এশিয়ান গেমসে নেই জামালরা
০৬ মে ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম
এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না জামাল ভূঁইয়াদের। তবে সেপ্টেম্বরে চীনের হ্যাংজুতে অনুষ্ঠেয় এই গেমসে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশের নারী ফুটবলাররা। গতকাল সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেনা সদর দপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত বিওএ নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এশিয়ান গেমসের শেফ দ্য মিশন এবং বিওএ’র কোষাধ্যক্ষ একে সরকার বলেন, ‘আজকের (গতকাল) সভায় বাংলাদেশের পুরুষ ফুটবল দলকে বাদ দেয়া হয়েছে। তবে রাখা হয়েছে নারী ফুটবল দলকে। এছাড়া আসন্ন এশিয়ান গেমসে বক্সিংকে অন্তর্ভূক্ত করা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘এশিয়াডগামী অনেক ডিসিপ্লিনই প্রস্তুতির মধ্যে রয়েছে। আমরা কিছু দিনের মধ্যে গেমসের প্রস্তুতির জন্য আনুষ্ঠানিক চিঠি দেব সংশ্লিষ্ট ফেডারেশনকে।’
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ অলিম্পিক ফুটবল দল জামাল ভূইয়ার দেওয়া গোলে কাতারকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয় পর্বে উঠেছিল। জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের পারফরম্যান্স আশাব্যাঞ্জক নয় বলেই তাদেরকে হ্যাংজু এশিয়ান গেমস থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে এশিয়াডে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছেন সাফজয়ী সাবিনা খাতুনরা। এটাই হবে সাবিনাদের সর্বোচ্চ পর্যায়ে অংশ নেওয়া।
বিভাগ : খেলাধুলা