পাওয়ারপ্লেতে যেখানে সবার ওপরে লিটন
৩০ মার্চ ২০২৩, ১০:০৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৬:১৭ এএম
মিরপুরে ভারতের বিপক্ষে গত বছর ডিসেম্বরে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৯৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। তারপর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে লিটনের ব্যাটে সেভাবে রান দেখা যায়নি। কিন্তু সেটা যে বাঁধে আটকে থাকা পানির বিপুল ¯্রােতের মতো, তা বোঝা গেল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে। ৫৭ ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে লিটন সেই যে রানের ¯্রােত বইয়ে দেওয়া শুরু করলেন, গতপরশু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তা দেখেছে বাংলাদেশ।
শুধু রান করাই নয়, লিটন কতটা দ্রæতলয়ে রান তুলছেন, সে পরিসংখ্যান জানিয়েছে ক্রিকইনফো। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটি জানিয়েছে, ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ৭০০ বল খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে পাওয়ারপ্লেতে লিটনের স্ট্রাইক রেট সর্বোচ্চ। গতপরশু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩ ছক্কা ও ১০ চারে ৪১ বলে ৮৩ রানের ইনিংস খেলেন লিটন। বাংলাদেশের জয়ের পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে দ্রæততম ফিফটির নতুন রেকর্ড গড়েন এই ওপেনার। তারপরই পরিসংখ্যানটি প্রকাশ করেছে ক্রিকইনফো।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাওয়ারপ্লেতে ৬৪ ইনিংস ব্যাটিং করেছেন লিটন। এ সময় তার স্ট্রাইক রেট ১৪২.৫৭—যা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ, হিসাবটি করা হয়েছে অন্তত ৭০০ বল খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যেই। লিটনের পরই আছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। পাওয়ারপ্লেতে ৭৮ ইনিংসে ১৪১.৫১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন লিটন। তৃতীয় আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শাহজাদ- ৬৩ ইনিংসে ১৪০.৪৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।
পাওয়ারপ্লেতে ছক্কাসংখ্যায় ডি কক এগিয়ে। সেটি সম্ভবত পাওয়ারপ্লেতে বাকি দুজনের চেয়ে বেশি ইনিংস খেলার সুযোগ পাওয়ার জন্য। ৫৮ ছক্কা মেরেছেন ডি কক। ৪০ ছক্কা শাহজাদের ও ৩৮টি ছক্কা মেরেছেন লিটন। পরশুই আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে ফিফটি তুলে মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙে ফেলেন লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ৫০০ রান করেছেন, বাংলাদেশের এমন ব্যাটসম্যানদের মধ্যে লিটনের স্ট্রাইক রেটই সর্বোচ্চ— ১৩২.৪৫। এই সংস্করণে ছক্কা মারার হিসেবে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় হিসেবে এদিন ছক্কার ‘ফিফটি’র দেখাও পেয়েছেন লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের ছক্কাসংখ্যা এখন ৫০। সর্বোচ্চ ৬৪ ছক্কা মাহমুদউল্লাহর।
তবে ক্যারিয়ার-স্ট্রাইক রেট বিবেচনা করলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ জায়গায় লিটনের উন্নতির সুযোগ আছে। এই সংস্করণে সেরা ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট আরেকটু বেশি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১০০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৭৫.৭৬ স্ট্রাইক রেট ভারতের স‚র্যকুমার যাদবের। এ তালিকায় শীর্ষ সাত ব্যাটসম্যানেরই স্ট্রাইক রেট ১৫০ এর বেশি। লিটনের স্ট্রাইক রেট অন্তত এক শ চল্লিশের ঘরে উন্নীত হলে লাভটা কিন্তু বাংলাদেশেরই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী