১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড

পিএসজির হলদে বিষাদ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৯ মে ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৯ মে ২০২৪, ১২:১৮ এএম

ফরাসী জায়ান্ট পিএসজির হাতে অন্তত একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তুলে দিতে চেয়েছিলো ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। শুরুটাও করেছিল ঠিক সেভাবেই। কিন্তু এবারো হলোনা। এবারই শেষ সুযোগ ছিলো দলকে ইউরোপ সেরার মুকুট পড়াতে। এই মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে সেটা নিশ্চিত করেছে আগেই। শেষ পর্যন্ত দলকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর কস্ট নিয়েই পিএসজিকে বিদায় বলতে হচ্ছে ফরাসী এই তারকার। মঙ্গলবার রাতে প্যারিসে নিজেদের মাঠে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিলো পিএসজি। আর দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ২০১৩ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেলো বরুশিয়া ডর্টমুন্ড। অথচ পুরো ম্যাচেই আধিপত্য ছিলো ফরাসী এই দলটির। মাঠের লড়াইয়ে এগিয়ে থেকেও ভাগ্য সহায় হয়নি তাদের। ম্যাচে ৭০ শতাংশ বলের দখল নিয়েও হারতে হয়েছে বিগ বাজেটের দলটির। ৯০ মিনিটের ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও গোল করতে পারেনি এমবাপ্পে, ওসমান ডেম্বলে, গনজালো রামোসদের মত খেলোয়াড়রা। তবে এম্যাচে ডর্টমুন্ডের গোলবার বাঁধা হয়ে দাড়িয়েছে। পিএসজির চারটি শট গোলবারে লেগে ফেরত এসেছে। খেলার শুরু থেকেই গোলের জন্য বার বার ডর্টমুন্ডের সীমানায় হানা দেয় পিএসজি। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ডর্টমুন্ড। খেলার ৫০ মিনিটে কর্নার থেকে হেডে পিএসজির জালে বল জড়ান ম্যাটস হিউমেলস। ম্যাচে ফিরতে হলে পিএসজিকে বাকি সময়ে করতে হবে দুই গোল। এমন পরিস্থিতিতে আক্রমনের ধার বাড়িয়েও গোল আদায় করতে পারেনি এমবাপ্পে-রামোসরা। হাইভোল্টেজ এই ম্যাচ যেমন হওয়া দরকার ছিল, প্রথমার্ধ ঠিক তেমনই কেটেছে। দুই দলই ব্যস্ত ছিল একের পর এক আক্রমণ রচনায়। গোলমুখে খুব বেশি শট না এলেও দুই দলই একে অন্যের ডি বক্সে রীতিমত ভয় ছড়িয়েছে পুরোটা সময় জুড়ে। তবে এক্ষেত্রে পিএসজিই এগিয়ে ছিল। ওসমান ডেম্বেলে একাধিকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। আবার ভিতিনহার দূরপাল্লার একেকটি শটও ছিল ব্যর্থতার প্রতিচ্ছবি।

এদিনের হারে ভাগ্যকেও কিছুটা দুষতে পারে পিএসজি। দ্বিতীয়ার্ধেই দুইবার গোলপোস্টে বল বারে লেগে ফিরে এসেছে। সেইসঙ্গে মলিন হয়েছে তাদের ফাইনাল খেলার স্বপ্ন। ম্যাচের ৮৪ মিনিটে এমবাপের শট গোলপোস্টে লেগে চলে যায় বাইরে। পিএসজির আক্রমণগুলো সামাল দিয়ে শেষ পর্যন্ত জয় ধরে রাখে বরুশিয়া ডর্টমুন্ড। এর আগে ১৯৯৭ চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ইতিহাসে প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল ডর্টমুন্ড। এবার দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে জার্মান জায়ান্টরা। কিলিয়ান এমবাপেদের হারিয়ে নিজেদের প্রতিশোধও পূর্ণ করেছে ডর্টমুন্ড। এর আগে ২০২০ চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় করে দিয়েছিল পিএসজি। ম্যাচ শেষে নিজেদের হতাশা প্রকাশ করেছেন এমবাপ্পে। জানিয়েছেন, দলের জন্য সর্বস্ব দিয়ে খেলেছেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারেননি। যা করেছেন, আসলে তা যথেষ্ট ছিল না। এমবাপ্পে বলেন, ‘নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু যথেষ্ট করতে পারিনি। যখন প্রতিপক্ষ বক্সের ভেতরে কার্যকরী কিছু করার কথা উঠবে, তখন সবার লক্ষ্য আমার দিকেই আসবে। আমারই গোল করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি। যখন সবকিছু ভালো থাকে, সব আলো আমার ওপরই থাকে, যখন দিন খারাপ যায় দায়টাও আমাকেই নিতে হবে। এটা কোনো সমস্যা নয়।’

এ ম্যাচে ভাগ্যকেই দুষলেন পিএসজি কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই লড়াইয়ে আমরা খারাপ দল ছিলাম না। আমরা ছয়বার বল পোস্টে মেরেছি। আমরা ৩১টি শট নিয়েছি, কিন্তু একটি গোলও পাইনি।’ তবে খেলোয়াড়দের পারফরম্যান্সে এনরিকে সন্তুষ্ট। হারের দায়ও নিয়েছেন নিজের কাঁধেই, ‘আমি নিজের দল নিয়ে খুব গর্বিত। এই হারের জন্য দায়টা সবার আগে আমারই। তবে খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট।’

 

আগামী ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার বিজয়ী দল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ক্লপকে অশ্রুসিক্ত বিদায় লিভারপুলের

ক্লপকে অশ্রুসিক্ত বিদায় লিভারপুলের

সিটির অমরত্বের রাত...

সিটির অমরত্বের রাত...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ফতুল্লায় হত্যা মামলার আসামি কেরানিগঞ্জে গ্রেপ্তার

ফতুল্লায় হত্যা মামলার আসামি কেরানিগঞ্জে গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে কেএনএফের ৩ সদস্য নিহত

যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে কেএনএফের ৩ সদস্য নিহত

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারপিট, যুবক আটক

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারপিট, যুবক আটক

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরীতে ইসলামী

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরীতে ইসলামী

খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক বিজেপি নেতা

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক বিজেপি নেতা

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: প্রেসিডেন্ট

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: প্রেসিডেন্ট

বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

কিরগিজস্তানে আহত বাংলাদেশি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন

কিরগিজস্তানে আহত বাংলাদেশি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন

শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল

শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল

কোরবানির গোস্ত দিয়ে কোন অনুষ্ঠান করে টেবিল বসিয়ে টাকা বা উপহার নেওয়া প্রসঙ্গে।

কোরবানির গোস্ত দিয়ে কোন অনুষ্ঠান করে টেবিল বসিয়ে টাকা বা উপহার নেওয়া প্রসঙ্গে।

মানিকগঞ্জ-ঢাকা রেললাইন প্রসঙ্গে

মানিকগঞ্জ-ঢাকা রেললাইন প্রসঙ্গে

কমিউনিটি ক্লিনিক দাঁড়িয়ে আছে দোরগোড়ায়

কমিউনিটি ক্লিনিক দাঁড়িয়ে আছে দোরগোড়ায়

ব্যাংক ও আর্থিক খাতে বেপরোয়া লুটপাট

ব্যাংক ও আর্থিক খাতে বেপরোয়া লুটপাট

বেগম সুফিয়া কামাল এবং কবি ও সাহিত্য সমালোচক আবদুল কাদির নানাভাবে দেশের শিল্প-সাহিত্যকে ঋদ্ধ করেছেন : সেলিনা হোসেন

বেগম সুফিয়া কামাল এবং কবি ও সাহিত্য সমালোচক আবদুল কাদির নানাভাবে দেশের শিল্প-সাহিত্যকে ঋদ্ধ করেছেন : সেলিনা হোসেন