জয়ের মতো বোলিং আক্রমণ আমাদের আছে: শান্ত
২৮ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী নাজমুল হোসেন শান্ত। এজন্য প্রয়োজনীয় বোলিং আক্রমণ দলে আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে মঙ্গলবার সিলেটে সকাল ন’টায়। ২০১৩ সালের পর বাংলাদেশের মাটিতে এটিই দু’দলের প্রথম টেস্ট।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সোমবার শান্ত বলেন, ‘ঘরের মাঠে টেস্ট জয়ের জন্য যথেষ্ট ভালো বোলিং আক্রমন আমাদের আছে। আসলে এটিকে (ঘরে টেস্ট ম্যাচ জয়) আমাদের অভ্যাসে পরিণত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই মুহুর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ঘরের মাঠে টেস্ট জয়। তারপর আমরা চিন্তা করবো, কিভাবে ঘরের বাইরে টেস্ট ম্যাচ জিততে পারি।’
ইনজুরি আক্রান্ত অধিনায়ক সাকিব আল হাসান, দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেনসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে খেলছেন না সিনিয়র ওপেনার তামিম ইকবালও। পিতৃত্বকালীন ছুটিতে আছেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন দাস।
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের দু’টি ম্যাচসহ বাংলদেশকে তিন ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া শান্তকেই টেস্টের দায়িত্ব দিয়েছে বিসিবি।
অধিনায়ক হিসাবে বড় ফরম্যাটে প্রথমবার নেতৃত্ব দিবেন শান্ত। অভিজ্ঞতায় ভরপুর নিউজিল্যান্ড দলের বিপক্ষে একটি অনভিজ্ঞ দল পেয়েছেন শান্ত। তবে তার কাছে এটি সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে নিজেদের সামর্থ্য দেখানোর সেরা সুযোগ তরুণদের।
শান্ত বলেন, ‘একটা সময় আসবে যখন এই সিনিয়র খেলোয়াড়রা ক্রিকেট খেলবে না। এর মানে হলো, সাকিব আল হাসান-তামিম ইকবাল-মাহমুদুল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমের মতো যারা এখনও খেলছেন তারা ক্রিকেট থেকে অবসর নিবেন। এজন্য নিজেদেরকে আরও শক্তভাবে প্রমানের জন্য ভালো সুযোগ তরুণ খেলোয়াড়দের সামনে। এটি তাদের জন্য একটি সুযোগ এবং আমি বিশ্বাস করি, ভালো পারফরমেন্স প্রদর্শনের করে সামনের দিকে এগিয়ে যাবে তারা।’
শান্ত আরও জানান, দলে নিজেদের জায়গা পাকা করতে এই সুযোগটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত তরুণদের।
গত জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫৪৬ রানের রেকর্ড জয়ে দুর্দান্ত সেঞ্চুরিতে দলের জয়ে অবদান রাখা শান্ত বলেন, ‘এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত তরুণ খেলোয়াড়দের। আমি বিশ্বাস করি, সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন ভালোভাবে প্রস্তুত সব খেলোয়াড়ই। আমি মনে করি, সেভাবেই পরিকল্পনা করবে তারা।’
প্রথম অনুশীলনে এসে সিলেটের উইকেটে কিছুটা ঘাষ দেখে বিস্মিত হয়েছিলো নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বাংলাদেশের অন্যান্য ভেন্যুগুলোর থেকে এখানকার উইকেট অনেকটাই ভিন্ন। তবে ব্ল্যাক-ক্যাপদের বিপক্ষে প্রথম টেস্টে কি ধরনের উইকেট হবে তা জানাতে রাজি হননি শান্ত।
তিনি বলেন, ‘আমি মনে করি না, উইকেট সম্পর্কে কিছু বলা ঠিক হবে। আগামীকাল সবাই দেখতে পাবেন। আমরা খেলোয়াড়রা যতটা সম্ভব উইকেট সম্পর্কে ধারণা নিয়েছি। আমাদের যা শক্তি আছে, সেটি ব্যবহার করে ভালো পারফরমেন্স করার চেষ্টা করবো।’
সাকিব এবং তামিম নিজেদের ক্যারিয়ারের গোঁধুলি বেলায় এবং লিটন আগ্রহী না থাকায় বাংলাদেশের সব ফরম্যাটের পরবর্তীতে অধিনায়ক হিসাবে শান্তকে বিবেচনা করা হচ্ছে। দলকে নেতৃত্ব দিতে আগ্রহী শান্ত নিজেও। তিনি জানিয়েছেন, পরবর্তী অধিনায়ককে অনেক সময় দেওয়াই ভালো হবে।
শান্ত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সব ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিতে পারি আমি। দীর্ঘমেয়াদে অধিনায়ক হিসেবে পরিকল্পনা করা যে কারও পক্ষে সহজ। পরবর্তী অধিনায়ক হিসেবে যিনি আসবেন, সে যদি লম্বা দীর্ঘ সময় পায়, তাহলে তার জন্য ভালো হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের