ভারতকে হারিয়েই সেমিতে যেতে চায় বাংলাদেশ
২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
নেপালের কাঠমান্ডুতে চলমান সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে ভারতকে হারিয়েই সেমিফাইনালে যেতে চায় লাল-সবুজরা। ম্যাচের আগে গতকাল শেষ মুহূর্তের অনুশীলন শেষে এমনটাই জানান বাংলাদেশ দলের মিডফিল্ডার মুনকি আক্তার। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কোনমতে হার এড়িয়েছেন সাবিনা খাতুনরা। প্রমে পিছিয়ে থেকে ম্যাচের যোগকরা সময়ে শামসুনড়বাহার জুনিয়রের গোলে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করে মান বাঁচায় বর্তমান চ্যাম্পিয়নরা। পাকিস্তানের বিপক্ষে ড্র করে শেষ চারের আশা বাঁচিয়ে রাখলেও ওই ম্যাচে সিনিয়রদের সেরা একাদশে না খেলানোয় মিডিয়ার অনেক সমালোচনা সইতে হয়েছে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারকে। যদিও পরে বদলী হিসাবে নেমেছিলেন তারকা ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার, মিডফিল্ডার মারিয়া মান্ডা ও ডিফেন্ডার মাসুরা পারভীনরা। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আর ভুল করতে চান না বাটলার। অভিজ্ঞদের উপর নির্ভর করে
বৈতরনী পার হতে চাইছেন এই ব্রিটিশ কোচ। জিতলে তো কথাই নেই, ড্র করলেও অনায়াসে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। সমীকরণ বলছে ভারতের কাছে ২-০ গোলের ব্যবধানে হারলেও শেষ চার নিশ্চিত সাবিনাদের। কারণ পাকিস্তান প্রম ম্যাচে ভারতের কাছে ৫-২ গোলে হেরে
পরের ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করেছে ১-১ ব্যবধানে। ফলে পাকিস্তান দুই ম্যাচে ১ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে। তবে এসব সমীকরণ মানতে নারাজ বাংলাদেশের মিডফিল্ডার মুনকি আক্তার। তিনি বলেন, ‘আমরা কোনো সমীকরণের মধ্যে জড়াতে চাই না। ভারতকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে গ্রুপ সেরা হয়েই সেমির টিকিট কাটতে চাই। আমার বিশ^াস সিনিয়র আপুরা ভাল খেলতে পারলে জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে পারব। ভারতের বিপক্ষে কয়েকটি পরিবর্তন হবে আমাদের একাদশে।’ ভারতের বিপক্ষে চাপ নিয়ে মুনকি বলেন,‘কোচ এবং সিনিয়র আপুরা বলেছেন, চাপ নেওয়ার কিছু নেই। ভালো খেলতে হবে এবং ভারতকে হারিয়েই সেমিতে যেতে হবে। আমরা শিরোপা জিততেই এখানে এসেছি।’ দলের তারকা ডিফেন্ডার কোহাতি কিসকু বলেন,‘ভারতের বিপক্ষে জেতার জন্য সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে নিয়েছি আমরা। আমাদের প্রধান লক্ষ্য শিরোপা ধরে রাখা। লক্ষ্যপূরণে ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ চারে যেতে চাই। পর্যায়μমে সেমিফাইনাল ও ফাইনাল জিতে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে চাই। এজন্য দেশবাসীর দোয়া কামনা করছি।’ এদিকে লড়াইয়ের আগে বাংলাদেশ দলকে সমীহ করলেন ভারতের কোচ সন্তোষ কুমার, ‘পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলেও জয় পায়নি বাংলাদেশ, এতে আমি অবাক হয়েছি। এই দলটি দুর্দান্ত এটা আমি জানি। তবে ওদের বিপক্ষে নিজেদের সেরাটাই দেবে আমার দলের মেয়েরা।’ ভারত ম্যাচের আগে কাল দুপুর পৌনে ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাঠমান্ডুর সেনাবাহিনী সদর দফতর গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরায় বাংলাদেশ দলের মেয়েরা। তবে
ওয়ার্মআপ করলেও মাঠে অনুশীলন করেননি আগের ম্যাচের নায়ক শামসুনড়বাহার জুনিয়র । কোচ বাটলারের অনুশীলনের ধরণ দেখে মনে হল পিঠ ঠেকে যাওয়া ম্যাচে আর ঝুঁকি নিতে চান না তিনি। তাই বিশেষভাবে অনুশীলন করালেন শিষ্যদের। অনুশীলনের মাঝেই পাওয়া গেল ভারতের বিপক্ষে বাটলারের একাদশ। সব ঠিক থাকলে আজ অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে বাংলাদেশের সেরা একাদশে দেখা যাবে তহুরা খাতুন, মাসুরা পারভীন, শিউলি আজিম, কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, রূপনা চাকমা, শামসুনড়বাহার সিনিয়র, নীলুফা ইয়াসমিন ও ঋতুপর্ণা চাকমাদের মতো অভিজ্ঞ ফুটবলারদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি