আল হিলালের প্রস্তাবে রাজি মেসি!
৩০ মে ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম
লিওনেল মেসি যে পিএসজি ছাড়ছেন তা এখন দিবালোকের মত সত্য। তবে কোথায় যাচ্ছেন তা নিশ্চিত করেননি আর্জেন্টান এই মহাতারকা বা তাঁর বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তাইতো দলবদলের বাজারে নিত্যই নানান গুঞ্জন শোনা যাচ্ছে ৭ বারের ব্যালন ডি-অর জয়ী এই তাঁরকাকে নিয়ে। কখনো বাতাসে ভাসে বার্সালোনা মেসিকে ফেরাতে আগ্রহী। আবার কেউ-কেউ ব্যস্ত ইন্টার মায়ামি কী বলছে সেটা জানাতে। এসবের মাঝে বেশ কয়েকবার শোনা যায় সউদী প্রো লিগের ক্লাব আল হিলাল বিশাল অংকের প্রস্তাব দিয়েছে মেসিকে। গতকাল আবরও মেসির দলবদল নিয়ে নতুন একটি খবর দিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম ফুত মেরকাতো। তারা জানিয়েছে, সউদী আরবের লিগে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা হোর্হে মেসি গ্রহণ করেছেন।
ফুত মেরকাতো জানিয়েছে সউদী আরবের লিগে মেসির খেলার প্রস্তাবটা এসেছে আল হিলালের পক্ষ থেকেই। সেই প্রস্তাবে টাকার অঙ্কটা বিশাল। খবর অনুযায়ী, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৮০০শ কোটি টাকা! সউদী আরবের ক্লাব আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা সেটির প্রায় দ্বিগুণ। এমন লোভনীয় প্রস্তাবে না বলা যে কারো জন্যই বেশ কঠিন।
মেসিকে সউদীর ক্লাবের এমন প্রস্তাব দেওয়ার খবর আগেই দিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তাদের খবরে তখন বলা হয়েছিল, মেসিকে ১ বছরের জন্য ৬০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে সউদীর জনৈক ক্লাব। সেই প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন মেসি। সে সময় মেসির বাবা অবশ্য সেটিকে মিথ্যা খবর বলে উড়িয়ে দিয়েছিলেন। এএফপির সেই খবরের পরও বার্সেলোনা মেসিকে ফেরানো নিয়ে অনেক কথা বলেছে। তবে বার্সেলোনায় মেসির ফেরা অনেক কিছুর ওপর নির্ভর করে। আর্থিক সংকটে থাকা ক্লাবটি উয়েফার আর্থিক সংগতি নীতি এবং লা লিগার বেতন কাঠামো মেনে মেসিকে দলে নিতে পারবে কি না, এ নিয়ে আছে সংশয়।
অন্যদিকে আগামী মাসেই ফ্রি এজেন্ট হতে চলা মেসি এবার আর বার্সেলোনার ক্ষেত্রে ২০২১ সালের মতো হযবরল পরিস্থিতিতে পড়তে চান না বলে খবর দিয়েছে মুন্দো দেপোর্তিভো। ২০২১ সালে মেসিকে ছাড়ব না, ছাড়ব না বলেও ছাড়তে বাধ্য হয়েছিল বার্সা। শেষ পর্যন্ত মুক্ত খেলোয়াড় হিসেবে মেসি পিএসজিতে নাম লেখান। এবার মেসি কোন দোটানায় থাকতে চান না। তাই হয়ত তার বাবা রাজি হয়েছেন আল হিলালের লোভনীয় প্রস্তাবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ