অবশেষে লিভারপুলের রিয়ালজয়
২৯ নভেম্বর ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৫ এএম
টানা জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। শিরোপাধারীদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না সøটের দল। ১৫ বছরের বেশি সময় পর রিয়ালের বিপক্ষে জয়ের স্বাদ পেল ইংলিশ ক্লাবটি। সেইসাথে টানা দুই ম্যাচ হেরে পরের রাউন্ডে ওঠার পথ কঠিন হয়ে গেলো রিয়াল মাদ্রিদের। নিজেদের মাঠে পজেশন ধরে রাখার পাশাপাশি আক্রমণেও শুরু থেকে আধিপত্য দেখিয়েছে লিভারপুল। প্রথমার্ধে তাদের আটকে রাখতে পারলেও, বিরতির পর আর পেরে ওঠেনি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে আলেক্সিস মাক আলিষ্টার গোল করে লিভারপুলকে এগিয়ে নেন। এরপর সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি রিয়াল। পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপ্পে। দশ মিনিট পর এমবাপ্পের পথেই হাটেন মোহামেদ সালাহ। পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। বদলি নেমে লিভারপুলের দ্বিতীয় গোল করেন কোডি গাকপো। রিয়ালের বিপক্ষে লিভারপুলের সবশেষ জয়টিও ছিল এই অ্যানফিল্ডেই। ২০০৯ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছিলো উঠেছিল লিভারপুল। তারপর থেকে এবারের আগে দুই দলের ৮ বারের দেখায় ৭টিতেই হারে লিভারপুল, ড্র হয় একটি। সবগুলিই চ্যাম্পিয়ন্স লিগে, যার মধ্যে আছে দুটি ফাইনালে হারের বিষাদও। দীর্ঘ সেই অপেক্ষার প্রহর পেরিয়ে অবশেষে জয়ের হাসিতে মাঠ ছাড়তে পারল লিভারপুল।
এদিকে, এমিলিয়ানো মার্টিনেজের অবিশ্বাস্য সেভে জুভেন্টাসের কাছে হার এড়িয়েছে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে দুদলের ম্যাচটি গোলশূণ্য ড্র হলেও ম্যাচের নায়ক বনে গেছেন অ্যাস্টন ভিলার আর্জোন্টাইন গোলরক্ষক মার্টিনেজ। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর খেলার ৬৫ মিনিটে অসাধারণ দক্ষতায় দলকে রক্ষা করেন তিনি। ডান দিকের পোস্টের খুব কাছ থেকে জোরের ওপর হেড করেছিলেন জুভেন্টাস উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও। ডান দিকে ঝাঁপিয়ে ডান হাতটা গোললাইনের পেছন থেকে টেনে এনে বলটা সেভ করেন মার্টিনেজ। ভিডিও রিপ্লেতে দেখা গেছে, বলের পুরোটা গোললাইন প্রায় পেরিয়েই গিয়েছিল কিন্তু মার্টিনেজের হাত অনেকটাই বড়শির মতো গেঁথে বলটাকে পেছনে ফিরিয়েছে। ডাইভ দিয়ে আড়াআড়ি হাত পাতলে বলটা না ঠেকার সম্ভাবনাই ছিল বেশি। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে পেলের হেডও শরীরের পেছন দিকে ডাইভ দিয়ে অকল্পনীয় ক্ষিপ্রতায় ঠেকিয়েছিলেন ইংল্যান্ডের প্রয়াত গোলকিপার ব্যাংকস। সেই সেভকে ইতিহাসের অন্যতম সেরা সেভ হিসেবেই ধরা হয়। মার্টিনেজের ক্যারিয়ারসেরা সেভ সম্ভবত গত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের র্যান্ডল কোলো মুয়ানির শটে। আরেক ম্যাচে মোনাকোর মাঠে দুবার পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে বেনফিকা। দুটি গোল বানিয়েছেন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল দি মারিয়া। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পরও প্রথম দল হিসেবে জিতেছে ডাচ ক্লাব পিএসভি। শাখতারের বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছে ডাচ ক্লাবটি। চলতি আসরে পাঁচ ম্যাচের সবগুলিই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো লিভারপুল। অন্যদিকে, শিরোপা ধরে রাখার অভিযানে নেমে পাঁচ ম্যাচের তিনটিতেই হারল রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে নেমে গেল কার্লো আনচেলত্তির দল। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে ১৪তম স্থানে পর্তুগিজ ক্লাব বেনফিকা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে আছে অ্যাস্টন ভিলা। ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে ১৯তম স্থানে।
এক নজরে ফল
লিভারপুল ২-০ রিয়াল মাদ্রিদ
অ্যাস্টন ভিলা ০-০ জুভেন্টাস
রেড স্টার বেলগ্রেড ৫-১ স্টুটগার্ট
স্টার্ম গ্রাৎস ১-০ জিরোনা
বোলোনিয়া ১-২ লিল
সেল্টিক ১-১ ব্রুগা
জাগরেব ০-৩ বরুসিয়া ডর্টমুন্ড
মোনাকো ২-৩ বেনফিকা
পিএসভি ৩-২ শাখতার
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা জোরদার
‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েব হোস্টিংয়ে লিমডা হোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়!
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী
ফ্যাসিস্ট সরকারের ৮ বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে মঞ্চে আসছে থিয়েট্রিক্যাল বাহাস ও কন্ঠনালীতে সূর্য
মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ
নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
আইএসের নৃশংসতার বিচারে জাতিসংঘ ব্যর্থ : নাদিয়া মুরাদ
নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
এবার ভারতের মালদহে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ ঘোষণা
কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প
প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম
দেশের ৬৯ কারাগারের ১৯টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক
পায়রার রাজস্ব আয় বাড়বে তিনগুণ, দেশের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা
মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী
কঠিন সময় পার করছে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা
কুড়িগ্রামে সাবেক এমপি পুত্র সবুজ গ্রেফতার
ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
অমৃতসরে স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদালের ওপর গুলিবর্ষণ