লুয়েলিংয়ের রঙিন অভিষেকে ডাচদের হারিয়ে শেষ আটে জার্মানি
১৫ অক্টোবর ২০২৪, ১০:০০ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১০:০১ এএম
স্টার্টগার্টের হয়ে মাঝমাঠে আলো ছড়াচ্ছেন দীর্ঘদীন ধরেই।কাল প্রথমবারের মত গায়ে জড়ালের জার্মান ফুটবল দলের জার্সি।অভিষেকেই করলেন দারুণ এক গোল।আর তাতে নেশন্স কাপের হাইভোল্টেজ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল জার্মানি।
আলিয়াঞ্জ অ্যারেনায় সোমবার রাতে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে হারিয়েছে নাগালাসম্যানের দল।দ্বিতীয়ার্ধে নিজের প্রথম গোলে গড়ে দেয় ব্যবধান।
গ্রুপ পর্বের প্রথম লেগে গত মাসে নেদারল্যান্ডসের মাঠে দারুণ রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। এবারের জয়ে শীর্ষস্থান মজবুত করল জার্মানি।
৬৪ তম মিনিটে পিছিয়ে পড়া ডাচরা শেষ ১৫ মিনিটে পাল্টা আঘাত হানার জোর চেষ্টা চালায় । শুরু থেকে মাঠে দ্বিতীয় সেরা দল হয়ে থাকা দলটি মাত্র তিনবার গোলের জন্য শট নিতে পারে, যার একটি ছিল লক্ষ্যে। আর জার্মানি ১৩ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে।
এই জয়ে কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত হয়ে গেছে জার্মানির। চার ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা। ৫ পয়েন্ট নিয়ে পরের স্থানে নেদারল্যান্ডস।
বিভাগ : খেলাধুলা