টানা হারে শঙ্কায় সিটি, স্বস্তিতে লিভারপুল-বার্সা
১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম
পরাজয় পিছু ছাড়ছেনা ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি হারের মুখ দেখলো পেপ গার্দিওয়ালার দল। বুধবার ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের কাছে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে সিটিজেনরা। ২-০ গোলের হারে সরাসরি শেষ ষোলোতে খেলার সম্ভাবনা ম্লান হয়ে গেছে আকাশী-নীলদের। শেষ ষোলোতে সরাসরি খেলতে হলে সেরা ৮ দলের মধ্যে থাকতে হবে সিটিকে। তবে সেরা ২৪ দলের মধ্যে থাকতে পারলে প্লে-অফ খেলে শেষ ষোলোতে যেতে পারবে গার্দিওয়ালার শিষ্যরা। সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা সিটি। বুধবার জয়ের আশায় ইতালির তুরিনে খেলতে যায় সিটি। ইতালি থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। ৫৩ মিনিটে জুভেন্টাসের হয়ে প্রথম গোলটি করেন দুসান ভøাহোভিচ। ৭৫ মিনিটে ওয়েস্টন ম্যাকেনির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান সিরি আর ক্লাবটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে তারা। গোল করতে না পারলেও দারুণ কিছু সুযোগ তৈরি করে ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনার দারুণ পাসে বল পেয়েও জুভেন্টাসের জাল খুঁজে বের করতে পারেননি আরলিং হালান্ড। নরওয়েজিয়ান তারকার শট রুখে দেন স্বাগতিক দলের গোলরক্ষক মিচেলে ডি জর্জিনো। এছাড়া ম্যানসিটির মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ানের একটি রকেট শটও প্রতিহত করেন জুভেন্টাস গোলরক্ষক। শেষ পর্যন্ত ভাগ্যের লিখন মেনে নিতে হয়েছে ম্যানসিটিকে।
এদিকে, থ্রিলার ম্যাচে শেষ সময়ের গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে ডর্টমুন্ডের মাঠে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ গোলের জয় পায় কাতালানরা। এই জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর কাছাকাছি চলে গেছে বার্সা। ৩৬ দলের প্রতিযোগিতায় সেরা ৮ দল যাবে সরাসরি শেষ ষোলতে। পরবর্তী ১৬টি দল একে অপরের বিপক্ষে প্লে-অফ খেলে শেষ ষোল নিশ্চিত করবে ৮ দল। বুধবার নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল ডর্টমুন্ড। যদিও শেষ পর্য্ন্ত কাঙ্খিত জয়টি পায়নি তারা। থ্রিলার ম্যাচে ৫ গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে বার্সাকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। সমতায় ফিরতে ডর্টমুন্ডের সময় লাগে ৮ মিনিট। ৫৯ মিনিটে বার্সার পাউ কুবার্সি ডি-বক্সের ভেতর ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পেনাল্টি পায় ডর্টমুন্ড। স্পট কিকে গোল করতে ভুল করেনি ডর্টমুন্ডের সারহাউ গুইরেসি। ৭৫ মিনিটে ফেরান তোরেসের গোলে আবারো ২-১ এ লিড নেয় বার্সা। ৩ মিনিট পরই কুইরেসির দ্বিতীয় গোলে ২-২ সমতায় ফেরে ডর্টমুন্ড। জমে ওঠে ম্যাচ। ৮৫ মিনিটে ইয়ামালের পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস। শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি ডর্টমুন্ড। পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ক্যাম্প ন্যুতে ফেরত আসে বার্সা।
আরেক ম্যাচে বুকায়ো সাকার জোড়া গোলে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। বুধবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি জায়ান্ট এএস মোনাকোকে ৩-০ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল। দুর্দান্ত জয়ে এক লাফে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে আর্সেনাল। অথচ ম্যাচ শুরুর আগে সেরা ৮ দলের মধ্যেই ছিল না গানাররা। আর্সেনালের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো, যদি দুই ব্রাজিলিয়ান গাব্রিয়েল মার্টিনেল্লি ও গাব্রিয়েল জেসুস গোল মিস না করতেন। জেসুস গোল করতে না পারলেও আর্সেনালের প্রথম গোলে সহায়তা করেছেন। আর্সেনালের বেশকিছু ফুটবলার চোটে থাকায় বাধ্য হয়ে এই রাতে ১৮ বছর বয়সী মাইলেস লুইস স্কেলিকে মাঠে নামান কোচ আরতেতা। তবে ইংলিশ মিডফিল্ডার আরতেতাকে হতাশ করেননি। গানারদের প্রথম গোলে অবদান ছিল তার। সাকা আর্সেনালের হয়ে প্রথম গোল করেন ৩৪ মিনিটে। জেসুসের অ্যাসিস্ট থেকে ছোটো বক্সের ভেতর থেকে ডানপায়ের দারুণ শটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সাকা। এতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। মাঝ বক্স থেকে গোলপোস্টের বাঁ পাশ দিয়ে বল জালে ফেলেন তিনি। আর্সেনালের হয়ে শেষ গোলটি করেন কাই হাভার্টজ। সাকার অ্যাসিস্ট থেকে দারুণ শটে গোল করেন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। এতে ৩-০ গোলে জয় নিশ্চিত হয় আর্সেনালের। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে ফরাসি লিগ ওয়ানের ক্লাব মোনাকো। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সা আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড নেমে গেছে ৯ নম্বরে। সমান ৬ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে আছে জুভেন্টাস। একই সংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সিটি নেমে গেছে ২২তম অবস্থানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান : লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে: রিজওয়ানা হাসান
স্বাধীনতার পর প্রথম অর্থনৈতিক শহীদ পাট : উপদেষ্টা
বিতর্কিত ডিসিদের প্রত্যাহারের দাবি : বৈষম্যবিরোধী কর্মচারী ফোরাম
অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি : মালয়েশিয়া থেকে ফিরতে নিবন্ধন করেছেন ৩১ হাজার বাংলাদেশি
গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবারসহ ভারতে পালিয়ে গেছে' - শহিদুল ইসলাম বাবুল
হিজরত নিয়ে কটুক্তি করায় শিশির ভট্টাচার্যের শিক্ষকত্ব বাতিল ও ফাঁসির দাবী ঢাবি শিক্ষার্থীদের
ভয়েস কলের সর্বনিম্ন মূল্য কমাতে বিটিআরসিকে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের চিঠি
'রাজপথের বিপ্লব থেকে টিএসসির মঞ্চে একজন মহিউদ্দিন রনি'
ভারতকে নিজ দেশে মানবাধিকার সুরক্ষার প্রতি নজর দেয়ার আহ্বান জানাচ্ছি - খেলাফত মজলিস
৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট মহানগর কৃষকদলের র্যালী ও সমাবেশ
ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -১০
কাল খুলনায় ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র গণসংলাপ
আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি - আফরোজা খানম রিতা
রাঙামাটির জুরাছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সহায়তা প্রদান
স্কুল ব্যাগে পাথর ভরে ডোবায় ফেলে শিশু নাশিতের লাশ
মহেশপুর আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে
ইনকিলাবের নির্বাচনী জরিপে থমকে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলো
তুরস্কে অনুষ্ঠিত ইউরোপ ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি মাহমুদুল প্রথম হয়েছেন