ফকিরেরপুলের জালে রহমতগঞ্জের হাফ ডজন গোল
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবার যেন জায়ান্ট হিসেবেই আত্মপ্রকাশ করেছে। লিগে দূর্দান্ত খেলে একের পর এক জয় তুলে নিচ্ছে তারা। নিজেদের পঞ্চম ম্যাচে নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের জালে হাফ ডজন গোল দিয়েছে রহমতগঞ্জ। অন্যদিকে বিপিএলের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড এবার বিদেশিহীন দল গড়েও পয়েন্ট টেবিলের উপরের দিকেই নিজেদের অবস্থান ধরে রেখেছে। লিগের পঞ্চম রাউন্ডে আবাহনী সহজেই হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসিকে।
গতকাল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমহগঞ্জ ৬-১ গোলে বিধ্বস্ত করে ফকিরেরপুলকে। বিজয়ী দলের হয়ে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেং ও স্থানীয় ডিফেন্ডার রাজন হাওলাদার দু’টি করে এবং স্থানীয় ডিফেন্ডার তাজ উদ্দিন ও তারকা ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন একটি করে গোল করেন। ফকিরেরপুলের পক্ষে উজবেকিস্তানের ফরোয়ার্ড আকোবির তুরায়েভ একটি গোল শোধ দেন। ম্যাচ জিতে পাঁচ খেলায় চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে তালিকার দ্বিতীয় স্থানে উঠলো রহমতগঞ্জ। সমান ম্যাচে এক জয় ও চার হারে ৩ পয়েন্ট পাওয়া ফকিরেরপুলের অবস্থান নবম স্থানে।
একই দিন কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম লিগের আরেক ম্যাচে পুলিশ এফসিকে ২-০ গোলে হারায় ঢাকা আবাহনী। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন যথাক্রমে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ ও শাহরিয়ার ইমন।
আগের ম্যাচে চোট পেয়ে সাত সপ্তাহের জন্য ছিটকে গেছেন আবাহনীর তারকা ফরোয়ার্ড সুমন রেজা। এ নিয়ে হয়তো দুর্ভাবনায় ছিলেন কোচ মারুফুল হক। তবে তার চিন্তা আপাতত দূর করেছেন অন্য ফুটবলাররা। সুমনের জায়গায় খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আরমান ফয়সাল আকাশ।
কাল ম্যাচের প্রথমার্ধে শুরুর দিকে আবাহনী কিছুটা রয়েসয়ে খেলে। যদিও এই অর্ধে একটি গোলই পেয়েছে তারা। ম্যাচের ২৩ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন আকাশ। এসময় মানিক মোল্লাকে কাটিয়ে রবিউল হাসান বাঁ পায়ে পাস দেন আকাশকে। পুলিশের বক্সের ভেতরে সেই পাসের চলন্ত বলেই আকাশ কোনাকুনি শটে জাল কাঁপান (১-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতি গিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় আবাহনী। ম্যাচের ৮৯ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের দারুণ শটে গোল করেন শাহরিয়ার ইমন (২-০)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। পাঁচ ম্যাচ শেষে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থেকে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। সমান ম্যাচে দুই জয় ও তিন হারে ৬ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানেই রইলো পুলিশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
১৫ দিনের মধ্যে সাংবাদিকদের জন্য ডিজিটাল কার্ড ইস্যু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ২১ সাংবাদিক
চাকরিচ্যুত সাবেক সেনাদের সড়ক অবরোধ, ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
আশুলিয়ায় ভবন মালিকের স্বেচ্ছাচারিতায় অর্ধশত শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ
হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা
৫ আগস্টের পর বেশ কয়েকটি ইসলামী ব্যাংক দখল করেছে একটি ইসলামী দল
মেহেরপুরে তসলিমা হত্যা মামলায় ২ জন আটক
ঈশ্বরদীতে ৫ বছরের শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে সৎ বাবা গ্রেফতার
নাসার নতুন সাঁতারু রোবট , ইউরোপায় প্রাণের খোঁজে এক বিস্ময়কর যাত্রা
৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র লিখিত দলিল হিসেবে থাকবে : সারজিস
ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মোনাফেকি করা না : রিজভী
উখিয়ায় চুরির দায়ে পিটিয়ে এক যুবককে হত্যা, পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন
৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আবদুল্লাহ
বিধ্বস্তের আগে যে বার্তা পাঠিয়েছিলেন বিমান যাত্রী
সিলেটে ‘পানি লাগবো পানি’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
নতুন বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় তাপপ্রবাহ ও ঝুঁকির সতর্কবার্তা
নিয়ন্ত্রিত প্রবেশাধিকারে খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ চলছে অন্যত্র
কেশবপুরের পল্লীতে নারকেল গাছ থেকে পড়ে মৃত্যু
জকিগঞ্জে বাসের চাপায় স্কুলছাত্র আবিরের মর্মান্তিক মৃত্যু : শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ