হকির কাউন্সিলর নিয়ে আইনি নোটিশ
২৩ মে ২০২৩, ১০:১৪ পিএম | আপডেট: ২৪ মে ২০২৩, ১২:০০ এএম
বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) আসন্ন নির্বাচনে কাউন্সিলরশিপ নিয়ে নানা অভিযোগের পর এবার আইনি নোটিশ পাঠানোর ঘটনা ঘটেছে। জানা গেছে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের পক্ষে সভাপতি সৈয়দ আবুল মোয়াজ্জেম শামীম তার ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে বাহফের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদকে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশের অনুলিপি তিনি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব এবং নির্বাচন কমিশনকেও দিয়েছেন।
এই ফেডারেশনের ভোটযুদ্ধকে সামনে রেখে এনএসসির নির্বাচন কমিশন ২১ মে কাউন্সিলরের তালিকা জমা দিতে বললেও বাহফে তা দিয়েছে পরের দিন। ২২ মে দুপুরে বাহফের সাধারণ সম্পাদকসহ আরো কয়েকজন কর্মকর্তা এনএসসিতে উপস্থিত হয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে কাউন্সিলর তালিকা জমা দেন। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, এবার হকি আম্পয়ার্স বোর্ড থেকে কাউন্সিলর হয়েছেন উষা ক্রীড়া চক্রের কর্মকর্তা শাফায়াত হোসেন ডালিম। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে হকি অঙ্গনে। আম্পায়ার্স বোর্ড থেকে সাধারণত সাবেক আম্পায়ারদের মধ্য থেকে একজন কাউন্সিলর হন। বাহফের গত নির্বাচনে আম্পায়ার্স বোর্ডের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর হয়েছিলেন দেশের হকির জীবন্ত কিংবদন্তী প্রতাপ শঙ্কর হাজরা। তবে এবার আম্পায়ার্স বোর্ডের মনোনীত ব্যক্তি হিসেবে যিনি কাউন্সিলরশিপ পাচ্ছেন, তিনি কখনও আম্পায়ারিং করেননি! তাই তাকে নিয়ে নানা সমালোচনা চলছে।
বাহফের কাউন্সিলর তালিকায় এবার যারা জায়গা পেয়েছেন এদের অনেকের অন্তর্ভূক্তি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি আবার অনেক সংস্থা কাউন্সিলরশিপের চিঠি না পাওয়ারও অভিযোগ রয়েছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতৃবৃন্দের দাবি, গঠনতন্ত্র অনুযায়ী দুই বার জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরশিপ পাবে। কিন্তু হকি ফেডারেশন মাত্র একবার আয়োজন করেছে জাতীয় প্রতিযোগিতা। ফলে একবার যারা খেলেছে সেই সকল সংস্থা কাউন্সিলরশিপের জন্য বৈধ। অভিযোগ রয়েছে বাহফে ১৬/১৭ টি জেলাকে কাউন্সিলরশিপের জন্য চিঠিই দেয়নি। অতীতে কাউন্সিলরশিপের চিঠি সব সময় সাধারণ সম্পাদক বরাবরই পাঠানো হয়েছে। কিন্তু এবার ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপের চিঠি সাধারণ সম্পাদক পাননি বলে জানিয়েছেন। কাউন্সিলরশিপ নিয়ে আইনি নোটিশের পাশাপাশি নির্বাচন কমিশনে ইতোমধ্যে অনেক চিঠিই জমা পড়েছে। এ প্রসঙ্গে এনএসসির পরিচালক (অর্থ) ও বাহফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশানর মো. সাইদুর রশিদ বলেন, ‘খসড়া তালিকা প্রকাশের পর আপত্তি আসলে আমরা (কমিশন) শুনানি করে সেই অভিযোগ নিষ্পত্তি করবো।’ এনএসসি সুত্র জানিয়েছে, আগামী সপ্তাহে কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করবে। তবে এখানে একটা সংকট দেখা দিয়েছে। আর তা হলো-বাহফের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা অনেকে তখন হজে যাবেন। ফলে তাদের ভোটাধিকার ও প্রার্থিতার অধিকার নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা