কলকাতা-গোয়াহাটিতেই বাংলাদেশের ম্যাচ!
০৫ মে ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ১২:০১ এএম
সিলেট থেকে আসামের গোয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব ২১০ কিলোমিটারের মতো। আবার যশোর থেকে কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামের দূরত্ব ১৩০ কিলোমিটারের মতো। সীমান্তের কাঁটাতারের কারণে ভারতের এই দুই স্টেডিয়ামকে অনেক দূরের পথ মনে হতে পারে। তবে সিলেট থেকে মিরপুর স্টেডিয়ামের চেয়ে গোয়াহাটি স্টেডিয়াম কাছে, আবার যশোর থেকে মিরপুর স্টেডিয়ামের চেয়েও কাছে ইডেন গার্ডেনস। বাংলাদেশের সমর্থকরা এবার কলকাতা আর গোয়াহাটি সফরের জন্য তাদের প্রস্তুতি শুরু করতে পারেন। কারণ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচই যে হবে এই দুই ভেন্যুতে!
এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ কলকাতা ও গোয়াহাটিতে আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে, যাতে বাংলাদেশি সমর্থকরা সহজেই টাইগারদের খেলা দেখতে যাতায়াত করতে পারেন। বিশ্বকাপের আর পাঁচ মাস বাকি থাকলেও এখনও সূচি প্রকাশ করা হয়নি। আইপিএল শেষ হওয়ার আগে বিশ্বকাপের সূচি প্রকাশ করার সম্ভাবনাও নেই।
এদিকে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২০১৬ সালের পর প্রথমবার ভারতের মাটিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দর্শকদের চাপের কথা মাথায় রেখে দেশের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামেই এই ম্যাচ আয়োজন করা হবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়। সবকিছু ঠিকঠাক থাকলে ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। এবার ভেন্যু তালিকায় রয়েছে নাগপুর, বেঙ্গালুরু, ত্রিবান্দ্রাম, মুম্বাই, দিল্লী, লক্ষেèৗ, গোয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইনডোর ও ধর্মশালা। শুধু মূল ম্যাচ নয়, প্র্যাকটিস ম্যাচের জন্যও এই ভেন্যুগুলো জায়গা করে নিয়েছে বিসিসিআইয়ের সংক্ষিপ্ত তালিকায়।
বিভাগ : খেলাধুলা