পাঁচ জনেই চলছে দশ জনের কাজ!
২১ মে ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ২২ মে ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর দশ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছিল। বাফুফের এই তদন্ত কমিটি কাজে নামার আগেই দুই সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি পদত্যাগ করেন। অবশিষ্ট ৮ জনকে নিয়েই কমিটির কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফের নির্বাহী কমিটি। সেই অনুযায়ী গত ৭ মে অনুষ্ঠিত হয় বাফুফে তদন্ত কমিটির প্রথম সভা। এ সভায় উপস্থিত ছিলেন পাঁচ জন। এরা হলেন- তদন্ত কমিটির আহবায়ক, বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, সদস্য আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী,সত্যজিৎ দাস রুপু ও ইমতিয়াজ হামিদ সবুজ। এরপর আরও দু’টি সভায় এই পাঁচ জনের বেশি উপস্থিত থাকেননি। শেষ তিন সভার মতো গতকাল চতুর্থ সভাও অনুষ্ঠিত হয়েছে উক্ত পাঁচ জনের উপস্থিতিতে। বিগত তিন সভার ন্যায় চতুর্থ সভায়ও অনুপস্থিত ছিলেন কমিটির তিন সদস্য হারুনুর রশিদ, ইমরুল হাসান ও ইলিয়াস হোসেন।
তদন্ত কমিটি যখন কাজ শুরু করে তখন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য হারুনুর রশীদ পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় ছিলেন। কমিটির দু’টি সভা শেষ হওয়ার পর তিনি দেশে ফিরলেও শারীরিকভাবে অসুস্থ। তদন্ত কমিটির আরেক সদস্য বাফুফের অন্যতম সহ-সভাপতি ইমরুল হাসান দেশের অন্যতম শীর্ষ একটি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় সময় দিতে পারছেন না। তিনি সশরীরে সভায় উপস্থিত না হওয়ায় তদন্ত কমিটি তার সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, ইমরুল হাসান চার সভার মধ্যে দু’টিতে সশরীরে উপস্থিত হওয়ার উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত আসতে পারেননি। অনুপস্থিত থাকা আরেক সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেনের সভায় অনুপস্থিতির সুনির্দিষ্ট তথ্য নেই। যদিও তিনি বাফুফের সব কর্মকা-েই সক্রিয় অংশ নেন। এরপরও অজানা কারণে তদন্ত কমিটির একটি সভায়ও তাকে দেখা যায়নি। ফুটবল সংশ্লিষ্টদের ধারণা, তিনি গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনে ব্যস্ত আছেন।
তবে পাঁচ জন নিয়ে তদন্ত কমিটির কাজ পুরো দমে চালিয়ে যাচ্ছেন গতিতেই কাজ করে যাচ্ছেন কাজী নাবিল। চতুর্থ সভার পর কাল বিকালে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের কাজের অনেকটা অগ্রগতি হয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়েই আমরা কাজ শেষ করতে পারবো। কাজ করতে গিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতাই পাচ্ছি।’ আরো কয়েকটি সভার মাধ্যমে তদন্ত কমিটির কাজ শেষ করতে চান নাবিল। তার কথায়,‘৩০ কর্মদিবস আমাদের সময়সীমা। আমাদের আরো তিন-চারটি সভা হতে পারে।’
তদন্ত কমিটির প্রথম সভা ছিল রূপরেখা ঠিক করার। দ্বিতীয় সভা থেকেই বাফুফের কর্মচারিদের তলব শুরু হয়। কাল চতুর্থ সভায়ও ডাকা হয়েছিল কয়েকজনকে। এ প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘ইতোপূর্বে যাদের ডেকেছিলাম আজও তাদেরই ডাকা হয়েছিল। কারণ তারা এর সঙ্গে সংশ্লিষ্ট।’
তদন্ত কমিটির সভার আগে এদিন দুপুরে অনুষ্ঠিত হয় জাতীয় দল কমিটির সভা। এই সভায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের দলনেতা মনোনীত করা হয়েছে বাফুফের সাবেক সদস্য শওকত আলী খান জাহাঙ্গীরকে। আগামী ৪ জুন সাফের ক্যাম্প শুরু হবে। এই ক্যাম্পের জন্য হোটেলও নির্ধারিত হয়েছে সভায়। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ছয় দিন অনুশীলন করে ১০ জুন কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে পরের দিন সেখান থেকেই সাফ ভেন্যু ভারতের ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে উড়াল দেবেন জামাল ভূঁইয়ারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্তে দুদক

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনী মাঠে নামছে

বিদেশে উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের জন্য বাস্তবমুখী পদক্ষেপ

নতুন ‘স্ট্যান্ডার্ড’ স্থানের নামের তালিকা প্রকাশ করল চীন

ডা. জুবাইদা রহমানের জামিন

থানা ম্যানেজ করে ঘুরে বেড়াচ্ছেন ওয়ারেন্টভূক্ত আসামি লুৎফর

ডোনাল্ড ট্রাম্পকে সউদীতে ঐতিহাসিক ও বিলাসবহুল অভ্যর্থনা

নিবন্ধন ও প্রতীক ফেরত পাওয়ার আপিলের রায় ১ জুন

সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি

চট্টগ্রাম বন্দর বিশ্বমানের হলে অর্থনীতি দ্রুতবেগে পরিবর্তন হবে : ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচনের দেখা নেই!

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ফাজিল (ডিগ্রীতে) শতভাগ পাশের ধারা অক্ষুণ্ন

গাজীপুরে মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আদালতে ‘হেল্পলাইন’ সেবা চালু

উকিল দম্পতির ১৪ ফ্ল্যাট, ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার : খাদ্য উপদেষ্টা

এমপিদের শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা স্নাতক করার আবেদন

ভারতের প্রেসিডেন্টের কাছে আজ পরিচয়পত্র পেশ করবেন রিয়াজ হামিদুল্লাহ