রেকর্ড আলোচ্যসূচি নিয়ে তাবিথের প্রথম সভা আজ
০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন শেষ হয়েছে গত ২৬ অক্টোবর। এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথমবারের মতো সভাপতি হয়েছেন বাফুফের দুইবারের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর রেকর্ড সংখ্যক আলোচ্যসূচি নিয়ে আজ নির্বাহী কমিটির প্রথম সভায় বসছেন তিনি। মতিঝিলের বাফুফে ভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা এই সভা। বাফুফের নব-নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় আলোচ্যসূচির সংখ্যা ২৮! এর আগে বাফুফের কোনো নির্বাহী সভায় এত সংখ্যক আলোচ্যসূচী দেখা যায়নি।
নির্বাচনের পরপরই নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করেই বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজকের সাধারণ নির্বাহী সভার চিঠি ইস্যু করেন। সেই চিঠিতে আলোচ্যসূচি ছিল ৬ টি। তবে গত ৪ নভেম্বর সাধারণ সম্পাদক সংশোধিত চিঠি ইস্যু করেন। যেখানে আলোচ্যসূচি বেড়ে তিনগুণ হয়েছে। সাধারণত নির্বাচনের পর প্রথম সভায় পরিচিতি পর্ব, সাব কমিটি গঠন হয়ে থাকে। তবে গতানুগতিক এই আলোচ্যসূচির পাশাপাশি এবার বাফুফের প্রথম সভায় গঠনতন্ত্র সংশোধনের মতো জটিল বিষয়ও রয়েছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন নিয়ে সাবেক সভাপতি কাজী মো. সালাউদ্দিন সেভাবে কাজই করেননি। তাবিথ আউয়াল প্রথম সভাতেই জেলা ফুটবলের সামগ্রিক বিষয় আলোচনা সূচিতে রেখেছেন। কাজী সালাউদ্দিনের বিগত কমিটি দেনা প্রায় ১৫ কোটি টাকার কাছাকাছি রেখেছে। তাবিথ প্রথম সভায় দেনা-পাওনা সংক্রান্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ জানতে চান। তাই বাফুফের পাওনা ও দেনার বিষয়টি আজকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি রয়েছে। দেনা পাওনা ছাড়াও ব্যাংক হিসাব পরিচালনা, ফিন্যান্স বিভাগের পরিকল্পনার বিষয়ও রয়েছে আলাদা আলোচ্যসুচি হিসেবে। শুধু ভেন্ডরদের পাওনা নয় বাফুফের ইউলিটি বিল, ট্যাক্স ও ভ্যাট পলিসি নিয়েও হবে আলোচনা। জাতীয়, বয়সভিত্তিক দল, আর্থিক বিষয়াদির পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্থাবর সম্পত্তিও আছে আলোচ্যসূচিতে। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণও আছে আলোচ্যসুচিতে। প্রথম সভার আলোচ্যসুচিতে বাদ যায়নি সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ইস্যুও। এবারের প্রথম সভায় ২৮ আলোচ্যসুচি থাকলেও বাফুফের বেতনভুক্ত কর্মচারিদের নিয়ে বিশেষ কিছুই নেই। সালাউদ্দিনের কমিটির দায়িত্বকালে ৮-১০ টি আলোচ্যসূচিতে মাঝে মধ্যে ৪-৫ ঘন্টার ম্যারাথন সভা হয়েছে। নব-নির্বাচিত কমিটির প্রথম সভায় ২৮ আলোচ্যসূচিতে সেই হিসেবে সারা দিনই লেগে যাওয়ার কথা। বাফুফে নির্বাহী কমিটির কর্মকর্তারা ব্যবসা ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। প্রথম দিনে সবাই সকল আলোচ্যসূচিতে অংশগ্রহণ করবেন নাকি মাঝপথে মুলতবি হবে সভা সেটাও দেখার বিষয়।
বাফুফে নির্বাহী কমিটি ২১ সদস্যের। সদ্য সমাপ্ত নির্বাচনে সভাপতি ছাড়াও সিনিয়র সহ-সভাপতি একজন, সহ-সভাপতি চারজন ও ১৪ জন নির্বাহী সদস্য নির্বাচিত হলেও ১৫ তম সদস্য পদে টাই হয়ে যায়। এই পদে মো. এখলাছ উদ্দীন ও মো. সাইফুর রহমান মনি সমান ৬১ ভোট করে পান। ফলে নির্বাহী কমিটির সবশেষ সদস্য পেতে এখন পুনঃনির্বাচনের আয়োজন করতে হবে। এ সম্পর্কেও আজকের প্রথম সভায় বিষদ আলোচনা হবে। নির্বাচিত সবারই প্রথম সভায় উপস্থিত থাকার কথা। তবে বিদেশে অবস্থান করার কারণে আজকের সভায় দুই নির্বাহী সদস্য মো. মাহি উদ্দিন আহমেদ সেলিম ও ইমতিয়াজ হামিদ সবুজ সশরীরে উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটকীয় শেষ দশ মিনিটে দুই গোল শোধ করে বার্সাকে রুখে দিল সেল্তা
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু