সংবর্ধনায় সিক্ত হলেন রশিদ-আদেল-সাঈদরা
০৩ এপ্রিল ২০২৩, ০৯:৪৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম

গত মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কংগ্রেস ও নির্বাচন। নির্বাচনে এএইচএফের নির্বাহী কমিটির বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) দুই সহ-সভাপতি যথাক্রমে আব্দুর রশিদ শিকদার, সাজেদ এ এ আদেল ও সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। এএইচএফের নতুন নির্বাহী কমিটিতে আগামী চার বছরের জন্য সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মমিনুল হক সাঈদ। সদস্য হয়েছেন রশিদ শিকদার এবং উপদেষ্টা মনোনীত হয়েছেন সাজেদ এ এ আদেল। এএইচএফর বিভিন্ন পদে নির্বাচিত বাহফের এই তিন কর্মকর্তাকে সোমবার দুপুরে সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ফেডারেশনের নির্বাহী কমিটির কর্মকর্তা, জাতীয় দলে সাবেক খেলোয়াড়, বিভিন্ন ক্লাব প্রতিনিধিগণ ও বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আড়ম্বরপূর্ণ এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বাহফের পক্ষ থেকে সাঈদ, রশিদ এবং সাজেদ আদেলকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়। একইভাবে জাতীয় দলে সাবেক খেলোয়াড়, বিভিন্ন ক্লাব প্রতিনিধিগণ,বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা এএইচএফের নব-নির্বাচিত তিন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন।
গত ২২ ও ২৩ মার্চ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এএইচএফের কংগ্রেস শেষে নির্বাচনে সহ-সভাপতি পদে একেএম মমিনুল হক সাঈদ সর্বোচ্চ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এশিয়ান হকিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ পদপ্রাপ্তি। এাড়া দেশের হকিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এশিয়ান হকি ফেডারেশনের পক্ষ থেকে সাঈদকে অর্ডার অব মেরিট অ্যাওয়ার্ড দেয়া হয়। একই কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাহফের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এএইচএফের সদস্য নির্বাচিত হলেন তিনি। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশনের আরেক সহ-সভাপতি বর্ষীয়ান সংগঠক সাজেদ এএ আদেল এএইচএফের উপদেষ্টা নির্বাচিত হয়ে বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক অঙ্গনে আলোকিত করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মমিনুল হক সাঈদ বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পর স্বাধীনতার মাসেই বাংলাদেশ আরো একটি জায়গায় তার সর্বোচ্চ সম্মানটুকু পেল। এই অর্জনে আমার নাম যুক্ত হওয়ার আমি যত না আনন্দিত, তার চেয়েও বেশি আনন্দিত আমার দেশকে আমি এশিয়ান হকি ফেডারেশনের কংগ্রেসে প্রতিনিধিত্ব করেছি। আমার দেশকে, আমার জাতীয় পতাককে এশিয়ার সর্বোচ্চস্থানে নিয়ে গিয়ে সেখান থেকে সর্বোচ্চ ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছি। এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে আমি সহ-সভাপতি নির্বাচিত হওয়া ছাড়াও রশিদ শিকদার ভাই সদস্য এবং সাজেদ এ এ আদেল ভাই উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন। এই আনন্দ, অনুভূতি ভাষায় প্রকাশের চেয়ে দায়িত্ব পালনের রেশটা অনেক বেশি।’
রশিদ শিকদার বলেন, ‘এই নিয়ে তিনবার আমি এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছি। অন্যান্যবারের চেয়ে এবারের অনুভূতিটা একেবারেই ভিন্ন। কারণ আমাদের হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ-এর সহ-সভাপতি নির্বাচিত হওয়াটা এটাকে ভিন্ন মাত্রা দিয়েছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

শাপলা গনহত্যার বিচারের দাবীতে কাল সিলেটে শিবিরের মানব প্রাচীর

আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রীর বিষপানে মৃত্যু, মাদ্রাসার প্রিন্সিপাল আটক

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে কর্ণাটক ও বিহারে বিক্ষোভ

৫ মে শাপলা চত্বরে ৯৩ শহীদের তথ্য প্রকাশ করলো হেফাজতে ইসলাম

অর্থাভাবে জবিতে ভর্তি হতে না পারা শিক্ষার্থী মইনুলের পাশে শিবির

টানা ৬ ছক্কার রেকর্ডের পরও ১ রানের হার

সন্তানকে মাদরাসায় পড়ানোর মানত করে না পড়াতে চাওয়া প্রসঙ্গে।

কমিউনিটির ব্যাপক সাড়া নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো অনুষ্ঠিত

পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হত্যা, স্ত্রী আহত

আইটিউনস শীর্ষে ব্যাকস্ট্রিট বয়েজ ও রাসকাল ফ্ল্যাটসের গান

রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে ঢাকার সব হোটেল, রেস্টুরেন্ট ও দোকান

বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে সন্তুষ্ট এডিবি: অর্থ উপদেষ্টা

‘ঈমান ও তাক্বওয়ার সাথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে’

ফর্ম নয়, অভিজ্ঞতার জোরেই দলে শান্ত

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

চট্টগ্রাম ‘ফিটনেস সাগা’ উদ্বোধন

বীভৎস অবতারে ধরা দিলেন মোশাররফ করিম

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের মাদ্রাসা সুপারের মৃত্যু

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক