বর্ণবাদ বিরোধিতার কারণেই ব্যালন ডি অঁর বঞ্চিত ভিনিসিয়ুস?
২৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পিএম
ব্রাজিল ও রেয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মনে করছেন, বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের কারণে তিনি ব্যালন ডি অঁর পাননি। তার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি সোমবার ব্যালন ডি অঁর জেতেন। গত মৌসুমে স্পেনের হয়ে ইউরো আর ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন রদ্রি। আর রেয়ালের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন ভিনিসিয়ুস।
ব্যালন ডি অঁর জয়ের দৌড়ে রদ্রির কাছে হারের পর সামাজিক মাধ্যমে ভিনিসিয়ুস লেখেন, ‘আমাকে করতে হলে আমি এটা ১০ বার করবো। তারা প্রস্তুত নয়।’
এই পোস্টের মাধ্যমে ভিনিসিয়ুস কী বোঝাতে চেয়েছেন জানতে চাইলে তার ব্যবস্থাপনা দল রয়টার্সকে জানিয়েছে, তিনি (ভিনিসিয়ুস) বর্ণবাদের বিরুদ্ধে তার লড়াইয়ের কথা বুঝিয়েছেন। এই কারণে ভিনিসিয়ুস ব্যালন ডি অঁর পাননি বলেও তারা মনে করছেন। ‘‘সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা একজন খেলোয়াড়কে মেনে নিতে ফুটবল বিশ্ব প্রস্তুত নয়,'' বলেন তারা।
এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যালন ডি অঁর অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ ফ্রান্স ফুটবল-এর মন্তব্য জানা যায়নি। ২৪ বছর বয়সি ভিনিসিয়ুস স্পেনে খেলার সময় কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন।
ভিনিসিয়ুস ব্যালন ডি অঁর জিতবে না এই ধারণা পাওয়ার পর রেয়াল মাদ্রিদ পুরস্কার বিতরণীর অনুষ্ঠান বয়কট করে। তবে দলটি পুরুষদের সেরা ক্লাবের খেতাব জিতেছে। আর কোচ কার্লো আনচেলোত্তি সেরা কোচ হয়েছেন।
ভিনিসিয়ুস ব্যালন ডি অঁর না জেতায় রেয়াল মাদ্রিদের বর্তমান ও সাবেক খেলোয়াড়েরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যমে কামাভিঙ্গা লিখেছেন, ‘‘ফুটবল রাজনীতি X। আমার ভাই, তুমি বিশ্বের সেরা খেলোয়াড়। ভালোবাসি তোমাকে।''
ভিনিসিয়ুসের সাবেক সতীর্থ করিম বেনজেমা ও টনি ক্রুসও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইনস্টাগ্রামে ভিনিসিয়ুসের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্রুস লিখেছেন, ‘দ্য বেস্ট।' আর বেনজেমা ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনির সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘ট্রপ ফোর্ট', যার মানে শক্ত থাকো।
ব্রাজিলের সেরা নারী ফুটবলার মার্তা ইনস্টাগ্রামে এক ভিডিওতে বলেছেন, ‘‘ভিনি জুনিয়রকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমি সারা বছর অপেক্ষা করেছিলাম, আর এখন তারা আমাকে বলছেন যে ব্যালন ডি অঁর তার জন্য নয়?''
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটকীয় শেষ দশ মিনিটে দুই গোল শোধ করে বার্সাকে রুখে দিল সেল্তা
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু