দুই আবাহনীর লড়াইয়ে বড় জয় ঢাকার
১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই আবাহনীর লড়াইয়ে বড় জয় পেলো ঢাকা। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ঢাকা আবাহনী লিমিটেড। বিজয়ীদের পক্ষে ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম দু’টি এবং ফরোয়ার্ড এনামুল ইসলাম গাজী ও মিডফিল্ডার আসাদুল মোল্লা একটি করে গোল করেন।
কাল ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও গোল পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় স্থানীয় ফুটবলারদের নিয়ে গড়া ঢাকা আবাহনীকে। এই সময় পর্যন্ত একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন ঢাকার ফরোয়ার্ডরা। তবে বিরতির আগেই গোল পায় কোচ মারুফুল হকের দল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। ম্যাচে বিরতির বাশি বাজার ঠিক তিন মিনিট আগে প্রথম গোল পায় ঢাকার আকাশী-হলুদরা। এসময় এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সে ঢুকে যাওয়া ইব্রাহিমকে পায়ে আঘাত করেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার ফজলে রাব্বী। রেফারি সবুজ দাস পেনাল্টির বাঁশি বাজালে নিখুঁত স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন ইব্রাহিম (১-০)। আগের ম্যাচে ফেডারেশন কাপে ইব্রাহিমের একমাত্র গোলেই চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে হারিয়েছিল ঢাকা আবাহনী।
চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আগ্রাসী ফুটবল খেলতে থাকে ঢাকা আবাহনী। ফলে এই অর্ধে আসে আরও তিন গোল। ম্যাচের ৫১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ঢাকার অভিজাত পাড়ার দলটি। এসময় ডান দিকে দিয়ে আক্রমণে ওঠা ইমনের ক্রস আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক মোহাম্মদ নাঈম, কিন্তু ব্যর্থ তিনি। গোল মুখে পাওয়া বল আলতো টোকায় জালে জড়িয়ে দেন এনামুল (২-০)। ম্যাচের ৬৬ মিনিটে মাঝমাঠ থেকে রক্ষণ চেরা পাস বাড়ান ইমন। বল নিয়ন্ত্রণে নিয়ে চট্টগ্রামের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দারুণ শটে নাঈমের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম (৩-০)। পাঁচ মিনিট পর ঢাকার আরেক গোলে ম্যাচ থেকে পুরো ছিটকে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৭১ মিনিটে মিরাজুল ইসলামের কর্নারে চট্টগ্রাম আবাহনীর ঘানার ডিফেন্ডার কেওয়াসি ডায়মন্ড হেড করলে বল উপরে উঠে যায়, এরপর জটলার মধ্য থেকে মোহাম্মদ হৃদয়ের শট ব্লকড হওয়ার পর বল চলে যায় আসাদুলের পায়ে। ইমনের বদলি নামা এই মিডফিল্ডার বল পেয়ে নিচু শটে গোল করে ঢাকা আবাহনীকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।
সাত ম্যাচ শেষে পাঁচ জয় এবং একটি করে ড্র ও হারে ১৬ পয়েন্ট পেয়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় স্থানে উঠলো ঢাকা আবাহনী। সমান ম্যাচের সবগুলো হেরে কোনো পয়েন্ট না পেয়ে তলানীতেই চট্টগ্রাম আবাহনী। লিগের সাত রাউন্ড শেষে সব ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ১৪ ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। সমান ৭ পয়েন্ট করে পেয়ে গোল গড়ে এগিয়ে থেকে ফর্টিস এফসি ষষ্ঠ ও বাংলাদেশ পুলিশ এফসি জায়গা পেয়েছে সপ্তম স্থানে। দুই নবাগত ঢাকা ওয়ান্ডারার্স ৪ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ৩ পয়েন্ট পেয়ে আছে অষ্টম এবং নবম স্থানে। লিগের দশ দলের মধ্যে দু’টি ক্লাব রেলিগেশনে যাাবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস