকিব আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন (১-০)। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে আবাহনী। কর্নেলিয়াস-ওয়াশিংটন মিলে বসুন্ধরার রক্ষণদূর্গকে চাপে রাখেন। ৭ মিনিটে পাপন সিংহের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। কর্নেলিয়াস বক্সে ঢুকে ক্রস বাড়িয়েছিলেন, কিন্তু এনামুল গাজী কিছু করার আগেই কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো বল তালুবন্দি করেন। ১৫ মিনিটে মিগুয়েলের শট পোস্টের বাইরে দিয়ে গেলে ব্যবধান বাড়েনি। ১৮ মিনিটে আবাহনী দারুণ সুযোগ পায়। এনামুল গাজীর মাপা ক্রসে কর্নেলিয়াসের হেড বিশ্বনাথ ব্লক করেন। যদিও কর্নেলিয়াস পেনাল্টির দাবি তুলেছিলেন। তবে রেফারি নাসির উদ্দিন তাতে সারা দেননি। পরের মিনিটে মিলাদ শেখের বাঁ পায়ের সাইড ভলি জিকো দ্বিতীয় প্রচেষ্টায় প্রতিহত করেন। তবে এসময় কর্নেলিয়াসের সঙ্গে সংঘর্ষে জিকোর মাথা ফেটে রক্ত পড়তে দেখা যায়। একটু পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয় জিকোকে। তার বদলি হয়ে মাঠে নামেন মেহেদী হাসান শ্রাবণ। তবে আবাহনী যখন গোলের সুযোগ খুঁজছিল, তখনই তাদের আবার স্তব্ধ করে দেয় বসুন্ধরা কিংস। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি পায় তারা। এসময় মিগুয়েলকে নিজেদের বক্সের মধ্যে ফেলে দেন আবাহনীর মিলাদ শেখ। রেফারি পেনাল্টির বাশি বাজালে আবাহনীর খেলোয়াড়রা প্রতিবাদ করেন। কিন্তু রেফারির সিদ্ধান্তে পরিবর্তন আসেনি। ৩৪ মিনিটে স্পটকিক থেকেই গোল করে ব্যবধান বাড়ান মিগুয়েল (২-০)। এই ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ দেয় আবাহনী। তবে তাদের এই গোল শেষ পর্যন্ত কাজে লাগেনি। ম্যাচের ৫০ মিনিটে

ওয়াশিংটনকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন কর্নেলিয়াস। ওয়াশিংটন ক্রস করলে বসুন্ধরার এক ডিফেন্ডারের পা ছুঁয়ে বল যায় কর্নেলিয়াসের পায়ে। তিনি দারুণ প্লেসিং শটে গোল করে ব্যবধান কমান (১-২)। ম্যাচের ৫৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়ে সফল হয়নি আবাহনী। এসময় বসুন্ধরার দুই ডিফেন্ডারকে ফাকি দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক শ্রাবণকে একা পেয়েও বাইরে দিয়ে মারেন কর্নেলিয়াস। ৬৪ মিনিটেও আরেকটি সুযোগ নষ্ট করে লিগের ছয়বারের চ্যাম্পিয়ন রা। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে কর্নেলিয়াসের রক্ষণ চেড়া পাসে বল পেয়ে ওয়াশিংটন বক্সে ঢুকে সামনে থাকা শ্রাবণকে পরাস্ত করতে পারেননি। বল গ্রিপে নিয়ে নিজের কৃতিত্ব দেখান শ্রাবণ। ৬৯ মিনিটে কর্নেলিয়াসের শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে যায়। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। ম্যাচ জিতে ১৪ খেলায় ১২ জয় এবং একটি করে ড্র ও হারে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো বসুন্ধরা। সমান ম্যাচে সাত জয়, চার ড্র ও তিন হারে ২৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানেই রইল আবাহনী।

এদিন রাজশাহীতে শেখ রাসেল ও ফর্টিসের লড়াইটা হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। আত্মঘাতি গোলেই ম্যাচে ২-১ গোলে জিতেছে শেখ রাসেলই। যদিও গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবুর গোলে এগিয়ে ছিল ফর্টিসই। কিন্তু শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড গানিও আতান্দা ও ফর্টিস এফসির ডিফেন্ডার আবদুল্লাহ ওমরের আত্মঘাতি গোলে অবশেষে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পায় বিজয়ীরা। এই জয়ে অবশ্য পয়েন্ট টেবিলে তাদের অবস্থানের কোন পরিবর্তন ঘটেনি। ১৪ ম্যাচে তিন জয়, পাঁচ ড্র ও ছয় হারে ১৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই আছে শেখ রাসেল। সমান ম্যাচে চারটি করে জয় ও ড্র এবং ছয় হারে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রইল ফর্টিস।

এছাড়া ময়মনসিংহে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে প্রায় পুরো ম্যাচ ভালো খেলেও শেষের ২০ মিনিটে দুই গোল হজম করে হার নিয়ে মাঠ ছেড়েছে রহমতগঞ্জ। পুলিশের হয়ে দুই গোল করেন স্থানীয় মিডফিল্ডার শাহেদ হোসেন মিয়া ও ভ্যানিজুয়েলার ফরোয়ার্ড অ্যাডওয়ার্ড মরিল্লো। মাত্র দশ মিনিটের ব্যবধানেই দুই গোল হজম করে একটিও শোধ দিতে পারেনি পুরান ঢাকার ক্লাবটি। তাই প্রথম পর্বে পুলিশের সঙ্গে গোলশূণ্য ড্র করলেও দ্বিতীয় পর্বে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রহমতগঞ্জকে। ১৪ ম্যাচ শেষে ছয় জয়, তিন ড্র ও পাঁচ হারে ২১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠলো পুলিশ। সমান ম্যাচে এক জয়, সাত ড্র ও ছয় হারে মাত্র ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে অবনমনের শঙ্কায় ভুগছে রহমতগঞ্জ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে : সিপিডি

বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে : সিপিডি

আগ্রাসী ইসরাইলকে রুখে দিতে বিশ্ববাসী ঐক্যবদ্ধ হউন-এবি পার্টি

আগ্রাসী ইসরাইলকে রুখে দিতে বিশ্ববাসী ঐক্যবদ্ধ হউন-এবি পার্টি

মঞ্চে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি মাহিরা খান

মঞ্চে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি মাহিরা খান

আ.লীগ সমর্থিত দুই সামাজিক দলের মধ্যে সংঘর্ষে আহত ২১

আ.লীগ সমর্থিত দুই সামাজিক দলের মধ্যে সংঘর্ষে আহত ২১

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

মেসির সেই ন্যাপকিন পেপারের মূল্য সাড়ে ৯ লাখ ডলার

মেসির সেই ন্যাপকিন পেপারের মূল্য সাড়ে ৯ লাখ ডলার

ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন নিপুণ

ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন নিপুণ

কালকিনি পৌরসভার সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবী চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামানের

কালকিনি পৌরসভার সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবী চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামানের

প্রহসন, কারচুপি ও দুর্নীতির উপজেলা নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে বর্জন করবে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রহসন, কারচুপি ও দুর্নীতির উপজেলা নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে বর্জন করবে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শিরোপার সামনে দাঁড়িয়ে স্বতর্ক গুয়ার্দিওলা

শিরোপার সামনে দাঁড়িয়ে স্বতর্ক গুয়ার্দিওলা

ইউরো শেষ ইসকোর

ইউরো শেষ ইসকোর

একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে : নির্বাচন কমিশনার

একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে : নির্বাচন কমিশনার

শিরোপা খরা কাটাতে ভারতকে অনেক চাপ সামলাতে হবে: মিসবাহ

শিরোপা খরা কাটাতে ভারতকে অনেক চাপ সামলাতে হবে: মিসবাহ

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ‘রেমাল’, আঘাত হানতে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ‘রেমাল’, আঘাত হানতে যেসব অঞ্চলে

কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা শাহনাজ পারভিনের কারাদন্ড

কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা শাহনাজ পারভিনের কারাদন্ড

ভারতে লোকসভা নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন তিন দিন বন্ধ

ভারতে লোকসভা নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন তিন দিন বন্ধ

বিহারে পুলিশ হেফাজতে বর-কনের মৃত্যু, থানায় আগুন বিক্ষুব্ধ গ্রামবাসীর

বিহারে পুলিশ হেফাজতে বর-কনের মৃত্যু, থানায় আগুন বিক্ষুব্ধ গ্রামবাসীর

কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত

কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত

বাকশাল সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান : ওবায়দুল কাদের

বাকশাল সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান : ওবায়দুল কাদের

ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত