ওরা ১১ জনে আছেন মেসিও
৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
ফিফার বর্ষসেরার পুরস্কার ‘দা বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন লিওনেল মেসি। এই বছরের ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও এবার ১১ জনের প্রাথমিক তালিকায় আছেন আর্জেন্টাইন তারকা। মেসি ছাড়াও লড়াইয়ে আছেন এবারের ব্যালন ডি অর জয়ী রদ্রি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রও। পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। তালিকায় আরও আছেন দানি কার্ভাহাল, আর্লিং হালান্ড, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান ভিরৎজ, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল ও টনি ক্রুস। ১১ জনের তালিকায় ৬ জনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। ক্লাব ফুটবলে ইউরোপের বাইরে খেলা একমাত্র ফুটবলার হিসেবে তালিকায় আছেন মেসি। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় করা হয়েছে এই তালিকা। । রেকর্ড আটবারের ব্যালন ডি অর জয়ী মেসি ‘দা বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারও জিতেছেন সর্বোচ্চ তিনবার। বয়স ৩৭ হয়ে গেলেও ফুটবলের আঙ্গিনায় ক্লাব ও জাতীয় দলের হয়ে এখনও দারুণ দ্যুতিময় মেসি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পাঠ চুকিয়ে গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সে ২০২৩ লিগস কাপ জিতে প্রথমবার বড় কোনো ট্রফি জয়ের স্বাদ পায় মায়ামি। দলটির ২০২৪ সাপোর্টার্স শিল্ড জয়েও বড় অবদান রাখেন মেসি। মেজর লিগ সকারের দুটি বড় শিরোপার একটি এই সাপোর্টার্স শিল্ড। নিয়মিত মৌসুমে ৩৪ ম্যাচের লিগ জুড়ে সামগ্রিক পারফরম্যান্সে সবচেয়ে ধারাবাহিক দল পায় এই ট্রফি। জাতীয় দলের হয়ে ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা জেতেন মেসি। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সর্বোচ্চ ৬ গোল করে বছর শেষ করেন তিনি। ফিফা বর্ষসেরার লড়াইয়ে থাকা রদ্রি গত মৌসুমে ম্যানচেস্টার সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে রাখেন বড় অবদান। গত জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়েও এই মিডফিল্ডার রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা, জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ভিনিসিয়াসকে পেছনে ফেলে তিনি জেতেন ব্যালন ডি অর। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন ভিনিসিয়াস। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তিনি হ্যাটট্রিক করেন বার্সেলোনার বিপক্ষে। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং নির্বাচিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি দর্শকদের ভোটে নির্বাচিত হয় সেরা। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা।
এদিকে, ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে তালিকায় জায়গা করে নিয়েছে ৫ জন। চোটজর্জর দল নিয়েও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে রিয়াল মাদ্রিদকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া কার্লো আনচেলত্তি ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে জায়গা পেয়েছেন। পুরুষ ফুটবলে সেরা কোচ নির্বাচনে সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গী আরও চার জন। বর্ষসেরা কোচ ও খেলোয়াড়ের জন্য মনোনীত হওয়াদের নাম শুক্রবার প্রকাশ করেছে ফিফা। কোচদের মধ্যে আনচেলত্তি ছাড়াও সেরার লড়াইয়ে আছেন লিওনেল স্কালোনি, লুইস দে লা ফুয়েন্তে, জাবি আলোনসো ও পেপ গার্দিওয়ালা। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় করা হয়েছে এই তালিকা।
ওরা ১১ জন
লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি)
দানি কার্ভাহাল (স্পেন/রিয়াল মাদ্রিদ)
আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)
ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে/রিয়াল মাদ্রিদ)
ফ্লোরিয়ান ভিরৎজ (জার্মানি/বায়ার লেভারকুজেন)
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
লামিনে ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)
রদ্রি (স্পেন/ম্যানচেস্টার সিটি)
টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ)
ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েব হোস্টিংয়ে লিমডা হোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়!
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী
ফ্যাসিস্ট সরকারের ৮ বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে মঞ্চে আসছে থিয়েট্রিক্যাল বাহাস ও কন্ঠনালীতে সূর্য
মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ
নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
আইএসের নৃশংসতার বিচারে জাতিসংঘ ব্যর্থ : নাদিয়া মুরাদ
নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
এবার ভারতের মালদহে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ ঘোষণা
কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প
প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম
দেশের ৬৯ কারাগারের ১৯টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক
পায়রার রাজস্ব আয় বাড়বে তিনগুণ, দেশের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা
মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী
কঠিন সময় পার করছে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা
কুড়িগ্রামে সাবেক এমপি পুত্র সবুজ গ্রেফতার
ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
অমৃতসরে স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদালের ওপর গুলিবর্ষণ
খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু