ভোটযুদ্ধ নয়, সমঝোতার কমিটি ব্যাডমিন্টনে
১৮ মে ২০২৩, ০৮:২৬ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩, ০৮:২৬ পিএম
বহুল আলোচিত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আসন্ন নির্বাচনে ভোটযুদ্ধ আর হচ্ছে না। অবশেষে সমঝোতার কমিটিই হয়েছে এই ফেডারেশনে। ব্যাডমিন্টনের নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা শাটলার জোবায়েদুর রহমান রানার নেতৃত্বে দু’টি প্যানেল অংশ নেয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্যানেল একত্রিত হয়ে ২৪টি মনোনয়নপত্র প্রত্যাহার করে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের উদ্যোগ নেয়। দুই পক্ষ এক হয়ে কার্যনির্বাহী কমিটির ২৪ পদের বেশি মনোনয়নপত্র জমা না দেয়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এই ফেডারেশনের নির্বাহী কমিটির ২৪ পদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ১৩টি এবং রানার নেতৃত্বাধীন প্যানেল ১১টি পদ নিয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে যাচ্ছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের প্রার্থী বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
মুলত ফুটবল ও ক্রিকেটের বাইরে দেশের অন্য ফেডারেশনগুলোর নির্বাচনে সবার আগ্রহ থাকে সাধারণ সম্পাদক পদ নিয়েই। ব্যাডমিন্টনের নির্বাচনে এই পদে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। দুই পক্ষের মাঝে সমঝোতা হওয়ায় আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। অন্য দুই প্রার্থী আমির হোসেন বাহার ও জোবায়েদুর রহমান রানা সাধারণ সম্পাদক পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে সহ-সভাপতি পদ বেছে নিয়েছেন। এই ফেডারেশনের চার সহ-সভাপতির মধ্যে সমঝোতা করে দুই পক্ষ দু’টি করে নিয়েছে। বাহার ছাড়া জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আরেকজন সহ-সভাপতি হচ্ছেন জুয়েল এবং রানা প্যানেলের আরেক সহ-সভাপতি সাবেক তারকা শাটলার কামরুন নাহার ডানা। সহ-সভাপতির মতো যুগ্ম-সম্পাদক পদটিও ভাগাভাগি হয়েছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের প্রার্থী চট্টগ্রামের দিদারুল আলম এবং রানা প্যানেলের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন রাসেল কবির সুমন যুগ্ম-সম্পাদক হচ্ছেন। দুই পক্ষের সমঝোতার কারণে এই পদের আরেক প্রার্থী সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মরিয়ম তারেক বাদ পড়েছেন। তাকে পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত সদস্য করার পরিকল্পনা রয়েছে দু’পক্ষেরই। রানার প্যানেলের মতো জেলা ও বিভাগের প্যানেল থেকেও গুরুত্বপূর্ণ কয়েকজন বাদ পড়েছেন এদের মধ্যে অন্যতম হচ্ছেন সহ-সভাপতি প্রার্থী কে এম শহিদ উল্ল্যা। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ সাধারণ সম্পাদকের মতো আরেকটি গুরুত্বপূর্ণ পদ কোষাধক্ষ্যও নিজেদের অধীনে রাখছে। এছাড়া ১৬ নির্বাহী সদস্যের মধ্যে দুই পক্ষ পাচ্ছে আটটি করে পদ।
সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকা আলমগীর হোসেন বলেন, ‘ক্লাব, জেলা ও বিভাগের সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। সবার সহযোগিতা চাই।’ তবে সাধারণ সম্পাদক পদের আরেক প্রার্থী আমির হোসেন বাহারকে কাল এনএসসি টাওয়ারস্থ নির্বাচন কমিশনে দেখা না গেলেও জোবায়েদুর রহমান রানা তার প্রতিক্রিয়ায় বলেন,‘অখুশি বলা যাবে না। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই কমিটি করেছি। আশা করি ভবিষ্যতে ভালো কিছুই হবে’।
ব্যাডমিন্টনে এক প্যানেল করার ব্যাপারে সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ এবং সিরাজউদ্দিন আলমগীর। কাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলেন তারা। সেই আলোচনায় অনেক উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত সমঝোতা হওয়ায় তৃপ্তির ঢেকুর তোলেন জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ মনোনীত ফেডারেশনগুলোর আসন্ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এমবি সাইফ। তিনি বলেন,‘আ জ ম নাছির ভাইয়ের নেতৃত্ব ও নির্দেশনায় আমরা ব্যাডমিন্টনের স্বার্থে এক প্যানেল করতে চেয়েছিলাম। অনেক আলোচনা ও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অবশেষে সফল হয়েছি। এজন্য সংশ্লিষ্ট দুই পক্ষই আন্তরিকতা দেখিয়েছে।’
উল্লেখ্য গত বছর ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে ন্যক্করজনক ঘটনা ঘটেছিল। নির্ধারিত দিনে ভোটাররা উপস্থিত থাকলেও কেউ ভোট প্রদান করেননি। এরপর এনএসসি অ্যাডহক কমিটি দিয়ে ফেডারেশন পরিচালনা করে। মূলত এনএসসির সচিব পরিমল সিংহকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ার পরপরই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। বলা যায় টেনিসের পর আরেকটি ফেডারেশনের নির্বাচনী অচলাবস্থা ভাঙলেন পরিমল সিংহ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু
রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস