পিএসজির কাছে নাটকীয় হারের পর শেষ সুযোগের অপেক্ষায় গুয়ার্দিওলা
২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম
দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি ম্যানচেস্টার সিটির। ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প লিখে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হারিয়েছে পিএসজি। তাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব থেকেই ছিটকে যাওয়ার দ্বার প্রান্তে সিটি। এমন অবস্থায় শেষ সুযোগটুকু কাজে লাগিয়ে বিব্রতকর পরিস্থিতি এড়ানোর মরিয়া চেষ্টা চালানোর ঘোষণা দিয়ে রাখলেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।
প্যারিসে বুধবার বৃষ্টিভেজা রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-২ গোলে জেতে পিএসজি। জ্যাক গ্রিলিশ ও আর্লিং হলান্ড সিটিকে দুই গোলে এগিয়ে নেওয়ার পর উসমান দেম্বেলে ও বার্কোলার লক্ষ্যভেদে সমতায় ফেরে পিএসজি। জোয়াও নেভেস স্বাগতিকদের লিড এনে দেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান গনসালো রামোস।
আগের দিন সংবাদ সম্মেলনে বন্ধুর বিপক্ষে এই ম্যাচকে ‘স্পেশাল’ বলেছিলেন পিএসজি কোচ এনরিকে। কোচ হিসেবে দুই বন্ধুর লড়াইয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে গেলেন তিনি।
মাঝে টানা ব্যর্থতার পর প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে ইপ্সউইচ টাউনকে ৬-০ গোলে হারিয়ে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন গুয়ার্দিওলা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার বৃত্তেই বন্দি রইল ইংলিশ চ্যাম্পিয়নরা।
ইউরোপ সেরার লড়াইয়ে সবশেষ চার ম্যাচেই জয়হীন তারা; হার ৩টিতেই। ৭ ম্যাচে ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে নেমে ছিটকে পড়ার শঙ্কায় এখন তারা। সমান ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে উঠেছে পিএসজি। ম্যাচ বাকি আর একটি করে।
নতুন আঙ্গিকের ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
বাকি ম্যাচে সিটির প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজ। ঘরের মাঠে ম্যাচটি জিততে দল সবকিছু নিংড়ে দেবে বলে জানিয়ে রেখেছেন গুয়ার্দিওলা। প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাথা তুলে দাঁড়াতে চান তিনি।
“আমাদের শেষ সুযোগ ব্রুজের বিপক্ষে এবং ঘরের মাঠে সব চেষ্টাই আমরা করব। শেষ পর্যন্ত আমরা যদি পরের রাউন্ডে যেতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের তা প্রাপ্য নয়।”
“চেলসির বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে আমাদের এবং সামনে এগিয়ে যেতে হবে।”
যোগ্য দল হিসেবে পিএসজি জিতেছে বলে মত দেন এই স্প্যানিয়ার্ড। নিজের দলের ব্যর্থতাও কোচ মেনে নিলেন অকপটে।
“আজকে তারা (পিএসজি) ছিল আমাদের চেয়ে ভালো। আমরা মেনে নিচ্ছি, পিএসজিকে অভিনন্দন। ফুটবলের ব্যাপারটিই এমন, তারা গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে ছিল মরিয়া ও আগ্রাসী। অনেক দ্রুতগতির ছিল তারা, আমরা পারিনি মানিয়ে নিতে।”
“ভালো খেলতে হলে বল পায়ে রাখতে হবে। আমরা তা পারিনি। তারা বল বেশি নিয়ন্ত্রণে রেখেছে, আক্রমণে ছিল শ্রেয়তর এবং সেরা দল হিসেবেই জিতেছে। আমাদের কাজটা ছিল কঠিন। আমরা যেমন চেয়েছি, সেভাবে খেলতে পারিনি।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
নতুন কমিটির উদ্দেশ্যে সাবেক সভাপতি তিন টাকার কমিটি রুখে দেয়া কঠিন কিছু হবে না
মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
উদ্বোধনের ৪দিন পরও সেচ পানি মিলেনি মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
বিশ্বনাথে সাংবাদিককে খুন-গুমের হুমকি
সুবর্ণচরে অনুমোদনহীন কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট করলো প্রশাসন
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ড. ইউনূসের
ঈশ্বরদীর ৩ অবৈধ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা আদায়
‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব অগ্রণী ভূমিকা পালন করতে পারে’
সিংগাইরে অজ্ঞাত বৃদ্ধের লাশের পরিচয় মিলেছে
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৬৬ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা বগুড়ায়
ছাগলনাইয়ায় ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব
ছাগলনাইয়ায় 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ
কচুয়ায় ফুলকপির ভালো ফলনেও লাভের মুখ দেখছে না কৃষকরা