ভোটযুদ্ধে থাকছেন না দুই সদস্য পদপ্রার্থী
২০ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচনের তফসিল অনুযায়ী দু’দিন ব্যাপী মনোনয়ন প্রত্যাহারের প্রথম দিনটি ছিল গতকাল। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাত্র দুই জন সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ভোটযুদ্ধে থাকছেন না এ দুই সদস্য পদপ্রার্থী। নির্বাহী কমিটির ১৫ সদস্যের বিপরীতে এখন সদস্য প্রার্থীর সংখ্যা ৩৮ জন।
বাফুফের বর্তমান নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম এবং নীলফামারীর সংগঠক আব্দুল হাফিজ কাল দুপুরের পর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে। বিকাল ৩টায় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। মনোনয়ন গ্রহণের শেষ দিনের মতো আজ প্রত্যাহারেও নাটকীয়তা থাকতে পারে। দুপুর ২টার পর কেউ প্রত্যাহার করতে চাইলে নির্বাচন কমিশন তা গ্রহণ করতে পারবে না।
এবারের বাফুফে নির্বাচনে সভাপতি পদে তাবিথ আউয়ালের জয় শুধুই সময়ের অপেক্ষা। তবে সব আকর্ষণ সিনিয়র সহ-সভাপতি পদকে ঘিরে। দুই হেভিওয়েট প্রার্থী ইমরুল হাসান ও তরফদার মো. রুহুল আমিন দু’জনই এখন পর্যন্ত রয়েছেন নির্বাচনী ময়দানে। যদিও বিভিন্ন মহল থেকে এখনো সমঝোতার চেষ্টা চলছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান নির্বাচন করতে প্রস্তুত। তিনি শেষ পর্যন্ত অনড় অবস্থানে থাকবেন বলেও জানান। ইমরুল বলেন, ‘ভোটযুদ্ধ করতেই মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দিয়েছি। প্রতিদ্বন্দ্বি না থাকলে নির্বাচন করে মজা নেই। প্রতিদ্বন্দ্বিকে হারিয়েই সিনিয়র সহ-সভাপতি হতে চাই। এ ব্যাপারে কোনো ছাড় নাই।’ তবে তরফদার রুহুল আমিন নির্বাচন থেকে সরে যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
এই নির্বাচনে চারটি সহ-সভাপতি পদের বিপরীতে প্রার্থী ৬ জন। সাবেক জাতীয় ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিককে প্রত্যাহারের অনুরোধ করেছে বিভিন্ন পক্ষ। কিন্তু তিনি নির্বাচন করতে অনড় অবস্থানে আছেন। আজ দুপুর ২টার মধ্যে সহ-সভাপতি পদের দু’টি মনোনয়ন প্রত্যাহার না হলে এই পদেও নির্বাচন হবে। পদের চেয়ে দ্বিগুণের বেশি প্রার্থী সদস্য। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন সূত্রের খবর, সদস্য পদে আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। এরপরও ১৫ পদের জন্য প্রার্থীর সংখ্যা ত্রিশের উপরেই থাকবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আদানির দুর্নীতি : এবার ভারতেই বির্তকের মুখে মোদি সরকার
প্রেসিডেন্টর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নিজ্জর হত্যায় মোদীর সংশ্লিষ্টতার দাবি কানাডার সংবাদমাধ্যমের ,‘হাস্যকর’ দাবি ভারতের
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নিহত ৪২
এক সপ্তাহে রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : পুতিন
মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, আলু এখনো চড়া
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র
মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ
পার্থে শুরুতেই চাপে ভারত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমীরের কুশল বিনিময়
সিঙ্গেল সিটের দাবিতে গভীর রাতেও হলের বাইরে ছাত্রীরা
ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার অতিক্রম করলো
ট্রাম্প প্রশাসনের নতুন অ্যার্টনি জেনারেল পাম বন্ডি
‘আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা’
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত