পিএসজি-বার্সার প্রমাণের সুযোগ
০৯ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে বার্সেলোনা, পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাস্টন ভিলা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ রাতে বার্সেলোনার প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে প্যারিসে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে পিএসজি। সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে ফুটবলবোদ্ধারা পিএসজিকেই ফেভারিট হিসেবে দেখছেন। তবে নিজেদের ফেভারিট মানতে রাজি নন পিএসজি কোচ লুইস এনরিকে। তার মতে ফুটবলে ফেভারিট বলতে কিছু নেই। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের আগে গতকাল সংবাদ সম্মেলনে ফেভারিট তত্ত্ব উড়িয়ে দিলেন স্প্যানিশ কোচ এনরিকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বাজিকররা বলেছিল, আমাদের কোনো সুযোগ নেই। ফুটবলে, ফেভারিট ব্যাপারটা নেই। এখানে থাকা প্রাপ্য বলেই কোয়ার্টার-ফাইনালে এই আট দল আছে। মাঠের লড়াইয়ে আমরা জেতার যোগ্য, তবে এর জন্য যা করণীয় তা আমাদের করতে হবে।’ ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত পিএসজির কোচ ছিলেন উনাই এমেরি। লম্বা সময় পর প্যারিসে আসছেন অ্যাস্টন ভিলা কোচ। তার প্রতি শ্রদ্ধার কমতি নেই এনরিকের, ‘তিনি অসাধারণ একজন কোচ। অ্যাস্টন ভিলা দারুণ একটি দল।’
গত দুই বছরে দলটি অনেক এগিয়েছে এর কৃতিত্ব অবশ্য উনাই এমরির। দুই দিন আগে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার আনন্দে উচ্ছ্বসিত ফুটবলাররা উজার করেই খেলবেন। যদিও এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেনি পিএসজি। ইংলিশ প্রিমিয়ার লিগে দারুন ছন্দে থাকা অ্যাস্টন ভিলাও সুযোগটা কাজে লাগাতে চাইবে। ১৯৮১-৮২ মৌসুমে মাত্র একবার শিরোপা জিতেছিলো অ্যাস্টন ভিলা। তখন অবশ্য টুর্নামেন্টের নাম ছিলো ইউরোপিয়ান কাপ। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে কখনও অ্যাস্টন ভিলার মুখোমুখি হয়নি পিএসজি। তাই প্রথম লড়াইটা স্মরণীয় করে রাখতে চাইবে দু’দল।
এদিকে, বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ইনজুরির কারনে চলতি মৌসুমে সেন্টার ব্যাক নিকো শ্লটারবেককে আর পাচ্ছে না জার্মান ক্লাবটি। আগামী মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে ডর্টমুন্ডের খেলা এখনও নিশ্চিত নয়। বুন্দেসলিগায় আট নম্বরে রয়েছে দলটি। ছয় ম্যাচ বাকি থাকতে চারে থাকা মাইন্সের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগে গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছিল ডর্টমুন্ড। এবার শেষ আটে তাদের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা। ছন্দে থাকা দলটির মুখোমুখি হওয়ার আগে রক্ষণে শক্তি হারানো যথেষ্ট দুর্ভাবনার। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতেনি বার্সেলোনা। ২০১৪-১৫ মৌসুমে শেষবার লুইস এনরিকের হাতধরে শিরোপা জিতেছিলো কাতালানরা। তাই এবার শিরোপার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে বরুশিয়া ডর্টমুন্ডে বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছে বার্সা। একটি জয় আর এক ড্রয়ে পরিসংখ্যানে এগিয়ে হ্যান্সি ফ্লিকের দল। ১৯৯৬-৯৭ সালে মাত্র একবারই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলো বরুশিয়া ডর্টমুন্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রামুতে জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ সমাবেশ

জাতিগত শুমারি: রাহুলের কাছে নতি স্বীকার মোদীর

শাপলা গণহত্যার প্রস্তুতি টের পেয়ে যে পোস্ট দিয়েছিলেন খালেদা জিয়া

কুষ্টিয়ায় আগ্রাসী রূপে পদ্মা, ৪ কিমি এলাকাজুড়ে ভাঙন

সখিপুরে সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারীর সীমাহীন অনিয়ম দুর্নীতি

আরিফুর রহমানকে কুষ্টিয়া মিরপুর পৌর মেয়র ঘোষণার নির্দেশ

নিজের সন্তান হত্যা কোন রাষ্ট্র ও সরকারের কাজ হতে পারেনা - সিলেট বিভাগীয় কমিশনার

মে মাসে সউদী আরবে পুতিনের সাথে বৈঠক করতে পারেন ট্রাম্প

পাপন দম্পতির ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ, লেনদেন ৭৯২ কোটি

বাংলাদেশ সিরিজের সূচি দিল শ্রীলঙ্কা

শাপলা চত্বরসহ ফ্যাসিস্ট আমলের সকল গণহত্যার বিচার করতে হবে- শিবির কেন্দ্রীয় নেতা শাহীন

মঙ্গলবার প্লেন যাত্রীদের আগেভাগে রওনা দিতে বললো এয়ারলাইন্সগুলো

ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং, দেখা দিয়েছে ফাটল

ইন্টারের বিপক্ষে লেভাকে পাচ্ছে বার্সা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেশী বিদেশী অস্ত্র গুলিসহ ৬ আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেফতার

রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে: শিবির সভাপতি

নগরীতে যানজট হ্রাসে আরএফআইডি কার্ড

ট্রাম্পের শুল্কের কারণে ধ্বংস হতে পারে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি

বেগম খালেদা জিয়ার আগমনী অভ্যর্থনায় অংশ নিতে জমিয়াতুল মোদার্রেছীনের আহ্বান

যে কারণে সিলেটের আদালত পাড়ায় দুই ঘন্টার কর্মবিরতি