আজমপুর রুখে দিলো কিংসকে, আবাহনীর জয়
০৭ এপ্রিল ২০২৩, ১০:০২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৮ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগের শুরু দিনই হোঁচট খেল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে ঠিকই জয় তুলে নিলো লিগের ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। শুক্রবার বিকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের এগারোতম ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংসকে রুখে নিয়েছে পয়েন্ট টেবিলের তলানীর দল নবাগত আজমপুর ফুটবল ক্লাব উত্তরা। ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়।
ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে তারা গোল আদায় করে নিলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ম্যাচের ৫৭ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা (১-০)। তবে পিছিয়ে পড়েও বুক উচিঁয়ে লড়াই করেন আজমপুরের ফুটবলাররা। ফলোশ্রæতিতে হারতে হারতেও এক পয়েন্ট ঠিকই আদায় করে নেয় নবাগত দলটি। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৫মিনিট) আজমপুরের বদলি ফরোয়ার্ড সাকিব বেপারি দারুণ গোল করে দলকে সমতা এনে দেন (১-১)। তার এই গোলের পরই রেফারি শেষ বাঁশি বাজান। ফলে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আজমপুর ফুটবল ক্লাব উত্তরা। ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হওয়ায় ১১ খেলায় দশ জয় ও এক ড্রতে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে বসুন্ধরা। সমান ম্যাচে তিন ড্র ও আট হারে মাত্র ৩ পয়েন্ট পাওয়া আজমপুরের অবস্থান সবার শেষে।
এদিন রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে নবাগত ফর্টিজ ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারায় ঢাকা আবাহনী। বিজয়ী দলের হয়ে কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস ও নাইজেরিয়ান ফরোয়ার্ড নোরাহ একটি করে গোল করেন। প্রথম লেগে দুই দলের লড়াইটি ১-১ ব্যবধানে ড্র ছিল।
শুক্রবার ম্যাচের ৯ মিনিটে কলিন্দ্রেসের বক্সের বাইরে থেকে করা জোরালো শটে এগিয়ে যায় আবাহনী (১-০)। ১৩ মিনিটে আবাহনী ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড নোরাহ। এসময় ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে সাইড ভলিতে গোল করেন তিনি (২-০)।
ম্যাচ জিতে এগারো খেলায় সাত জয়, তিন ড্র ও এক হারে ২৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান ম্যাচে দুই জয়, ছয় ড্র ও তিন হারে ১২ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে ফর্টিস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সিলভার মাইলফলক ম্যাচে সিটিকে জেতালেন ডি ব্রুইনা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য পূ্র্ণশক্তির ইংল্যান্ডের দল ঘোষণা

হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন দেম্বেলে, মাঠে ফিরবেন কবে?

বীমা খাতে ব্যতিক্রম কাজিম উদ্দিন, ন্যাশনাল লাইফের নানা অর্জন

কাল বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী

কুষ্টিয়ার দৌলতপুরে ডেভিল হান্ট অপারেশনে ইউপি সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

শেরপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ

মতলবে দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যু

ছোট ভাইয়ের খুনি বড় ভাইকে ধরলো পুলিশ !

ভারতীয় মদসহ সিলেটে এক ব্যক্তিকে আটক করলো জৈন্তাপুর থানা পুলিশ

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী গণজাগরণের বহিঃপ্রকাশ ঘটবে কাল হেফাজতে ইসলাম বাংলাদেশ

চীনের সঙ্গে লড়বে ভারত! দাপুটে সেনার ভূমিকায় সালমান!

মোদির 'ফলস ফ্লাগ নাটক' সুপার ফ্লপ: ব্যর্থ বৈশ্বিক সমর্থন আদায়ে

জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে

খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী

নির্বাচন নিয়ে বিএনপির আরো সচেতন হওয়া উচিত

করিডোরের সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকেই আসতে হবে

ভিক্টরি ডে’সহ ছুটির দিনগুলোর নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের

হজযাত্রীদের ভোগান্তি লাঘবে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে হজ প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ