দশ পয়েন্টের জরিমানায় বিধ্বস্ত জুভেন্টাস
২৩ মে ২০২৩, ১০:১৩ পিএম | আপডেট: ২৪ মে ২০২৩, ১২:০০ এএম
ইতালিয়ান সিরি আর ম্যাচে এম্পোলির বিপক্ষে মাঠে নামার আগেই সুদংবাদটা পেয়েছিল জুভেন্টাস। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তুরিনের বুড়িদের। একই অভিযোগে গত জানুয়ারিতে তাদের ১৫ পয়েন্ট জরিমানা করে ইতালির একটি ফুটবল আদালত। গত এপ্রিলে ইতালির শীর্ষ ক্রীড়া আদালত আগের রায় পর্যালোচনা করতে বলে। স্থগিত করা ওই জরিমানাও। এরপর দারুণ খেলে ইতালির লিগে শীর্ষ চারে থাকার সম্ভাবনা জাগায় জুভেন্টাস। তবে এবারের ১০ পয়েন্টের জরিমানা তাদের সেই আশার আলো প্রায় মিলিয়ে গেল আঁধারে। সিরি আর পয়েন্ট তালিকায় দুই থেকে একদম সাতে নেমে গেছে ক্লাবটি। এমন দুঃসংবাদ মাথায় নিয়ে মাঠে নিজেদের মেলে ধরতে পারলেন না ফুটবলাররা। নিচের সারির দল এম্পোলির মাঠে খেলতে গিয়ে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হলো তুরিনের ক্লাবটি।
এই জয়ের ফলে এম্পোলি সিরি আর পয়েন্ট তালিকায় ১৪ থেকে ১৬ নাম্বারে উঠে এসেছে। অন্যদিকে বর্তমানে ৩৬ ম্যাচে শেষে ৫৯ পয়েন্ট জুভেন্টাসের। রয়েছে পয়েন্ট টেবিলের সাত নম্বরে। ১০ পয়েন্ট কেটে না নিলে থাকতো ৬৯ পয়েন্ট। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকতো দলটি। তাতে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত ছিল তাদের। তবে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। নাটকীয় কিছু হলেই কেবল তাদের দেখা যেতে পারে ইউরোপিয়ান প্রতিযোগিতায়। শীর্ষ চারে থাকা নিজেদের হাতে আর না থাকায় ভীষণ হতাশ দলটির কোচ মাক্সিমিলিয়ানো আলেগ্রি বলেন,‘এটি একটি অদ্ভুত পরিস্থিতি ছিল, ম্যাচের ১০ মিনিট আগে রায়টি আসে।’
গত জানুয়ারিতে পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি জুভেন্টাসের সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি সহ সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ১১ জন পরিচালককে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও দিয়েছিল আদালত। ক্লাবের সাবেক সহ সভাপতি পাভেল নেদভেদকে দেওয়া হয়েছিল ৮ মাসের নিষেধাজ্ঞা। গত এপ্রিলের রায়ে নেদভেদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি পুনরায় পর্যালোচনা করতে বলা হয়।
আর এবারের রায়ে নেদভেদসহ সাত জন ক্লাব কর্মকর্তা মামলা থেকে খালাস পেয়েছেন। তবে আগনেল্লি, সাবেক ক্রীড়া পরিচালক ফ্যাবিও প্যাট্রিসিও সহ বেশ কয়েক জনের দীর্ঘ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। এই আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে গত নভেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন আগনেল্লি ও নেদভেদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ