সালাউদ্দিনের কথায় পাপনের প্রতিক্রিয়া!
০৭ এপ্রিল ২০২৩, ০৯:৫৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৮ পিএম

অর্থ সংকট দেখিয়ে প্যারিস অলিম্পিক গেমস ফুটবলের বাছাই পর্ব খেলতে মিয়ানমারে জাতীয় নারী দলকে পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিস্তর প্রতিবেদন প্রকাশ ও প্রচার হয়েছে দেশের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায়। যে কারণে নিজেদের অবস্থান পরিস্কার করতে গত সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। এখানেই গণমাধ্যমের সামনে বিষয়টির ব্যাখ্যা দেন বাফুফের সভাপতি কাজী মো.সালাউদ্দিন। তিনি অকপটে স্বীকার করেন- অর্থ সংকটে মেয়েদের মিয়ানমারে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো উচিত ছিল তার। প্রধানমন্ত্রীকে না জানানোটা তার ভুল ছিল। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই খেলাধুলার প্রতি অন্তঃপ্রাণ। ফুটবলবোদ্ধাদের মতে, বিষয়টি ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীকে জানালে মেয়েদের মিয়ানমারে যাওয়ার একটা ব্যবস্থা হতোই। কিন্তু অজানা কারণে বাফুফে সভাপতি তা করেননি। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি আসতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ইঙ্গিত করে খোঁচা দেন সালাউদ্দিন। বিসিবি সভাপতির ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাপনকে কটাক্ষ করে সালাউদ্দিন বলেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়েছেন। আমি ওই রকম না। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমি ওই নাটক করতে পারবো না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি। আমি লোক দেখানো কাজ করতে পারবো না।’
চার দিন পর সালাউদ্দিনের কথার প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেন,‘দেখেন, সাধারণ জিনিস এটা। প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি ফোন ধরবোই। আমি জানি না, এটা নিয়ে কেন সে (সালাউদ্দিন) কথা বলেছে। এ নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না।’
বিসিবির সভাপতি যোগ করেন,‘টাকা কোথায় গেছে সেই প্রশ্ন করাতেই আসলে খেপেছেন সালাউদ্দিন। সাংবাদিকদের উদ্দেশ্যে বিসিবি সভাপতির কৌশলী মন্তব্য, ‘আমার মনে হয় সমস্যাটা আপনাদের, আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন। আপনারা হিসাব চাচ্ছেন, টাকা কী করেছে। আপনারা এমন প্রশ্ন করতে যান কেন? এটা করলে তো উনার মাথা খারাপ হবেই, এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন? করলে মাথা কি ঠিক থাকবে? তবে এটা সত্যি যে, টাকার অভাব দেখিয়ে অলিম্পিক গেমসের বাছাই পর্ব খেলতে মেয়েদের মিয়ানমারে না পাঠানোটা লজ্জাজনক।’
পাপনের ‘ব্যাকগ্রাউন্ড’ নিয়ে প্রশ্ন তোলা প্রসঙ্গে বিসিবি সভাপতি বাফুফের সভাপতি সালাউদ্দিনকে একহাত নিয়েছেন,‘সব জায়গাতেই সব রকমের জিনিস আছে। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড। এখন সব ফুটবলার...ফুটবল ব্যাকগ্রাউন্ড মানেই কি নির্লজ্জ, বেহায়া, অহংকারী এটা বলা যাবে? তো- ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পর্ক কী, আমি জানি। এটা ব্যক্তির ব্যাপার। তবে আপনারা এসব প্রশ্ন না করাই ভালো।’ পাপন আরও বলেন,‘যে যত কথাই বলুক- আমার এগুলো নিয়ে মন খারাপ হওয়ার বা চিন্তা করার প্রশ্নই উঠে না। কথা কে বলছে সেটা আসলে বড় কথা। এ ধরনের লোক বললে কিছু যায় আসে না আমার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সিলভার মাইলফলক ম্যাচে সিটিকে জেতালেন ডি ব্রুইনা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য পূ্র্ণশক্তির ইংল্যান্ডের দল ঘোষণা

হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন দেম্বেলে, মাঠে ফিরবেন কবে?

বীমা খাতে ব্যতিক্রম কাজিম উদ্দিন, ন্যাশনাল লাইফের নানা অর্জন

কাল বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী

কুষ্টিয়ার দৌলতপুরে ডেভিল হান্ট অপারেশনে ইউপি সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

শেরপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ

মতলবে দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যু

ছোট ভাইয়ের খুনি বড় ভাইকে ধরলো পুলিশ !

ভারতীয় মদসহ সিলেটে এক ব্যক্তিকে আটক করলো জৈন্তাপুর থানা পুলিশ

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী গণজাগরণের বহিঃপ্রকাশ ঘটবে কাল হেফাজতে ইসলাম বাংলাদেশ

চীনের সঙ্গে লড়বে ভারত! দাপুটে সেনার ভূমিকায় সালমান!

মোদির 'ফলস ফ্লাগ নাটক' সুপার ফ্লপ: ব্যর্থ বৈশ্বিক সমর্থন আদায়ে

জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে

খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী

নির্বাচন নিয়ে বিএনপির আরো সচেতন হওয়া উচিত

করিডোরের সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকেই আসতে হবে

ভিক্টরি ডে’সহ ছুটির দিনগুলোর নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের

হজযাত্রীদের ভোগান্তি লাঘবে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে হজ প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ