টানা সাত জয়ে নকআউট পর্বে লিভারপুল
২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
তিন পেনাল্টি, এক হ্যাটট্রিক ও এক লালকার্ড সব মিলিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুন এক ম্যাচ দেখলো ফুটবল প্রেমীরা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও পর্তুগীজ দল বেনফিকার মধ্যকার ৯ গোলের ম্যাচে শেষ হাসি হেসেছে কাতালানরা। মঙ্গলবার রাতে লিসবনে বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছে বার্সেলোনা। ইভানজেলস পাভলিদিসের হ্যাটট্রিকে প্রথমাধের্ই লিড নেয় স্বাগতিক বেনফিকা। দ্বিতীয়ার্ধেও পিছিয়ে পড়ে কাতালানরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৯ গোলের থ্রিলার জিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগটা কাজে লাগিয়ে সমর্থকদের উল্লাসে ভাসায় বেনফিকা। আলভারো ফার্নান্দেস কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে থেকে জোরালো শটে গোল করেন পাভলিদিস। ১৩ মিনিটে ঠা-া মাথার স্পট কিকে লিভারপুলকে সমতায় ফেরান পোলিশ স্ট্রাইকার লেভানডস্কি। ২২ মিনিটে বার্সা গোলরক্ষক স্ট্যান্সনির মারাত্মক ভুলে বেনফিকাকে আবার এগিয়ে নেন পাভলিদিস। বক্সের অনেকটা বাইরে এসে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকা জালে বল পাঠান গ্রিক স্ট্রাইকার। ২৮ মিনিটে আরেকটি ভুল করেন অবসর ভেঙ্গে ফেরা স্ট্যান্সনি। বক্সে তিনি ফাউল করেন আকতুরকোগলুকে। পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি রেফারি। সফল স্পট কিকে হ্যাটট্রিক পূর্ণ করেন পাভলিদিস। ৬২ মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ। মার্ক কাসাদো ও গাভিকে তুলে নিয়ে মাঠে নামান ফ্রেংকি ডি ইয়ং ও ফার্মিন লোপেজকে। ৬৪ মিনিটে বেনফিকার গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের ভুলে ব্যবধান কমায় বার্সেলোনা। ত্রুবিনের গোল কিকে বক্সের ঠিক বাইরেই থাকা রাফিনহার মাথা হয়ে বল জড়ায় জালে। চার মিনিট পরই অবশ্য দুই গোলের লিড পুনরুদ্ধার করে বেনফিকা। এবার ভুল করে বসেন আরাউহো। বক্সের বাঁ দিক থেকে প্রতিপক্ষের বাড়ানো বল সøাইডে ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে পাঠান উরুগুয়ের ডিফেন্ডার। ৭১ মিনিটে বদলি নামেন বেনফিকার আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ৭৮ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান কমান লেভানডস্কি। ইয়ামাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ৪-৪ সমতা টানেন এরিক গার্সিয়া। ৭৪ মিনিটে পেদ্রির ক্রসে কাছ থেকে লাফিয়ে চমৎকার হেডে গোলটি করেন বদলি নামা এই ডিফেন্ডার। ৮৯ মিনিটে ভালো সুযোগ পান ডি মারিয়া। তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন স্ট্যান্সনি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ফেরান তোরেসের উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন রাফিনহা। এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন তিনি। উল্লাসে মেতে ওঠে গোটা বার্সেলোনা শিবির। ঘটনাবহুল ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
আরেক ম্যাচে ঘরের মাঠে লিলেকে হারিয়ে টানা সাত জয়ে শীর্ষে থেকেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করলো লিভারপুল। অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ফরাসি ক্লাব লিলেকে ২-১ হারিয়েছে স্বাগতিকরা। মোহামেদ সালাহর গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন জোনাথন ডেভিড। পরে হার্ভি এলিয়টের সৌভাগ্যসূচক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংলিশ ক্লাবটি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে ১১ নম্বরে আছে লিলে। ৩৪ মিনিটে হঠাৎ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে যায় লিভারপুল। নিজেদের সীমানায় প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে আক্রমণে ওঠে তারা। মাঝমাঠ থেকে কার্টিন জোন্সের থ্রু পাস ধরে দ্রুত এগিয়ে ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন সালাহ। এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে লিভারপুল। বিরতির আগে দ্বিতীয় গোলও পেতে পারতেন সালাহ। কিন্তু লুইস দিয়াসের পাস ধরে ডি বক্সে ঢুকে তার নেওয়া কোনাকুনি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি লিভারপুল। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ৫৯ মিনিটে আরেকটি বড় ধাক্কা খায় সফরকারীরা। লুইস দিয়াসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আইসা মান্দি। ১০ জনের দলে পরিণত হওয়ার তিন মিনিটের মধ্যে আক্রমণ শাণায় লিলে। মিডফিল্ডার হারাল্ডসনের বক্সের বাইরে থেকে নেওয়া শট রক্ষণে প্রতিহত হলে আলগা বল পেয়ে নিচু শটে জালে পাঠান জোনাথন। লিলের সমতায় ফেরার স্বস্তি অবশ্য চার মিনিটও স্থায়ী হয়নি। ডি বক্সের বাইরে থেকে হার্ভি এলিয়টের শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের। এই পরাজয়ে লিলের শেষ ষোলোয় ওঠার হিসাবটা জটিল হয়ে গেল। শেষ রাউন্ডে আগামী বুধবার ঘরের মাঠে ফেইনুর্ডের বিপক্ষে খেলবে ফরাসি ক্লাবটি। আর জয়রথ ধরে রাখার মিশনে একই দিনে পিএসভি আইন্দহোভেনের মাঠে নামবে লিভারপুল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি
বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন
বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম