রোমাঞ্চকর ফাইনাল, পিএসএলের শিরোপা রেখে দিলো লাহোর
১৯ মার্চ ২০২৩, ১০:১৫ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২২ পিএম
ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ব্যাট হাতে ১৫ বলে ৪৪ ও বল হাতে নেন ৫১ রানে ৪ উইকেট। আর টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইহসানুল্লাহ, টুর্নামেন্টে ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেন এই বোলার, স্ট্রাইকরেট মাত্র ১৫.০০! সর্বোচ্চ উইকেট যদিও আব্বাস আফ্রিদির, ২৩টি। আর সর্বাধিক রান রিজওয়ানের, ৫৫০ রান।
পিএসএলের শিরোপা নিজেদের ঘরেই রাখল লাহোর কালান্দার্স। ষোলআনা শিহরণ ছড়ানো ফাইনালে মুলতান সুলতানকে ১ রানে হারিয়ে শিরোপা জিতল শাহিন শাহ আফ্রিদির দল। ইসলামাবাদের পর দ্বিতীয় দল হিসেবে দুটি শিরোপার মালিক বনে গেল লাহোর৷
গাদ্দাফি স্টেডিয়ামে জয়ের জন্য শনিবারের ফাইনালে মুলতানকে ২০১ রানের লক্ষ্য দিয়েছিল লাহোর। জয়ের দৌড়ে বেশ এগিয়েই ছিল মুলতান, জয়ের জন্য যখন চাই ৩ ওভারে ৪১ রান। তখন ১৮তম এক ওভারে ৩ উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ৩৪ রান, ১৯তম ওভারে ২২ রান আসায় শেষ ওভারে ১৪ আর শেষ বলে ৪ রান। তবে ২ রান নিতে পারে মুলতান, ফলে ফের আরো একবার রানার্সআপ হয়েই থাকতে হচ্ছে মোহাম্মদ রিজওয়ানের দলকে।
এদিন টস জিতে ব্যাটিং করতে নেমে মুলতানের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন মির্জা বাগ ও ফখর জামান। মির্জা ১৮ বলে ৩০ ও ফখর আউট হন ৩৪ বলে ৩৯ রানে। এরপর আব্দুল্লাহ শফিক ৪০ বলে ৬৫ রান করলেও সিকান্দার রাজা ও ভাট্টি হতাশ করেন সমর্থকদের। তবে ছয় নম্বরে ব্যাট করতে নেমে চমকে দেন শাহীন আফ্রিদি, ১৫ বলে ২ চার আর পাঁচ ছক্কায় খেলেন অপরাজিত ৪৪ রানের ইনিংস। সুবাদে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২০০ রানের সংগ্রহ পায় লাহোর।
জবাবে ব্যাট করতে নেমে উসমাম খানের উইকেট হারালেও ১০ ওভারেই ১০০ রান তুলে ফেলে মুলতান। রিজওয়ান ২৩ বলে ৩৪, রাইলি রুশো ৩২ বলে ৫২, টিম ডেভিড ১৬ বলে ২০,, খুশদিল ১২ বলে ২৫ ও পোলার্ড করেন ১৬ বলে ১৯ রান।১৮তম ওভারের আগে মনেই হয়নি মুলতান ম্যাচটা ফসকাতে পারে, হারাতে পারে ম্যাচের নিয়ন্ত্রণ। তবে তাই হয়েছে, শেষ পর্যন্ত ১ রানের ব্যবধানে শিরোপা হাতছাড়া হয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরে নাশকতার অভিযোগে আওয়ামীলীগের দুই কর্মী আটক
যশোরে ব্যবসায়ীর পায়ে গুলি সাবেক এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা থানায় রেকর্ড
যশোরে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল
ইমনের সেঞ্চুরির পরও এগিয়ে খুলনা
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরানো হলো প্রথম আলোর সামনে অবস্থানকারীদের
নাইমের ১৮০, মেট্রোর বড় সংগ্রহ
রাজার বোলিংয়ে অলআউট বরিশাল
দেশের টাকা পাচার করে হাসিনা ও তাঁর দোসররা দেশকে দেউলিয়া করে গেছে পাচারকৃত টাকা উদ্ধারে কাজ করতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’
বিএনপি’র প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক
৫ বছর পর আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪
থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারলেন না শাহাদাত
গণ-অভ্যুত্থানে ঢাবি ভিসির ভূমিকা কী ছিল? জানতে চান ছাত্রদলের সাধারণ সম্পাদক
নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা : রিজভী
ইংরেজিতে দক্ষতা অর্জনে দেশে এলো অ্যাপ ‘পারলো’
সীমান্তর লক্ষ্য এসএ গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক