বঙ্গবন্ধু কাপ কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ
২১ মার্চ ২০২৩, ০৪:৫৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৭ পিএম
নিজেদের মাঠে যে কোন আন্তর্জাতিক ক্রীড়া আসরের শিরোপা জেতার আনন্দই আলাদা। আর তা যদি হয় টানা তিন বার, তাহলে তো সেটার মাহাত্মই ভিন্ন। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে সেই দৃষ্টান্তই স্থাপন করলো বাংলাদেশ জাতীয় কাবাডি দল। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরের ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুললো স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চাইনিজ তাইপেকে তিনটি লোনাসহ ৪২-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজরা। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে ২০-১৪ পয়েন্টে এগিয়েছিল।
এবারের টুর্নামেন্টের শেষ চারে সোমবার থাইল্যান্ডকে হারানোর পরই আসন্ন বিশ্বকাপ ও হ্যাংজু এশিয়ান গেমস কাবাডিতে খেলার যোগ্যতা অর্জনের সুখবর পেয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার চ্যাম্পিয়ন হয়ে দেশবাসীকে আরেকটি ট্রফি উপহার দিলেন জাতীয় দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াতের শিষ্যরা। এর আগে ২০২১ ও ২০২২ সালের ফাইনালে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে এবার কেনিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। নতুন দল হিসেবে চাইনিজ তাইপে দারুণ পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনালে লাল-সবুজদের অকুণ্ঠ সমর্থন জোগাতে শহীদ নূর হোসেন স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। দু’দলই ধীরস্থির-সর্তক ভঙ্গিতে শুরু করে। বোনাস পয়েন্ট পাওয়ার মাধ্যমে পয়েন্টের খাতা খোলে বাংলাদেশ। এরপর সংগ্রহ করে আরেকটি পয়েন্ট। তবে টানা ২ পয়েন্ট পেয়ে দ্রুতই সমতায় ফেরে চাইনিজ তাইপে। মিজানুর রহমান রেইড দিয়ে সফল হলে আবারও লিড নেয় স্বাগতিকরা (৩-২)। তবে পিছিয়ে থাকেনি তাইপেও। সমানতালে খেলে কখনও সমতায় ফেরে, কখনও আবার এগিয়েও যায় তারা (৫-৪)। একপর্যায়ে ১০-৯ পয়েন্টে পিছিয়ে থাকার পর ১০-১০ এ সমতা আনে স্বাগতিকরা। এরপরেই ম্যাচের ১৪ মিনিটের সময় তাইপেকে প্রথমবারের মতো অলআউট করে বাংলাদেশ। ১৪-১০ পয়েন্টে এগিয়ে যায় তারা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে।
এই ম্যাচে স্বাগতিকরা রেইডের চেয়ে বেশি সফল হয় ক্যাচারের ভূমিকায়। মূলত তুহিনদের অভিজ্ঞতার কাছেই হার মানে চাইনিজ তাইপে। প্রথমার্ধে ২০-১৪ পয়েন্টে লিড নিয়ে বিরতিতে যায় চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো ২২ ও তাইপে ১৪ পয়েন্ট তুলে নেয়। অধিনায়ক তুহিনের রেইডে লোনা ও বোনাস মিলিয়ে ৪ পয়েন্ট পেয়ে বাংলাদেশ এগিয়ে যায় ২৪-১৪ পয়েন্টে। মিজানুর, আরদুজ্জামান ও তুহিনের একের পর এক সফল রেইড ও দলগত নৈপুণ্যে নিজেদের পয়েন্ট আরো বাড়িয়ে নিতে থাকে লাল-সবুজরা। এক পর্যায়ে তুহিনের রেইডে তৃতীয় লোনা পেয়ে যায় বাংলাদেশ (৩৭-২১)। তখনই মোটামুটি নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের হ্যাটট্রিক শিরোপা জয়। ফলে একটু হাল্কা মেজাজে খেলতে থাকে তারা। এটাকে কাজে লাগিয়ে দ্রুত কয়েকটি পয়েন্ট আদায় করে নেয় তাইপে। শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ আড়াই মিনিট রেইড দিতে গিয়ে কোন চাপ নেয়নি বাংলাদেশ। বরং কৌশলগত কারণে ধীরগতিতে খেলে সময় পার করে তারা। ম্যাচের শেষ রেইড দেন তুহিন। তখনই খেলা শেষের বাঁশি বাজতেই দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। শিরোপা জয়ের পর বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার দর্শনীয়ভাবে ডিগবাজি খান। স্বাগতিক দলের খেলোয়াড়রা পরস্পরকে জড়িয়ে ধরেন। লাউড স্পিকারে গান বেজে ওঠে,‘জয় বাংলা, বাংলার জয় ...’। জাতীয় পতাকা হাতে নিয়ে দৌড়ে মাঠ প্রদক্ষিণ করেন তুহিনরা। ফাইনাল জিতে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার বলেন,‘এই চ্যাম্পিয়ন ট্রফি আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে উৎসর্গ করছি।’
ম্যান অব দ্য ফাইনাল ও সেরা ক্যাচারের পুরস্কার পান তুহিন তরফদার। ট্রফি ছাড়াও তিনি ২৫ হাজার টাকার প্রাইজমানি পান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা রেইডারের পুরস্কার জেতেন স্বাগতিক দলের মিজানুর রহমান। ট্রফির সঙ্গে তাকে দেয়া হয় ৩০ হাজার টাকার প্রাইজমানি। সেমিফাইনালিস্ট দুই দল থাইল্যান্ড ও ইরাক যুগ্মভাবে তৃতীয় স্থানের ট্রফি পায়।
ফাইনাল শেষে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্সআপ চাইনিজ তাইপের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভাম মুনিস্বামী, এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘোষিত হলো ৯৭ তম অস্কারের মনোনয়ন: দেখে নিন সম্পূর্ণ তালিকা
জুলাই বিপ্লবে আহত সাতজনকে পাঠানো হলো সিঙ্গাপুরে
জন কেনেডি, রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিং হত্যার গোপন নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের
শুধু হাসিনা না হাসিনার দলও চিরতরে প্যাকেট হয়ে গেছে
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ২০ জেলে নিহত
গাজায় সংঘটিত মানবিক বিপর্যয় দেখতে নিরাপত্তা পরিষদকে আমন্ত্রণ ফিলিস্তিনের
সৈয়দপুরে ঘন কুয়াশায় আলু ও বোরো বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক
মায়ের জানাজায় গিয়ে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন
মিটার সংকটে মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস, ভোগান্তিতে গ্রাহক
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনার নিহত ১ কলেজ শিক্ষার্থীসহ আহত ৬
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মচারীর আত্মহত্যা
ভারতের জন্য ট্রাম্প ২.০ এর আশার সম্ভাবনা কি স্তিমিত ?
ব্যাংককে বায়ুদূষণের কারণে ২০০ স্কুল বন্ধ
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ
দেশের সব বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত
গাজীপুরে টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
পশ্চিমতীরে অভিযান বন্ধ না করলে ফের ক্ষেপণাস্ত্র হামলা হবে : হুমকি হুতিদের
শেখ হাসিনার অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ‘ভুয়া’: ড. মুহাম্মদ ইউনূস