সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিক চান থুইনু
২৭ এপ্রিল ২০২৩, ০৯:৫৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ পিএম
তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় জয় দিয়েই এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ২৬ এপ্রিল সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় রুমা আক্তার বাহিনী। এবার তাদের লক্ষ্য স্বাগতিক সিঙ্গাপুরকে হারানো। আর সিঙ্গাপুরের বিপক্ষেই হ্যাটট্রিক করার ইচ্ছা বাংলাদেশ দলের প্রতিভাবান ফরোয়ার্ড থুইনু মারমার। আগের ম্যাচে জোড়া গোল করে দলের বড় জয়ে অবদান রেখেছিলেন থ্ইুনু। দল জিতলেও হ্যাটট্রিকের আকাক্সক্ষা অপূর্ণ থেকে যায় তার। তবে আগামী রোববার নিজেদের দ্বিতীয় ও গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে সেই আশা পূরণ করতে চান এই ফরোয়ার্ড। গতকাল সকালে ম্যাচভেন্যু জালান বেসার স্টেডিয়ামে প্রায় দেড় ঘন্টা রিকভারি ট্রেনিং সেশন শেষে এক ভিডিও বার্তায় থুইনু মারমা বলেন, ‘এএফসির টুর্নামেন্টে এই প্রথমবারের মতো বাইরের দেশে খেলতে এসেছি। প্রথম ম্যাচে দুই গোল করতে পেরেছি। তা দলের কাজে লেগেছে। সেটিও আমার জন্যে অনেক আনন্দের। আগামী ম্যাচে নিজের পারফরম্যান্সের আরও উন্নতি করতে চাই। ইচ্ছা আছে হ্যাটট্রিক করারও।’ তিনি যোগ করেন, ‘মাঠে এসে আমাদের উৎসাহিত করার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি দর্শকদের জানাই ধন্যবাদ। শেষ ম্যাচে আরও দর্শকের দেখা পাওয়ার প্রত্যাশা করছি। সাফে আমরা যে অনুশীলন করেছি তা এখানে কাজে লেগেছে। সাফের ভুলগুলো এখানে না করার চেষ্টা করেছি।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের সহ-অধিনায়ক জয়নব বিবি বলেন, ‘গতকালের (বুধবার) ম্যাচটা খেলে অনেক ভালো লেগেছে। সিঙ্গাপুরেও এতো বাংলাদেশি দর্শক থাকবে ভাবতে পারিনি। আশা করি পরের ম্যাচেও আরও বেশি দর্শক আমাদের সমর্থন জানাতে গ্যালারিতে চলে আসবেন।’ সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা জানালেন, বর্তমানে দলে তেমন কোন সমস্যা নেই। তিনি বলেন, ‘দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। তবে প্রীতির পায়ের গোড়ালীতে কিছুটা ব্যথা আছে। আশা করছি এর মধ্যে সে ঠিক হয়ে যাবে এবং রোববারের ম্যাচে প্রীতিকে আমরা পাবো।’ অনন্যা যোগ করেন, ‘আমাদের লক্ষ্য সিঙ্গাপুরে ভালো ফলাফল করে পরবর্তী রাউন্ডে যাওয়া। আমার ধারণা স্বাগতিকদের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ভালো হবে। সব থেকে বড় কথা বিদেশের মাঠে এসে বাংলাদেশের দর্শকদের অনেক সমর্থন পেয়েছি। আগামী ম্যাচেও আরও সমর্থন পাবো আশা করি। ভালো কিছু নিয়েই দেশে ফিরতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘আইএইএ’র নিন্দার পর উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করার ঘোষণা দিলো ইরান
পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
ডিভোর্সের দুদিন পরই নতুন সুখবর এ আর রহমানের
বেনাপোল বন্দরে কম শুল্কে আরও ২ লাখ ৩২ হাজার পিস ডিম খালাস
পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি নিশ্চিতে ডিএনসিসির কমিটি
কুড়িগ্রামের আকাশে হঠাৎ ধুলি ঘূর্ণিঝড়
সিঙ্গাপুরে মাদক পাচারকারীর মৃত্যুদণ্ড কার্যকর
পীরগঞ্জে ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে শহীদদের স্মরণে ' জুলাই অনির্বাণ', ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়েছেন সাধারণ মানুষ
সায়ানাইড প্রয়োগে হত্যায় অভিযুক্ত নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে থাই আদালত
ঢাকায় আসলেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
ইতালি নেদারল্যান্ডস কানাডায় পা রাখলেই গ্রেফতার নেতানিয়াহু
এবার আদানি গ্রুপের সঙ্গে বড় দুটি চুক্তি বাতিল করল কেনিয়া
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৪২
সিলেট সীমান্তে ১ কোটি ২১ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ
চীনে ৮৩ বিলিয়ন ডলারের বিশাল স্বর্ণখনির সন্ধান
টিসিবির তালিকায় আ'লীগের লোকজন বহাল থাকায় সাধারণ মানুষের ক্ষোভ
দৌলতখানে মা -মেয়েকে পিটিয়ে আহত
স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে থামল সীমান্ত এক্সপ্রেস