রেফারিং নিয়ে ক্ষোভে ফুঁসছে বায়ার্ন

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৯ মে ২০২৪, ১২:৪৫ পিএম | আপডেট: ০৯ মে ২০২৪, ১২:৪৮ পিএম

ছবি: ফেসবুক

মাঠের রোমাঞ্চ শেষ হলেও থামছে না রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুই দলের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে ফাইনালে উঠেছে রিয়াল। ম্যাচের শেষ সময়ে মাটাইস ডি লিখট বল পাঠিয়েছিল জালে। কিন্তু অফসাইডের কারণে গোল দেওয়া হয়নি। রেফারির এই সিদ্ধান্ত নিয়েই ক্ষোভে ফুঁসছে বায়ার্ন। ম্যাচ শেষে রেফারি ও লাইন্সম্যানকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন কোচ টমাস টুখেল ও ডিফেন্ডার ডি লিখট।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার ৮৭ মিনিট পর্যন্তও এগিয়ে ছিল বায়ার্ন। এরপর সফরকারী দলটির গোলরক্ষকের ভুলে সমতা টানেন হোসেলু। ৩ মিনিটের মধ্যে আরও এক গোল করে রিয়ালকে ফাইনালে তোলেন এই বদলি খেলোয়াড়।

কিন্তু ম্যাচের ফলাফল ভিন্ন হতেও পারত- এমন দাবি বায়ার্নের। ম্যাচে ফিরতে মরিয়া বায়ার্ন শেষ সময়ে পেয়ে যায় জালের দেখা। কিন্তু ডি লিখট শট নেওয়ার ঠিক আগ মুহূর্তে পতাকা তোলেন লাইন্সম্যান, বেজে যায় রেফারির বাঁশি। রিয়ালের ফুটবলাররাও খেলা থামিয়ে দেন। শট নিতে তাই খুব একটা বাধার মুখে পড়েননি ডি লিখট।

বায়ার্ন খেলোয়াড়দের প্রবল প্রতিবাদ করলেও অফসাইডের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। তবে রেফারির এই সিদ্ধান্ত মানতে নাজার ডি লিখট। ম্যাচজুড়ে দারুণ খেলা এই ডিফেন্ডার ম্যাচের পর বললেন, দুই দলের ক্ষেত্রে একইরকম ঘটনায় সিদ্ধান্ত ছিল দুই রকম।

“নিয়মটা আমরা সবাই জানি এবং এটা পরিষ্কার যে, নিশ্চিত অফসাইড না হলে খেলা চলতে থাকবে। এটাই নিয়ম! জঘন্য একটা সিদ্ধান্ত ছিল। হোসেলু যে গোল করল, সেটাও তো প্রায় অফসাইড ছিল, কিন্তু তারা খেলা চালিয়ে যেতে দিয়েছে। তাহলে আমাদেরকে কেন দেয়নি?”

ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিএনটি স্পোর্টসকে বায়ার্ন কোচ টুখেল বলেছেন, ‘সর্বনাশা সিদ্ধান্ত নিয়েছেন লাইনসম্যান ও রেফারি। এই সিদ্ধান্তের কারণে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে মনে হচ্ছে। দারুণ লড়াই হয়েছে, আমরা মাঠে সবটুকু দিয়েছি। (ফাইনালের) খুব কাছে পৌঁছেও গিয়েছিলাম। কিন্তু এখন রিয়াল মাদ্রিদকে শুভকামনা জানাতে হচ্ছে।’

ম্যাচ শেষে লাইন্সম্যান তার কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন বলেও দাবি করেন ডি লিখট। লাইন্সম্যানের ক্ষমা চাওয়ার ব্যাপারটি বললেন টুখেলও।

“আমার মনে হয়, এটা বেশ পরিষ্কার এবং এখানে কোনো সংশয়ই নেই যে, এই সিদ্ধান্ত আধুনিক ফুটবলের বিরুদ্ধে। খুবই বাজে, একদমই বিপর্যস্ত সিদ্ধান্ত। রেয়ালের দ্বিতীয় গোলের ক্ষেত্রে, তারা (রেফারিরা) খেলা চালিয়ে যেতে দিয়েছে। নিয়মে পরিষ্কার আছে, খেলা চলতে থাকবে। প্রথম ভুলটা করেছে লাইন্সম্যান, দ্বিতীয় ভুল রেফারির।”

“খুবই কঠিন (মেনে নেওয়া)… খেলাধুলার মানুষ হিসেবে অবশ্যই এসব আমাদেরকে মেনে নিতেই হয়। তবে এটা সেমি-ফাইনাল, এখানে এরকম দুটি ভুল গ্রহণযোগ্য নয়। এসব ম্যাচে সবাইকে নিজের চূড়ায় থাকতে হয়, রেফারিরাও এর বাইরে নয়। এরকম কিছুই আমরা প্রত্যাশা করি। ক্ষমা চেয়ে তাই লাভ নেই।”

তবে বায়ার্নের অভিযোগ মানতে নারাজ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, ‘মুভটা একেবারেই স্পষ্ট। লাইনসম্যান পতাকা তুলেছে, রেফারি বাঁশি বাজানোর পরই আমরা থেমে গেছি। তারা যদি এটা নিয়ে অভিযোগ করে, আমরা নাচোর বাতিল হওয়া গোলটি নিয়েও অভিযোগ করতে পারি।’

আগামী ১ জুন ওয়েম্বলির ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাইসির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে হামাসের বিবৃতি

রাইসির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে হামাসের বিবৃতি

আধুনিক যুদ্ধেও কেন রাশিয়া দেড়শো বছরের পুরনো মোর্স কোড ব্যবহার করছে?

আধুনিক যুদ্ধেও কেন রাশিয়া দেড়শো বছরের পুরনো মোর্স কোড ব্যবহার করছে?

রাইসির মৃত্যুকে ‘ঐশ্বরিক ন্যায়বিচার’ বললেন ইহুদি পুরোহিতরা

রাইসির মৃত্যুকে ‘ঐশ্বরিক ন্যায়বিচার’ বললেন ইহুদি পুরোহিতরা

লামায় শেষমুহুর্তে জমে উঠেছে ভোটের লড়াই

লামায় শেষমুহুর্তে জমে উঠেছে ভোটের লড়াই

ইব্রাহিম রাইসি ছিলেন আমার প্রিয় একটি ভাই : এরদোগান

ইব্রাহিম রাইসি ছিলেন আমার প্রিয় একটি ভাই : এরদোগান

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বেহাল দশা।। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বেহাল দশা।। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

নোয়াখালীর হাতিয়াতে ৩০ কেজি হরিণের গোশত জব্দ

নোয়াখালীর হাতিয়াতে ৩০ কেজি হরিণের গোশত জব্দ

জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা

জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা

রাঙ্গামাটিতে চলছে ইউপিডিএফের সড়ক ও নৌপথ অবরোধ

রাঙ্গামাটিতে চলছে ইউপিডিএফের সড়ক ও নৌপথ অবরোধ

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের স্থানে তাপের উৎস খুঁজে পেল তুর্কি ড্রোন

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের স্থানে তাপের উৎস খুঁজে পেল তুর্কি ড্রোন

রাইসিকে সর্বোচ্চ পদের জন্য প্রস্তুত করা হচ্ছিল

রাইসিকে সর্বোচ্চ পদের জন্য প্রস্তুত করা হচ্ছিল

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

প্রথম ভারতীয় হিসাবে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা

প্রথম ভারতীয় হিসাবে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী তাপস নিহত

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী তাপস নিহত

রাইসির মৃত্যুতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ‘গভীরভাবে শোকাহত’

রাইসির মৃত্যুতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ‘গভীরভাবে শোকাহত’

এখনও খোঁজ মিলেনি সংসদ সদস্য আনোয়ারুল আজীমের

এখনও খোঁজ মিলেনি সংসদ সদস্য আনোয়ারুল আজীমের

কে এই ইরানি প্রেসিডেন্ট রাইসি?

কে এই ইরানি প্রেসিডেন্ট রাইসি?

`স্পাইসি` নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন জেফার

`স্পাইসি` নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন জেফার

রাইসির মৃত্যুর ইরানের দায়িত্ব নেবেন যিনি

রাইসির মৃত্যুর ইরানের দায়িত্ব নেবেন যিনি

এবার হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জায়েদ খান

এবার হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জায়েদ খান