সংবর্ধনায় সিক্ত হলেন রশিদ-আদেল-সাঈদরা
০৩ এপ্রিল ২০২৩, ০৯:৪৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম
গত মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কংগ্রেস ও নির্বাচন। নির্বাচনে এএইচএফের নির্বাহী কমিটির বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) দুই সহ-সভাপতি যথাক্রমে আব্দুর রশিদ শিকদার, সাজেদ এ এ আদেল ও সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। এএইচএফের নতুন নির্বাহী কমিটিতে আগামী চার বছরের জন্য সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মমিনুল হক সাঈদ। সদস্য হয়েছেন রশিদ শিকদার এবং উপদেষ্টা মনোনীত হয়েছেন সাজেদ এ এ আদেল। এএইচএফর বিভিন্ন পদে নির্বাচিত বাহফের এই তিন কর্মকর্তাকে সোমবার দুপুরে সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ফেডারেশনের নির্বাহী কমিটির কর্মকর্তা, জাতীয় দলে সাবেক খেলোয়াড়, বিভিন্ন ক্লাব প্রতিনিধিগণ ও বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আড়ম্বরপূর্ণ এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বাহফের পক্ষ থেকে সাঈদ, রশিদ এবং সাজেদ আদেলকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়। একইভাবে জাতীয় দলে সাবেক খেলোয়াড়, বিভিন্ন ক্লাব প্রতিনিধিগণ,বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা এএইচএফের নব-নির্বাচিত তিন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন।
গত ২২ ও ২৩ মার্চ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এএইচএফের কংগ্রেস শেষে নির্বাচনে সহ-সভাপতি পদে একেএম মমিনুল হক সাঈদ সর্বোচ্চ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এশিয়ান হকিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ পদপ্রাপ্তি। এাড়া দেশের হকিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এশিয়ান হকি ফেডারেশনের পক্ষ থেকে সাঈদকে অর্ডার অব মেরিট অ্যাওয়ার্ড দেয়া হয়। একই কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাহফের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এএইচএফের সদস্য নির্বাচিত হলেন তিনি। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশনের আরেক সহ-সভাপতি বর্ষীয়ান সংগঠক সাজেদ এএ আদেল এএইচএফের উপদেষ্টা নির্বাচিত হয়ে বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক অঙ্গনে আলোকিত করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মমিনুল হক সাঈদ বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পর স্বাধীনতার মাসেই বাংলাদেশ আরো একটি জায়গায় তার সর্বোচ্চ সম্মানটুকু পেল। এই অর্জনে আমার নাম যুক্ত হওয়ার আমি যত না আনন্দিত, তার চেয়েও বেশি আনন্দিত আমার দেশকে আমি এশিয়ান হকি ফেডারেশনের কংগ্রেসে প্রতিনিধিত্ব করেছি। আমার দেশকে, আমার জাতীয় পতাককে এশিয়ার সর্বোচ্চস্থানে নিয়ে গিয়ে সেখান থেকে সর্বোচ্চ ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছি। এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে আমি সহ-সভাপতি নির্বাচিত হওয়া ছাড়াও রশিদ শিকদার ভাই সদস্য এবং সাজেদ এ এ আদেল ভাই উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন। এই আনন্দ, অনুভূতি ভাষায় প্রকাশের চেয়ে দায়িত্ব পালনের রেশটা অনেক বেশি।’
রশিদ শিকদার বলেন, ‘এই নিয়ে তিনবার আমি এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছি। অন্যান্যবারের চেয়ে এবারের অনুভূতিটা একেবারেই ভিন্ন। কারণ আমাদের হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ-এর সহ-সভাপতি নির্বাচিত হওয়াটা এটাকে ভিন্ন মাত্রা দিয়েছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা