নারী ফুটবলে বাংলাদেশও
১৪ এপ্রিল ২০২৫, ১২:১২ এএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ১২:১২ এএম

২০১৯ সালের ডিসেম্বরে নেপালের কাঠমান্ডু ও পোখরায় বসেছিল সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩ আসর। এরপর দীর্ঘ বিরতিতে আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ১৪তম আসরের খেলা। সবশেষ নেপাল এসএ গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দল অংশ নিলেও নারী দল নেয়নি। তবে এবার পাকিস্তান এসএ গেমসে পুরুষের পাশাপাশি নারী দলকেও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) দলীয় ডিসিপ্লিনের সভায় এই সিদ্ধান্তের কথা জানায় বাফুফে। এ প্রসঙ্গে বিওএর কোষাধ্যক্ষ ও ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট কমিটির সদস্য সচিব এ,কে সরকার বলেন,‘বাফুফে এবার দুই দলই পাঠাতে চায়। নারী ফুটবল দল টানা দুই বার দক্ষিণ এশিয়ার সেরা দলের খেতাব জিতেছে। আমরা পাকিস্তান এসএ গেমসেও তাদের কাছ থেকে স্বর্ণপদক আশা করি।’
১৯৮৪ সালে শুরু হওয়া দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশর ফুটবলে একবারই স্বর্ণপদক জিতেছিল। তাও আবার ১৯৯৯ সালে কাঠমান্ডুতে। ওই বছর আলফাজ আহমেদরা ফুটবলে সেরা হলেও ২০১৯ সালে সেই কাঠমান্ডুতেই জামাল ভুইয়ারা ব্রোঞ্জপদক পেয়েছিলেন। সবশেষ এসএ গেমসে সাবিনা খাতুনরা খেলতে না পারলেও এর আগের আসর গৌহাাটি-শিলং গেমসে ঠিকই খেলেছিলেন। মূলত বাফুফের সাবেক ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলির সিদ্ধান্তেই নেপাল গেমসে খেলা হয়নি সাবিনাদের।
পাকিস্তান গেমসকে সামনে রেখে কাল ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, রাগবি ও বাস্কেটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিওএ কর্তারা। অন্য সাত ফেডারেশনের কর্মকর্তা থাকলেও দুই শীর্ষ ফেডারেশন বাফুফে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একজন এক্সিকিউটিভ পাঠিয়েছে। বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার জামাল বাবু বলেন,‘এএস গেমসের গত আসরে নারী ও পুরুষ দুই বিভাগেই আমাদের স্বর্ণ ছিল। এবারও সে লক্ষ্যে প্রস্তুতি থাকবে। আমরা বিওএ’র কাছে অনুরোধ করেছি কোচিং স্টাফের সংখ্যা যেন বাড়ানো হয়।’ বিসিবির মতো বাফুফেও কোচিং স্টাফের পাশাপাশি খেলোয়াড় সংখ্যা বাড়ানোর দাবি করেছে। আন্তর্জাতিক ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও গেমসে তা হয় ২০ জনের। দেশের আরেক শীর্ষ ডিসিপ্লিন হকি আসন্ন এসএ গেমসের প্রস্তুতির জন্য প্রায় অর্ধ কোটি টাকার বাজেট করেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল রিয়াজুল হাসান (অব) বলেন,‘হকি সরঞ্জাম অনেক ব্যয়বহুল। আমরা সরঞ্জাম ব্যয় প্রদানের অনুরোধ করেছি। পাশাপাশি আমরা গেমসের একটা বাজেট আনুষ্ঠানিকভাবে প্রদান করবো।’
হ্যান্ডবল ফেডারেশন প্রায় প্রতি মাসেই নানা আয়োজন করে থাকে। ঘরোয়া পর্যায়ে নিয়মিত খেলার প্রচলন থাকলেও আন্তর্জাতিক অংশগ্রহণ তাদের খুবই কম। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বলেন,‘আমরা পাকিস্তান এসএ গেমসের জন্য ক্যাম্প শুরু করতে চাই। নিজেদের উদ্যেগের পাশাপাশি বিওএ থেকেও সহায়তা চাই।’
বাস্কেটবল ফেডারেশনের নিজস্ব কোনো ভেন্যু নেই। তাই পাকিস্তান গেমসের আগে তারা তিন মাস বিকেএসপি ও এক মাস মিরপুর ইনডোরে প্রস্তুতি নিতে চায়। বিকেএসপির ক্যাম্প করার জন্য বিওএর সহায়তা চেয়েছে ফেডারেশনটি। আরো কয়েক ফেডারেশনের মতো বাস্কেটবলও বিদেশি কোচের সহায়তা চেয়েছে। জাতীয় খেলা কাবাডি ছাড়াও ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা পদক জয়ের আশা ব্যক্ত করেন কালকের সভায়। পাকিস্তান এসএ গেমসের জন্য বিওএ দুই ধাপে ২৫ ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছে। ফেডারেশনগুলোর প্রস্তাব ২৩ এপ্রিল বিওএ নির্বাহী কমিটির সভায় পর্যালোচনা হবে। সেই সভার পর সরকারের কাছে বাজেট ও গেমসের ভেন্যু সংক্রান্ত সহায়তা চাইবে বিওএ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আ. লীগের লোকজনের পুর্ণবাসন হচ্ছে: ড. আসাদুজ্জামান রিপন

পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে ভারত-পাকিস্তান সংঘর্ষ, দাবি মার্কিন গোয়েন্দাদের

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সংবাদ প্রকাশে তেলে বেগুনে জ্বলে উঠলেন স্বাস্থ্য কর্মকর্তা, ৪ সাংবাদিককে লিগ্যাল নোটিশ

ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা

আইনের ব্যত্যয় ঘটিয়ে বারে র্যাবের অভিযান

হাকিমপুরে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের হাতে ৭ জন গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো ফেনীর সাকিবের পাশে তারেক রহমান

ফের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানালেন সারজিস আলম

শহীদ স্বজনদের বুকফাটা কান্নায় স্তব্ধ শাহবাগের গোটা পরিবেশ

যুক্তরাষ্ট্রের বিচারক হান্না ডুগানকে এফবিআই গ্রেপ্তার করেছে

প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ

ব্রাহ্মণবাড়িয়া তৃণমূলের মতামতে নয়, চাপিয়ে দেওয়া কমিটির দিকে হাঁটছে বিএনপি!

সাভারে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেল ১২ শিশু

পুরুষদের পর্দার বিধান প্রসঙ্গে।

বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ!

খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই রাষ্ট্রটি মেরামত করার : খন্দকার মুক্তাদির

ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিলের দাবিতে কক্সবাজারে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

জকিগঞ্জে পতিত জমি চাষে আগ্রহী চাষীরা: এসডিএস-এর উদ্যোগে মতবিনিময় সভা