ইসলাম প্রীতিই কাল হলো ইন্দোনেশিয়ার!
৩০ মার্চ ২০২৩, ১০:০৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১২:৫৫ এএম
চলতি বছর অনুষ্ঠিতব্য ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে ইসরায়েলকে খেলতে না দেয়াই কাল হলো ইন্দোনেশিয়ার জন্য। যে কারণে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজকের অধিকার হারালো তারা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতপরশু এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এদিন মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানানোয় এ সিদ্ধান্ত নেয় ফিফা। এক বিবৃতিতে ফিফা জানায়, ‘বর্তমান প্রেক্ষাপটে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৩ এর আয়োজক হিসেবে ইন্দোনেশিয়ার নাম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যত দ্রæত সম্ভব নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতার সময়সূচীতে আপাতত কোনো পরিবর্তন আসছে না।’ বিবৃতিতে সিদ্ধান্তের কারণ সম্পর্কে কিছু না জানালেও ফিফা উল্লেখ করেছে যে, ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএসএসআই) বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে।
আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত ইন্দোনেশিয়ার ৬টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের খেলা। এ আসরে প্রথমবারের মতো ইসরায়েলের অংশ নেয়ার কথা। ইসরায়েল সহ টুর্নামেন্টে ২৪ দেশের যুব দল খেলবে। পিএসএসআইর নির্বাহী কমিটির সদস্য আরিয়া সিনুলিনগা সিএনএনকে জানান, ইন্দোনেশিয়ার এক আঞ্চলিক নেতা ‘ইসরায়েল অংশ নিলে’ টুর্নামেন্ট আয়োজনে তারা অস্বীকৃতি জানাবে। এমন মন্তব্য করার কারণেই মূলত ফিফা এ সিদ্ধান্ত নিয়েছে।
অবকাশ যাপনকেন্দ্র হিসেবে সুপরিচিত বালি দ্বীপের গভর্নর ওয়েইয়ান কোসতার ইন্দোনেশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে এ প্রদেশে ইসরায়েলের খেলায় অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানান। বালির গভর্নর তার চিঠিতে আরও জানান, বালির প্রাদেশিক সরকার ইসরায়েলের অংশগ্রহণে কোনো খেলা আয়োজনে অস্বীকৃতি জানাচ্ছে। চলতি সপ্তাহে বালিতে যুব বিশ্বকাপের ড্র আয়োজনের কথা থাকলেও চলমান পরিস্থিতিতে এ অনুষ্ঠান বাতিল করা হয়। অন‚র্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া ইন্দোনেশিয়ার ফুটবলের জন্য একটি উল্লেখযোগ্য ধাপ ছিল। তবে এই সম্মান হারানোতে ফুটবল বিশ্বে দেশটির ভাবম‚র্তি ক্ষুন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার রক্ষণশীল মুসলমানদের মাঝে ইসরায়েল বিরোধী মনোভাব প্রকট। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক ক‚টনৈতিক সম্পর্ক নেই। ২৭ কোটি মানুষের দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগোষ্ঠীকে সমর্থন করে। এ মাসের শুরুর দিকে রাজধানী জাকার্তায় ইসরায়েলকে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেন অসংখ্য মানুষ। গত সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ‘জোকোউই’ উইদোদো টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন এবং একইসঙ্গে জানান, দেশটিকে ফিফার নীতিমালা মেনে চলতে হবে।
পিএসএসআই সভাপতি এরিক থোহির জানান, তিনি ইন্দোনেশিয়ার বিষয়টি নিয়ে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনা করেছেন। ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আরিয়া আরও জানান, দেশটির ফুটবল স¤প্রদায় ফিফার এ সিদ্ধান্তে ‘চরম হতাশাগ্রস্ত’ এবং কর্মকর্তারা আরও বিধিনিষেধ আরোপ না করার জন্য ফিফার কাছে তদবির করছেন। তিনি বলেন, ‘সর্বোচ্চ বিধিনিষেধ হতে পারে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইন্দোনেশিয়ার জাতীয় দলের নিষিদ্ধ হওয়া এবং দেশটির ফুটবল লীগের স্বীকৃতি প্রত্যাহার করে নেওয়া।’ ফিফার বিবৃতিতে জানানো হয়,খুব শিঘ্রই ফিফার সভাপতি এবং পিএসএসআইর সভাপতি পরবর্তী আলোচনার জন্য সভায় বসবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজার হাসপাতাল ও ত্রাণ বহরে ইসরায়েলি হামলা, নিহত আরও ৫৮ ফিলিস্তিনি
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪