মোহামেডানে বিধ্বস্ত ওয়ান্ডারার্স
৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
দেশ স্বাধীনের আগে কিংবা পরপরই ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ছিল ঢাকা লিগেরর অন্যতম শক্তিশালী দল। তবে ধীরে ধীরে তাদের শক্তি কমেছে। পেশাদার ফুটবলের যুগে এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উঠেছে ক্লাবটি। তবে পেশাদার ফুটবলে তাদের অভিষেকটা সুখকর হলো না। লজ্জাজনক হার দিয়েই বিপিএল শুরু করলো ওয়ান্ডারার্স। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের সর্বোচ্চ আসর বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে পুরনো প্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে বিধ্বস্ত হলো তারা। গতকাল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বিপিএলের ১৭তম আসরের উদ্বোধনী দিন ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বর্তমান রানার্সআপ মোহামেডান। বিজয়ী দলের হয়ে মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেমানে দিয়াবাতে জোড়া গোল করেন। অন্য চারটি গোল করেন যথাক্রমে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে, ঘানার মিডফিল্ডার বুয়েটং আর্নেস্ট, স্থানীয় মিডফিল্ডার মিনহাজুর আবেদীন রাকিব ও ফরোয়ার্ড সৌরভ দেওয়ান। এদিন লিগের অন্য দুই ম্যাচে যথাক্রমে ব্রাদার্স ইউনিয়ন হারায় বাাংলাদেশ পুলিশ এফসিকে এবং চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে বড় জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
কাল মোহামেডান-ওয়ান্ডারার্সের ম্যাচ দিয়েই গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের অভিষেক হলো। তবে মাঠের বিভিন্ন জায়গা ন্যাড়া মনে হয়েছে। ঘাস ছিল না বললেই চলে। এই অবস্থায় ম্যাচে জাদু দেখিয়েছে সাদাকালোরা। মোহামেডান বিদেশি নিয়ে খেললেও ওয়ান্ডারার্স শুধুই স্থানীয়দের নিয়ে একাদশ গড়েছিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ৫ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। এসময় বোয়েটাংয়ের দারুণ এক পাস থেকে ইমানুয়েল বক্সে ঢুকে ওয়ান্ডারার্সের গোলরক্ষক সাইফুল ইসলাম খানের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে (১-০)। আক্রমণের ধারায় থেকে ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাদাকালোরা। এসময় গোলরক্ষক সাইফুল ঠিকমতো গোলকিক নিতে পারেননি, বক্সের বাইরে সরাসরি বল পেয়ে রাকিব বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান (২-০)। পাঁচ মিনিট পর তৃতীয় গোলটি পায় মোহামেডান। ম্যাচের ২৪ মিনিটে সতীর্থের ক্রসে দিয়াবাতে হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতি গেলে দ্বিতীয়ার্ধে দশ মিনিটের ব্যবধানে আরও তিন গোল পায় বিজয়ীরা। তবে বিরতির পর প্রায় আধ ঘন্টা গোলহীন ছিল মোহামেডান। প্রতিপক্ষকে চাপে রেখে ম্যাচের ৮০ মিনিটে বক্সের ভেতরে দিয়াবাতের পাসে বোয়েটাং প্লেসিং শটে গোল করে ওয়ান্ডারার্সকে ম্যাচ থেকে ছিটকে দেন (৪-০)। ৮৯ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন দিয়াবাতে। মুজাফফরভের পাসে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের ডান দিক দিয়ে বল জালে জড়াতে সময় লাগেনি তার (৫-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৩ মিনিট) বদলি ফরোয়ার্ড সৌরভ দেওয়ান দারুণ এক প্লেসিং শটে দলকে ষষ্ঠ গোল উপহার দিলে বড় হার নিশ্চিত হয় ওয়ান্ডারার্সের।
এদিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে লিগের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। ম্যাচেরর ২৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাদার্স। এসময় মুস্তাফার পাসে গাম্বিয়ার ফরোয়ার্ড ম্যাডি সিসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে উঁচু শটে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে সমতায় ফেরে পুলিশ। ম্যাচের ৪৪ মিনিটে আরিফুর রহমানের কর্নারে মানিক হোসেন মোল্লা হেডে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন (১-১)। এই ব্যবধানে দু’দল বিরতিতে গেলে দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি পায় গোপীবাগের দলটি। ম্যাচের ৬২ মিনিটে গাম্বিয়ান মিডফিল্ডার জাকারিয়া দারবোর ফিনিশিংয়ে লিড পায় কমলা জার্সিধারীরা (২-১)। শেষ পর্যন্ত জাকারিয়ার গোলটি ধরে রেখে প্রথম ম্যাচ জিতেই মাঠ ছাড়ে ব্রাদার্স।
এদিকে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ৭-০ গোলে উড়িয়ে দেয় চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ীদের পক্ষে ফ্রান্সের ফরোয়ার্ড জারেদ খাসা ও স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন দু’টি করে গোল করেন। বাকি তিন গোল করেন যথাক্রমে স্থানীয় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরাইরা ও স্থানীয় ফরোয়ার্ড মজিবর রহমান জনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
আইএসের নৃশংসতার বিচারে জাতিসংঘ ব্যর্থ : নাদিয়া মুরাদ
নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
এবার ভারতের মালদহে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ ঘোষণা
কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প
প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম
দেশের ৬৯ কারাগারের ১৯টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক
পায়রার রাজস্ব আয় বাড়বে তিনগুণ, দেশের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা
মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী
কঠিন সময় পার করছে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা
কুড়িগ্রামে সাবেক এমপি পুত্র সবুজ গ্রেফতার
ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
অমৃতসরে স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদালের ওপর গুলিবর্ষণ
খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু
বাড়তি মেদ কমাতে ‘খাওয়া কমানো’ কতটা কার্যকর
কিশোরগঞ্জে সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন
আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে বিক্ষোভ
নগর ভবনের দায়িত্বশীলদের অবহেলায় নগরবাসীর দূর্ভোগসহ ঝুঁকিও ক্রমশ বাড়ছে