তিন ম্যাচের গোলখরা কাটিয়ে জয়ের ধারায় ইউনাইটেড
২০ অক্টোবর ২০২৪, ০২:৫৪ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ০২:৫৪ এএম
সাউদাম্পটন,ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা।সর্বশেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শুধু জয়হীন ছিলনা সাদামাটা এক মৌসুম পার করতে থাকা ইউনাইটেড এই তিন ম্যাচে একবারও পায়নি গোলের দেখাও।
শনিবার ব্রেনফোর্ডের বিপক্ষে আরও একটি বিবর্ণ ম্যাচের দিকে এগোচ্ছিল ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধের দর্দান্ত ফুটবলে ঘুরে দাঁড়িয়ে স্বস্তির এক জয় তুলে নেয় এরিক টেন হেগের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে রেড ডেভিলরা। ঘরের ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে স্বাগতিকেরা।দ্বিতীয়ার্ধের শুরুতে আলেহান্দ্রো গার্নাচোর গোলে ইউনাইটেড সমতায় ফেরার পর ব্যবধান গড়ে দেন রাসমুস হয়লুন।
চাপে থেকে মাঠে নামা ইউনাইটেড এদিন প্রথমার্ধে সেভাবে আক্রমণে সাবলীল ছিলনা।ভালো কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।ব্রেন্টফোর্ড গোলরক্ষক মার্ক ফ্লেকেনের ভুলের পরও গোল পায়নি দলটি। লিসান্দ্রো মার্তিনেজের হেড তাঁর হাত ফসকে গিয়েছিল। এরপর অবশ্য হইলুন্দের চেষ্টা লাইন থেকে ফিরিয়ে দেন ফ্লেকেন।উল্টো বিরতির আগে গোল হজম করে।ডিফেন্ডার মাটাইস ডি লিখটের চোটের সুযোগে প্রথমার্ধের যোগ করা সময়ে ইথান পিনকের গোলে ব্রেন্টফোর্ড এগিয়ে যাওয়ার পর ইউনাইটেডের দুঃসময় আরেকটু লম্বা হওয়ার আশঙ্কাই তৈরি হয়েছিল।
তবে দ্বিতীয়ার্ধে দেখা গেল ভিন্ন এক ইউনাইটেডকে।খেলা শুরুর ৯০ সেকেন্ডের মধ্যে দলকে সমতায় ফেরান গার্নাচো। মার্কাস র্যাশফোর্ডের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে কোনাকুনি শটে গোলটি করেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড।৪৭ মিনিটে তাঁর গোলেই প্রিমিয়ার লিগে ৩০০ মিনিটের গোল খরা কাটায় ইউনাইটেড।১৫ মিনিট পরে ইউনাইটেডের দ্বিতীয় গোলটি করেন হইলুন্দ।
ব্যবধান বাড়ানোর পরে আরও কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। তবে, এই জয় ইউনাইটেড দল ও কোচের জন্য দারুণ স্বস্তি ও আনন্দের।
লিগে আট ম্যাচে এটা তাদের তৃতীয় জয়। সঙ্গে দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠেছে ইউনাইটেড।তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ১২ নম্বরে ব্রেন্টফোর্ড।সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
এর আগে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহাম। দেয়ান কুলসেফস্কির ৩৬ মিনিটের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় স্পাররা। দ্বিতীয়ার্ধে ইভস বিসুমার গোলে ব্যবধান দ্বিগুণ করা টটেনহাম তৃতীয় গোলটি পায় ৫৫ মিনিটে। এবারের গোলটি আলফন্সো আরেওলার। ৫ মিনিট পরে সন হিয়ুং-মিনের গোল নিশ্চিত করে দেয় টটেনহামের চতুর্থ জয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমীরের কুশল বিনিময়
সিঙ্গেল সিটের দাবিতে গভীর রাতেও হলের বাইরে ছাত্রীরা
ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার অতিক্রম করলো
ট্রাম্প প্রশাসনের নতুন অ্যার্টনি জেনারেল পাম বন্ডি
‘আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা’
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া