এএফসির অনুষ্ঠানে সালাউদ্দিন-তাবিথ
২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এএফসি অ্যাওয়ার্ড নাইট এবং এএফসি সদস্যভুক্ত দেশগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের সম্মেলন যোগ দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য বিদায়ী সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। সালাউদ্দিন সাফের সভাপতি এবং তাবিথ বাফুফের সভাপতি হিসেবে যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের জন্য বাফুফে সাধারণ সম্পাদকের সঙ্গে রোববার একই ফ্লাইটে কোরিয়া গেছেন কাজী সালাউদ্দিন ও বাফুফে এবং এএফসির নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ। এই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সিউল রওনা হয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। একই দিন দুপুরে বাফুফের সভাপতি হিসেবে অনুষ্ঠানে যোগ দিতে দেশে ছেড়েছেন তাবিথ আউয়াল। জানা গেছে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতেই তাবিথের এই সফর।
এদিকে বহুল আলোচিত নির্বাচন শেষে নতুন সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের ২১ সদস্যের নব-নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। দক্ষিণ কোরিয়া থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানান, বাফুফের প্রথম সভার আলোচ্য সূচিতে রয়েছে স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটি গঠন। বিভিন্ন কমিটির মাধ্যমে বাফুফের কর্মকাÐ পরিচালিত হয়। সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতিদের মধ্য থেকেই বিগত দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাশনাল টিমস, ডেভলপমেন্ট, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মনোনীত হয়ে এসেছে। এবারও সেই ধারা অনুসরণ করা হবে, না ভিন্নতা আসবে এ নিয়ে ফুটবলাঙ্গনে বেশ কৌত‚হল রয়েছে। স্ট্যান্ডিং কমিটি ছাড়াও বাফুফের ব্যাংক হিসাব পরিচালনায় স্বাক্ষরকারী মনোনয়ন নিয়েও আলোচনা হবে প্রথম সভায়। ২০০৮ সাল থেকে দীর্ঘদিন বাফুফের চেকে স্বাক্ষরের এখতিয়ার ছিল সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের। ৫ আগস্টের পর সালাম মুর্শেদীর পদত্যাগ এবং নাবিল আত্মগোপনে থাকায় সালাউদ্দিনের পাশাপাশি নতুন ফিন্যান্স চেয়ারম্যান ইমরুল হাসানের পাশাপাশি সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে চেক স্বাক্ষরের ক্ষমতা দেওয়া হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় এএফসি অ্যাওয়ার্ড নাইট এবং এএফসি সদস্যভুক্ত দেশগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের সম্মেলন যোগ দিতে ইমরান হোসেন তুষার রোববার কোরিয়া গেছেন। তিনি সেখান থেকে কম্বোডিয়া, শ্রীলঙ্কা সফর করে ৭ নভেম্বর ঢাকায় ফিরবেন। সাধারণ সম্পাদকের উপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর সাধারণত প্রথম সপ্তাহের মধ্যেই প্রথম সভা অনুষ্ঠিত হয়। এবার একটু বিলম্ব হচ্ছে।
অন্যদিকে সব সময়ই নির্বাচনের পর মতিঝিলের বাফুফে ভবনে বেশ উৎসবমুখর আমেজ থাকে। কিন্তু এবার বাফুফে ভবনে ভিন্ন পরিবেশ বিরাজ করছে। ভোটযুদ্ধ শেষে নব-নির্বাচিতরা বাফুফে ভবনে এখনো আসেননি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুরস্কে ৪০ শতাংশ এলাকার দখল হারিয়েছে ইউক্রেন
আমরা জমিদার নই,মানুষের পাহারাদার : মমতা বন্দ্যোপাধ্যায়
জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত
ট্রাম্পের জয়ের পর ইলন মাস্কের সম্পদ বাড়ছে রকেট গতিতে
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বহু ফ্লাইট বাতিল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১২০ ফিলিস্তিনি
ইভেন্টের সেরা লড়াইটি উপহার দিলেন আফরা-সানজিদা
ওয়েস্ট ইন্ডিজের রান পাহাড়ের পর জয়-জাকিরকে হারিয়ে চাপে বাংলাদেশ
নাটকীয় শেষ দশ মিনিটে দুই গোল শোধ করে বার্সাকে রুখে দিল সেল্তা
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা