ইংল্যান্ডের কোচ হতে পেরে গর্বিত টুখেল
১৭ অক্টোবর ২০২৪, ০৫:৩১ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ০৫:৩১ এএম
ফুটবল গত কয়েকদিনে সবেচেয় আলোচিত ঘটনা ইংল্যান্ডের কোচ হিসেবে টমাস টুখেলের দায়িত্ব গ্রহণ।১৮ মাসের চুক্তিতে ইংল্যান্ড পুরুষ জাতীয় দলের দায়িত্ব নিলেন টুখেল।
এখনই অবশ্য ডাগআউটে থাকছেন না এই জার্মান কোচ। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি কাজ শুরু করবেন তিনি।
গত জুন-জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর সরে দাঁড়ান ইংল্যান্ডের সেই সময়ের প্রধান কোচ গ্যারেথ সাউথগেট। অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছেন লি কার্সলি। তারই উত্তরসূরি হিসেবে যোগ দেবেন টুখেল।
ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ হলেন তিনি। এর আগে এই দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত সুইডিশ কোচ সভেন-গোরান এরিকসন ও ইতালির ফাবিও কাপেলো।
১৭ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন টুখেল। গত দুই ইউরোয় রানার্সআপ দলটির কোচ হতে পেরে সম্মানিত ৫১ বছর বয়সী এই কোচ,'ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেওয়ার সম্মান দেওয়ার জন্য আমি গর্বিত বোধ করছি। এই দেশের ফুটবলের সঙ্গে অনেক দিন ধরেই ব্যক্তিগত সংযোগ অনুভব করেছি আমি এবং এর মধ্যে।'
'ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার এবং এই বিশেষ ও মেধাবী খেলোয়াড়দের সঙ্গে কাজ করাটা দারুণ রোমাঞ্চকর।'
সাবেক এই ডিফেন্ডারের ছয় বছরের পেশাদারখেলোয়াড়ি জীবন উল্লেখযোগ্য কিছু নয়। ২০০৭ সালে কোচিংয়ে নাম লেখান তিনি ৩৪ বছর বয়সে। বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি।
তার কোচিংয়ে বরুশিয়া জিতেছে লিগ কাপ, ফরাসি লিগের দুটি শিরোপাসহ পিএসজি জিতেছে ৬টি ট্রফি। তার হাত ধরেই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে পিএসজি, সেখানে তারা হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে।
ইংলিশ ফুটবলে তার পদচারণা শুরু হয় চেলসি দিয়ে। ২০২১ সালের জানুয়ারিতে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় দায়িত্ব পেয়ে ওই মৌসুমে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এনে দেন তিনি। তার কোচিংয়ে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জিতে নেয় চেলসি। কিন্তু তার এই অধ্যায় শেষ হয়ে যায় ২০২২ সালে।
পরের বছর জার্মান ফুটবলে ফেরেন তিনি বায়ার্নের কোচ হয়ে। প্রত্যাশিতভাবেই বুন্ডেসলিগা জয় করে বায়ার্ন। কিন্তু গত মৌসুমে লিগে তৃতীয় হয়ে এক যুগের মধ্যে প্রথমবার লিগ শিরোপা জিততে ব্যর্থ হয় ক্লাবটি। তার বিদায় ঘণ্টাও বেজে যায়।
এবার তিনি শুরু করতে যাচ্ছেন নতুন পথচলা, যেটি সত্যিকার অর্থেই হতে পারে তার ক্যারিয়ারের কঠিনতম চ্যালেঞ্জ। ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর এত সুদীর্ঘ সময়ে আর কোনো বড় ট্রফি জিততে পারেনি ইংল্যান্ড। সাউথগেটের কোচিংয়ে টানা দুটি ইউরোর ফাইনালে হেরে গেছে তারা, বিশ্বকাপে থমকে গেছে সেমি-ফাইনালে ও কোয়ার্টার-ফাইনালে। ট্রফির জন্য মরিয়া হয়েই একজন জার্মানকে দায়িত্বে এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
এফএ-এর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যামের ভাষায়, তারা বিশ্বের সেরা কোচদের একজনকে নিয়োগ দিয়েছে। এবং তাকে পেয়ে বিশ্বসেরা দল হয়ে ওঠার স্বপ্নও দেখতে শুরু করেছে ইংল্যান্ড,'টমাস ও দলের এখন একটাই লক্ষ্য, ২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা।'
সাউথগেটের কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলার পর ২০২২ আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্প প্রশাসনের নতুন অ্যার্টনি জেনারেল পাম বন্ডি
‘আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা’
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা